ETV Bharat / sitara

Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের - ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারক

ক্যানসারের চিকিৎসা চলছে ৷ তাই নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন কিরণ খের (Kirron Kher Returns to set)৷ এ বার তিনি ফিরলেন ইন্ডিয়াস গট ট্যালেন্টের (India's Got Talent) শুটিংয়ে ৷

Kirron Kher, Battling Cancer, Returns To India's Got Talent Set As A Judge, Shilpa Shetty shares video
ক্যানসারের বিরুদ্ধে চলছে লড়াই, তাই নিয়েই শুটিঙে কিরণ খের
author img

By

Published : Nov 25, 2021, 3:37 PM IST

মুম্বই, 25 নভেম্বর: শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ক্যানসার (Kirron Kher Battling Cancer) ৷ প্রায় বছরখানেক হতে চলল তাঁর চিকিৎসা চলছে ৷ তবে রোগ ধার কমাতে পারেনি তাঁর জীবনীশক্তির ৷ চিকিৎসা চলাকালীনই ওয়ার্ক ফ্রম হোম করছেন ৷ এ বার শুটিংয়েও ফিরলেন অভিনেত্রী-রাজনীতিক কিরণ খের (Kirron Kher Returns to set) ৷ ইন্ডিয়াস গট ট্যালেন্টে বিচারকের আসনে আবারও দেখা গেল 69 বছরের অভিনেত্রীকে ৷ সেট থেকে তাঁকে সবার সামনে নিয়ে এলেন প্রতিযোগিতার (India's Got Talent) আর এক বিচারক শিল্পা শেট্টি ৷

সিজন ওয়ানেও ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারক (India's Got Talent Judge) ছিলেন কিরণ খের ৷ আবারও সেই একই আসনের দায়িত্ব নিয়ে তিনি শুটিং শুরু করেছেন ৷ এই রিয়েলিটি শোতে প্রথমবার কিরণ ও বাদশার পাশের আসনে দেখা যাবে শিল্পা শেট্টিকে (Shilpa Shetty shares Kirron Kher video) ৷ সেট থেকে ভিডিয়ো পোস্ট করে শিল্পাও লিখলেন সে কথা, "প্রথম দিন, প্রথম শো কিরণ খের ও বাদশার সঙ্গে ৷" সেই ভিডিয়োয় কিরণ খেরকে তাঁর চেনা সাজপোশাকে দেখা গেলেও মুখে পরা ছিল ফেসশিল্ড ৷

আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর

মজাদার ভিডিয়োয় কিরণ খেরের গলার ভারী গয়না নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে শিল্পাকে ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি শুধু এই গয়নাটা দেখতেই শুটিংয়ে এসেছি ৷" তখন হেসে কিরণ খের বলেন, "ডোন্ট বি সিলি ৷" এরপর ধড়কন অভিনেত্রী বলতে থাকেন, "আমি তো বলব আমায় তুমি দত্তক নিয়ে নাও ৷ সিকন্দর (অনুপম ও কিরণের ছেলে) থোড়াই এই গয়না পরতে পারবে !" শিল্পার এই কথার জবাবে কিরণ বলেছেন, "ওকে পরতে হলে ও-ও পরে নেবে...একদিন ওকে বলি যে আমার মনে হয় আমার কিছু গয়না এ বার বিক্রি করে দেওয়া উচিত, কারণ তুমি তো বিয়ে করছ না ৷ তাতে ও বলে যে, এটা করো না, আমার স্ত্রী এগুলো পরবে ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan sends legal notice: পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ?

চলতি বছরের শুরুর দিকে ব্লাড ক্যানসারেরই একটি ধরন মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত হন কিরণ খের ৷ এপ্রিলে এই খবর জানান অনুপম খের (Anupam Kher) ৷ তবে চিকিৎসা চলাকালীনও কাজে বিরতি দেননি অনুপম-পত্নী ৷ গত মাসেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, হাসপাতালে থাকাকালীনও তিনি কাজ করে গিয়েছেন ৷ ফোনেই নিজের প্রয়োজনের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ সম্প্রতি তিনি ভার্চুয়ালি একটি অক্সিজেন প্ল্যান্টেরও উদ্বোধন করেন ৷ তবে ডাক্তার তাঁকে এই অবস্থায় আকাশপথে কোথাও যেতে বারণ করেছেন ৷

আরও পড়ুন: Kangana Summoned For Sikh Remarks: শিখদের নিয়ে মন্তব্য, কঙ্গনাকে সমন দিল্লি বিধানসভা কমিটির

দেবদাস, ম্যায় হু না, হাম তুম-সহ বহু ফিল্মে অভিনয় করেছেন কিরণ খের ৷ 2014 সালে তিনি রাজনীতির আঙিনায় পা রাখেন ৷ যোগ দেন বিজেপিতে ৷

মুম্বই, 25 নভেম্বর: শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ক্যানসার (Kirron Kher Battling Cancer) ৷ প্রায় বছরখানেক হতে চলল তাঁর চিকিৎসা চলছে ৷ তবে রোগ ধার কমাতে পারেনি তাঁর জীবনীশক্তির ৷ চিকিৎসা চলাকালীনই ওয়ার্ক ফ্রম হোম করছেন ৷ এ বার শুটিংয়েও ফিরলেন অভিনেত্রী-রাজনীতিক কিরণ খের (Kirron Kher Returns to set) ৷ ইন্ডিয়াস গট ট্যালেন্টে বিচারকের আসনে আবারও দেখা গেল 69 বছরের অভিনেত্রীকে ৷ সেট থেকে তাঁকে সবার সামনে নিয়ে এলেন প্রতিযোগিতার (India's Got Talent) আর এক বিচারক শিল্পা শেট্টি ৷

সিজন ওয়ানেও ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারক (India's Got Talent Judge) ছিলেন কিরণ খের ৷ আবারও সেই একই আসনের দায়িত্ব নিয়ে তিনি শুটিং শুরু করেছেন ৷ এই রিয়েলিটি শোতে প্রথমবার কিরণ ও বাদশার পাশের আসনে দেখা যাবে শিল্পা শেট্টিকে (Shilpa Shetty shares Kirron Kher video) ৷ সেট থেকে ভিডিয়ো পোস্ট করে শিল্পাও লিখলেন সে কথা, "প্রথম দিন, প্রথম শো কিরণ খের ও বাদশার সঙ্গে ৷" সেই ভিডিয়োয় কিরণ খেরকে তাঁর চেনা সাজপোশাকে দেখা গেলেও মুখে পরা ছিল ফেসশিল্ড ৷

আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর

মজাদার ভিডিয়োয় কিরণ খেরের গলার ভারী গয়না নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে শিল্পাকে ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি শুধু এই গয়নাটা দেখতেই শুটিংয়ে এসেছি ৷" তখন হেসে কিরণ খের বলেন, "ডোন্ট বি সিলি ৷" এরপর ধড়কন অভিনেত্রী বলতে থাকেন, "আমি তো বলব আমায় তুমি দত্তক নিয়ে নাও ৷ সিকন্দর (অনুপম ও কিরণের ছেলে) থোড়াই এই গয়না পরতে পারবে !" শিল্পার এই কথার জবাবে কিরণ বলেছেন, "ওকে পরতে হলে ও-ও পরে নেবে...একদিন ওকে বলি যে আমার মনে হয় আমার কিছু গয়না এ বার বিক্রি করে দেওয়া উচিত, কারণ তুমি তো বিয়ে করছ না ৷ তাতে ও বলে যে, এটা করো না, আমার স্ত্রী এগুলো পরবে ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan sends legal notice: পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ?

চলতি বছরের শুরুর দিকে ব্লাড ক্যানসারেরই একটি ধরন মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত হন কিরণ খের ৷ এপ্রিলে এই খবর জানান অনুপম খের (Anupam Kher) ৷ তবে চিকিৎসা চলাকালীনও কাজে বিরতি দেননি অনুপম-পত্নী ৷ গত মাসেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, হাসপাতালে থাকাকালীনও তিনি কাজ করে গিয়েছেন ৷ ফোনেই নিজের প্রয়োজনের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ সম্প্রতি তিনি ভার্চুয়ালি একটি অক্সিজেন প্ল্যান্টেরও উদ্বোধন করেন ৷ তবে ডাক্তার তাঁকে এই অবস্থায় আকাশপথে কোথাও যেতে বারণ করেছেন ৷

আরও পড়ুন: Kangana Summoned For Sikh Remarks: শিখদের নিয়ে মন্তব্য, কঙ্গনাকে সমন দিল্লি বিধানসভা কমিটির

দেবদাস, ম্যায় হু না, হাম তুম-সহ বহু ফিল্মে অভিনয় করেছেন কিরণ খের ৷ 2014 সালে তিনি রাজনীতির আঙিনায় পা রাখেন ৷ যোগ দেন বিজেপিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.