মুম্বই, 5 ফেব্রুয়ারি : সরস্বতীর পুজোর ঠিক প্রাক্কালে নিজের প্রয়াত নৃত্যগুরু বিরজু মহারাজের কথা স্মরণ করে আবেগে ভাসলেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Remembers Pandit Birju Maharaj ) ৷ গত জানুয়ারির 17 তারিখ 84 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন কত্থক নৃত্য়ের কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজ ৷ একাধিক ছবিতে তাঁর তালিমে কাজ করার সুযোগ পেয়েছেন মাধুরী ৷ ধ্রুপদী ঘরণার এই শিল্পীর সঙ্গে 'দিল তো পাগল হ্যায়', 'দেবদাস', 'দেধ ইস্কিয়া'-র মত একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী ৷
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গুরু বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার অভিনেত্রী লেখেন, "মহারাজজী, আপনি এমন কিছু স্মৃতি রেখে গেছেন যা হৃদয়ে চিরতরে গাঁথা হয়ে আছে ৷ একজন মানুষ আমার কাছে যিনি প্রতিটি মুদ্রা, প্রতিটি অনুভূতি এবং সম্পূর্ণ নৃত্য়কে নতুন করে সংজ্ঞায়িত করেছেন ৷ আজ এখানে সকলের প্রিয় পণ্ডিত বিরজু মহারাজকে স্মরণ করছি ৷" একই মঞ্চে বিরজু মহারাজের সঙ্গে নৃত্য প্রদর্শনের একটি ভিডিয়োও শেয়ার করেছেন মাধুরী ৷
আরও পড়ুন : বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা, স্মৃতিচারণায় কমল-হেমা-জাহ্নবী
17 জানুয়ারি হার্ট অ্যাটাকের জেরে চিরঘুমের দেশে পাড়ি দেন এই কিংবদন্তি ৷ কত্থক নৃত্য়ের অন্য়তম নক্ষত্র তো বটেই, এছাড়াও ধ্রুপদী সঙ্গীতেও অসামান্য দখল ছিল বিরজু মহারাজের ৷ বেশ কয়েকটি ছবিতে গলাও দিয়েছিলেন তিনি ৷ শিষ্যা মাধুরীকে দ্রোণাচার্যের মতই তিলে তিলে গড়ে তুলেছিলেন মহারাজ ৷ তাঁর শেখানো বেশ কিছু অসামান্য নৃত্য কৌশলের জন্য আজও বিশ্ববিখ্য়াত মাধুরীর নৃত্যকলা ৷