ETV Bharat / sitara

Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার - রেখার খবর

রেখার জন্মদিনে (Rekha Birthday) তাঁকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ তাঁর চোখে কিংবদন্তি অভিনেত্রী 'গডমাদার'-এর মতো ৷

Kangana Ranaut wishes her 'God mother' Rekha on her birthday
'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার
author img

By

Published : Oct 10, 2021, 6:10 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর : আজ আবারও তাঁর একটা জন্মদিন ঘুরে এল ৷ তবে বয়সের হিসেব রাখাটা তাঁর জন্য একেবারেই বেমানান ৷ কারণ বয়সটা তাঁর ক্ষেত্রে শুধুই একটা নম্বর ৷ সৌন্দর্যে, ব্যক্তিত্বে, লালিত্বে তিনি আজও টেক্কা দেন যুবতী তন্বীদের ৷ আজও তিনি বলিউডের অন্যতম ডিভা ৷ এভারগ্রিন রেখা (Rekha Birthday) ৷ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই ৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের আর এক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর কাছে রেখার স্থান 'গডমাদার' হিসেবে ৷

আজ 67-তে পড়লেন রেখা ৷ এই বিশেষ দিনে রেখার সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে কিংবদন্তি অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাওয়াত ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 'থালাইভি' অভিনেত্রী লিখেছেন, "আমার গডমাদার, অনুগ্রহ, কমনীয়তা এবং সৌন্দর্যের প্রতীক প্রিয় রেখাজি, শুভ জন্মদিন...৷" কঙ্গনা রেখার সঙ্গে তাঁর যে ছবিটি পোস্ট করেছেন, সেটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের রিসেপশন পার্টিতে তোলা ৷

kangana-ranaut-wishes-her-god-mother-rekha-on-her-birthday
কঙ্গনার পোস্ট

আরও পড়ুন: Arunima Ghosh : আজও পুজোর ভিড়ে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে খোঁজেন অরুণিমা

রেখার প্রতি কঙ্গনার শ্রদ্ধা ও ভালবাসা আগেও প্রকাশ্যে এসেছে ৷ 2019 সালে মণিকর্ণিকা স্টারের দিদি রঙ্গোলির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা ছিল, "আজ আমি কঙ্গনার একটা সত্যি প্রকাশ করব ৷ ও রেখাজির মতো হতে চায় ৷ এখানে কিছু ছবি আছে, অনুগ্রহ করে সেগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন ৷" তবে বর্তমানে রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট আর সক্রিয় নয় ৷

আরও পড়ুন: Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ'

আবার কঙ্গনারও গুণগান শোনা গিয়েছে অভিনেত্রী রেখার মুখে ৷ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন রেখা ৷ তিনি বলেন, তাঁর যদি একটি কন্যা থাকত, তাহলে তিনি কঙ্গনার মতোই হতেন ৷

আরও পড়ুন: Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

নয়াদিল্লি, 10 অক্টোবর : আজ আবারও তাঁর একটা জন্মদিন ঘুরে এল ৷ তবে বয়সের হিসেব রাখাটা তাঁর জন্য একেবারেই বেমানান ৷ কারণ বয়সটা তাঁর ক্ষেত্রে শুধুই একটা নম্বর ৷ সৌন্দর্যে, ব্যক্তিত্বে, লালিত্বে তিনি আজও টেক্কা দেন যুবতী তন্বীদের ৷ আজও তিনি বলিউডের অন্যতম ডিভা ৷ এভারগ্রিন রেখা (Rekha Birthday) ৷ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই ৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের আর এক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর কাছে রেখার স্থান 'গডমাদার' হিসেবে ৷

আজ 67-তে পড়লেন রেখা ৷ এই বিশেষ দিনে রেখার সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে কিংবদন্তি অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাওয়াত ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 'থালাইভি' অভিনেত্রী লিখেছেন, "আমার গডমাদার, অনুগ্রহ, কমনীয়তা এবং সৌন্দর্যের প্রতীক প্রিয় রেখাজি, শুভ জন্মদিন...৷" কঙ্গনা রেখার সঙ্গে তাঁর যে ছবিটি পোস্ট করেছেন, সেটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের রিসেপশন পার্টিতে তোলা ৷

kangana-ranaut-wishes-her-god-mother-rekha-on-her-birthday
কঙ্গনার পোস্ট

আরও পড়ুন: Arunima Ghosh : আজও পুজোর ভিড়ে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে খোঁজেন অরুণিমা

রেখার প্রতি কঙ্গনার শ্রদ্ধা ও ভালবাসা আগেও প্রকাশ্যে এসেছে ৷ 2019 সালে মণিকর্ণিকা স্টারের দিদি রঙ্গোলির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা ছিল, "আজ আমি কঙ্গনার একটা সত্যি প্রকাশ করব ৷ ও রেখাজির মতো হতে চায় ৷ এখানে কিছু ছবি আছে, অনুগ্রহ করে সেগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন ৷" তবে বর্তমানে রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট আর সক্রিয় নয় ৷

আরও পড়ুন: Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ'

আবার কঙ্গনারও গুণগান শোনা গিয়েছে অভিনেত্রী রেখার মুখে ৷ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন রেখা ৷ তিনি বলেন, তাঁর যদি একটি কন্যা থাকত, তাহলে তিনি কঙ্গনার মতোই হতেন ৷

আরও পড়ুন: Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.