কলকাতা : কোরোনায় আক্রান্ত কোয়েল মল্লিক । আজ সন্ধেয় টুইট করে একথা জানান অভিনেত্রী নিজেই । তবে শুধু কোয়েলই নয়, আক্রান্ত হয়েছেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং রানেও ।
আজ টুইটারে কোয়েল লেখেন, "আমার বাবা, মা, রানে ও আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে...সেলফ কোয়ারানটিনে রয়েছি !"
সূত্রের খবর, কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁদের । শ্বাসকষ্টের উপসর্গও ছিল । এরপর দু'দিন আগে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । এরপরই খবরটি নিশ্চিত করেন কোয়েল নিজেই ।
-
Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
5 মে মা হন কোয়েল । পুত্রসন্তানের জন্ম দেন তিনি । সেই খবরও সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী ।
এদিকে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক টলি তারকা । তাঁদের মধ্যে রয়েছেন জিৎ, জিৎ গাঙ্গুলি, যশ দাশগুপ্ত, আবির চ্যাটার্জি, বিক্রম চ্যাটার্জি সহ আরও অনেকেই ।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করে ETV ভারত সিতারাও ।