ETV Bharat / sitara

সৈকতে বিকিনি পরে লিজ়া হেডেন, দেখালেন বেবি বাম্প - লিজ়া হেডেন

সৈকতে বিকিনি পরে বেবি বাম্প দেখালেন মডেল-অভিনেত্রী লিজ়া হেডেন ৷ তৃতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি ৷

Lisa Haydon shows off her baby bump in bikini
সৈকতে বিকিনি পরে লিজ়া হেডেন, দেখালেন বেবি বাম্প
author img

By

Published : Mar 27, 2021, 5:08 PM IST

মুম্বই, 27 মার্চ: তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী লিজ়া হেডেন ৷ বিকিনি পরে নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি ৷

লিজ়া যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে রিল্যাক্সিং মুডে রয়েছেন তিনি ৷ কমলা রঙের বিকিনি পরে সৈকতে অলস সময় কাটাচ্ছেন লিজ়া ৷

আর একটি ছবিও পোস্ট করেছেন লিজ়া ৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার হাবি এই ছবিটি তুলেছেন ৷"

ইনস্টাগ্রামেই নিজের তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন লিজ়া ৷ সেই ভিডিয়ো বার্তায় দেখা গিয়েছিল তাঁর বড় ছেলে জ্যাককেও ৷

আরও পড়ুন: হাবির কন্য়াকে নিয়েই মালদ্বীপে মধুচন্দ্রিমায় দিয়া মির্জা

2016 সালে ব্যবসায়ী দিনো লালবানির সঙ্গে বিয়ে হয় লিজ়া হেডেনের ৷ তাঁদের দুই সন্তানের নাম লিও ও জ্যাক ৷ জুন মাসে তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা মডেল-অভিনেত্রীর ৷

মুম্বই, 27 মার্চ: তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী লিজ়া হেডেন ৷ বিকিনি পরে নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি ৷

লিজ়া যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে রিল্যাক্সিং মুডে রয়েছেন তিনি ৷ কমলা রঙের বিকিনি পরে সৈকতে অলস সময় কাটাচ্ছেন লিজ়া ৷

আর একটি ছবিও পোস্ট করেছেন লিজ়া ৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার হাবি এই ছবিটি তুলেছেন ৷"

ইনস্টাগ্রামেই নিজের তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন লিজ়া ৷ সেই ভিডিয়ো বার্তায় দেখা গিয়েছিল তাঁর বড় ছেলে জ্যাককেও ৷

আরও পড়ুন: হাবির কন্য়াকে নিয়েই মালদ্বীপে মধুচন্দ্রিমায় দিয়া মির্জা

2016 সালে ব্যবসায়ী দিনো লালবানির সঙ্গে বিয়ে হয় লিজ়া হেডেনের ৷ তাঁদের দুই সন্তানের নাম লিও ও জ্যাক ৷ জুন মাসে তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা মডেল-অভিনেত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.