ETV Bharat / sitara

আসছে 'মিতিনমাসি'-র সিকুয়েল, জানালেন কোয়েল - মিতিনমাসি-র সিকুয়েল

অরিন্দম শীল পরিচালিত 'মিতিনমাসি' সুপারহিট হয়েছে বক্স অফিসে। আর সেই রেশ কাটতে না কাটতেই ছবির সিকুয়েলের খবর দিলেন ছবির নায়িকা কোয়েল মল্লিক।

Koel Mullick on Mitin Mashi
author img

By

Published : Nov 22, 2019, 10:32 PM IST

কলকাতা : বাংলা সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা মিতিনমাসি। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবলম্বনে অরিন্দম শীল এই মিতিনমাসিকে নিয়েই তৈরি করেছেন ছবি 'মিতিনমাসি'। এখনও বেশ কয়েকটা সিনেমাহলে চলছে সেই ছবি। আর এর মধ্যেই কোয়েল খবর দিলেন যে, আসতে চলেছে মিতিনমাসির সিকুয়েল।

সামনেই মুক্তি পাচ্ছে কোয়েল ও পরমব্রত চ্যাটার্জি অভিনীত 'সাগরদ্বীপে যখের ধন'। বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে 3D তে। অনেক ভার্জিন লোকেশনে গিয়ে শুটিং করা হয়েছে এই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছবিটি। কোয়েল বললেন, "এমন সব জায়গায় আমরা শুটিং করেছি, যেখানে কোনও টুরিস্টরা অবধি যায় না, অনেক এত ভয়ানক সেই সব জায়গা। শুধুমাত্র ভিশুয়ালি খুব ভালো লাগবে বলে আমরা সেই সব জায়গায় শুটিং করেছি।"

এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী শেয়ার করলেন তাঁর আসন্ন ছবির কথা। বললেন, "আপনাদের ভালোবাসায় আবার ফিরছে মিতিন।" সিনেপ্রেমীদের কাছে এটা তো অবশ্যই একটা সুখবর... এছাড়াও কোয়েলের ঝুলিতে রয়েছে 'রক্তরহস্য'ও কল্পবিজ্ঞান নিয়ে তৈরি ছবি 'বনি'।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : বাংলা সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা মিতিনমাসি। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবলম্বনে অরিন্দম শীল এই মিতিনমাসিকে নিয়েই তৈরি করেছেন ছবি 'মিতিনমাসি'। এখনও বেশ কয়েকটা সিনেমাহলে চলছে সেই ছবি। আর এর মধ্যেই কোয়েল খবর দিলেন যে, আসতে চলেছে মিতিনমাসির সিকুয়েল।

সামনেই মুক্তি পাচ্ছে কোয়েল ও পরমব্রত চ্যাটার্জি অভিনীত 'সাগরদ্বীপে যখের ধন'। বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে 3D তে। অনেক ভার্জিন লোকেশনে গিয়ে শুটিং করা হয়েছে এই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছবিটি। কোয়েল বললেন, "এমন সব জায়গায় আমরা শুটিং করেছি, যেখানে কোনও টুরিস্টরা অবধি যায় না, অনেক এত ভয়ানক সেই সব জায়গা। শুধুমাত্র ভিশুয়ালি খুব ভালো লাগবে বলে আমরা সেই সব জায়গায় শুটিং করেছি।"

এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী শেয়ার করলেন তাঁর আসন্ন ছবির কথা। বললেন, "আপনাদের ভালোবাসায় আবার ফিরছে মিতিন।" সিনেপ্রেমীদের কাছে এটা তো অবশ্যই একটা সুখবর... এছাড়াও কোয়েলের ঝুলিতে রয়েছে 'রক্তরহস্য'ও কল্পবিজ্ঞান নিয়ে তৈরি ছবি 'বনি'।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
Intro:Body:

আসবে 'মিতিনমাসি'-র সিকুয়েল, জানালেন কোয়েল



অরিন্দম শীল পরিচালিত 'মিতিনমাসি' সুপারহিট হয়েছে বক্স অফিসে। আর সেই রেশ কাটতে না কাটতেই ছবির সিকুয়েলের খবর দিলেন ছবির নায়িকা কোয়েল মল্লিক।



কলকাতা : বাংলা সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা মিতিনমাসি। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবলম্বনে অরিন্দম শীল এই মিতিনমাসিকে নিয়েই তৈরি করেছেন ছবি 'মিতিনমাসি'। এখনও বেশ কয়েকটা সিনেমাহলে চলছে সেই ছবি। আর এর মধ্য়েই কোয়েল খবর দিলেন যে, আসতে চলেছে মিতিনমাসির সিকুয়েল।



সামনেই মুক্তি পাচ্ছে কোয়েল ও পরমব্রত অভিনীত 'সাগরদ্বীপে যখের ধন'। বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে 3D তে। অনেক ভার্জিন লোকেশনে গিয়ে শুটিং করা হয়েছে এই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছবিটি। কোয়েল বললেন, "এমন সব জায়গায় আমরা শুটিং করেছি, যেখানে কোনও টুরিস্টরা অবধি যায় না। শুধুমাত্র ভিশুয়ালি খুব ভালো লাগবে বলে আমরা সেই সব জায়গায় শুটিং করেছি।"



এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী শেয়ার করলেন তাঁর আসন্ন ছবির কথা। বললেন, "আপনাদের ভালোবাসায় আবার ফিরছে মিতিন।" সিনেপ্রেমীদের কাছে এটা তো অবশ্যই একটা সুখবর...



দেখে নিন ভিডিয়ো...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.