ETV Bharat / sitara

ইউরোপ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট কোয়েলের - koel mallick throwback photo

2019-এ ইউরোপে ঘুরতে গিয়েছিলেন কোয়েল । সেই সময় তোলা দুটি ছবি সোশাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করে স্মৃতিচারণা করেন তিনি । ছবিতে ইউরোপের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে ।

xdf
rgf
author img

By

Published : Jun 4, 2020, 10:38 PM IST

কলকাতা : কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । গৃহবন্দী ছিলেন সবাই । আর সেই সময় একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় । পুরোনো ছবি শেয়ার করছিলেন তারকারা । ভাসছিলেন নস্টালজিয়ায় । আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন কোয়েল মল্লিকও । শেয়ার করেছিলেন তাঁর ইউরোপ ঘুরতে যাওয়ার কয়েকটি ছবি । আর এবার ফের ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি পোস্ট করলেন তিনি ।

লকডাউনের মধ্যে বন্ধ ছিল শুটিং । ফলে বাড়িতেই দিমন কাটছিল তারকাদের । ওই সময় সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় হয়ে উঠেন তাঁরা । রোজই শেয়ার করতেন কোনও না কোনও ছবি । তার মধ্যে বেশিরভাগ ছবিই পুরোনো । নয় ছেলেবেলার কোনও স্মৃতি, নয় তো ঘুরতে যাওয়ার কোনও ছবি । বলিউড থেকে টলিউড এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই । আবারও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন কোয়েল ।

2019-এ ইউরোপে ঘুরতে গিয়েছিলেন কোয়েল । সেই সময় তোলা দুটি ছবি সোশাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করে স্মৃতিচারণা করেন তিনি । ছবিতে ইউরোপের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে ।

এর আগের শেয়ার করা ছবিতে 'উয়োম্যান ইন ব্ল্যাক' অবতারে দেখা গিয়েছিল তাঁকে । কালো জ্যাকেটের সঙ্গে কালো প্যান্ট ও সানগ্লাস পরেছিলেন তিনি ।

কলকাতা : কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । গৃহবন্দী ছিলেন সবাই । আর সেই সময় একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় । পুরোনো ছবি শেয়ার করছিলেন তারকারা । ভাসছিলেন নস্টালজিয়ায় । আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন কোয়েল মল্লিকও । শেয়ার করেছিলেন তাঁর ইউরোপ ঘুরতে যাওয়ার কয়েকটি ছবি । আর এবার ফের ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি পোস্ট করলেন তিনি ।

লকডাউনের মধ্যে বন্ধ ছিল শুটিং । ফলে বাড়িতেই দিমন কাটছিল তারকাদের । ওই সময় সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় হয়ে উঠেন তাঁরা । রোজই শেয়ার করতেন কোনও না কোনও ছবি । তার মধ্যে বেশিরভাগ ছবিই পুরোনো । নয় ছেলেবেলার কোনও স্মৃতি, নয় তো ঘুরতে যাওয়ার কোনও ছবি । বলিউড থেকে টলিউড এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই । আবারও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন কোয়েল ।

2019-এ ইউরোপে ঘুরতে গিয়েছিলেন কোয়েল । সেই সময় তোলা দুটি ছবি সোশাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করে স্মৃতিচারণা করেন তিনি । ছবিতে ইউরোপের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে ।

এর আগের শেয়ার করা ছবিতে 'উয়োম্যান ইন ব্ল্যাক' অবতারে দেখা গিয়েছিল তাঁকে । কালো জ্যাকেটের সঙ্গে কালো প্যান্ট ও সানগ্লাস পরেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.