ETV Bharat / sitara

বেতন কাটা অনুচিত, আইনক্সে কর্মীদের প্রতিবাদ প্রসঙ্গে মত অনীক-কমলেশ্বরের - anik dutta

আইনক্সে কর্মীদের প্রতিবাদ প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর মুখার্জি বলেন, "সরকার বলেছে, যে কারও মাইনে কাটা যাবে না এবং কাউকে চাকরি থেকে ছাড়ানো যাবে না । আমি সেটারই পক্ষে । সেটা যে সংস্থাই হোক না কেন ।"

sf
sdf
author img

By

Published : May 16, 2020, 9:07 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে সমস্যায় পড়েছেন কলকাতার স্বভূমি আইনক্সের কর্মীরা । অভিযোগ, কয়েক মাস মাইনে পাননি তাঁরা । এমনকী, আইনক্সের পেজেও সমস্যার কথা জানাতে পারছেন না । কারণ তাঁদের সেখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই ধরনের একাধিক অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করেন তাঁরা । এদিকে এ বিষয়ে আইনক্সের বক্তব্য, যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ বছরের 31 মার্চ । তাঁরা কেউই আইনক্সের কর্মী নন ।

এই ঘটনা প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর মুখার্জি বলেন, "সরকার বলেছে, যে কারও মাইনে কাটা যাবে না এবং কাউকে চাকরি থেকে ছাড়ানো যাবে না । আমি সেটারই পক্ষে । সেটা যে সংস্থাই হোক না কেন ।"

অন্যদিকে পরিচালক অনীক দত্ত বলেন, "কিছুদিন আগের ঘটনা । সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ডিজিটালে রিলিজ় করছে বলে রেগে গিয়েছিলেন এক্সহিবিটররা । কোথাও একটা ইনসিকিওরিটি এসেছে । আবার কিছু লোক বলছেন বেশ হয়েছে । 20 টাকার পপকর্ন 200 টাকা দিয়ে কেনানো হত ! এখন তো পুরোটাই অনিশ্চিত । আমাদের ইন্ডাস্ট্রিতে যাঁদেরই অবস্থা একটু ভালো, যাঁদের কিছুদিন অন্তত সাসটেন করার ক্ষমতা আছে, তাঁরা সবাই টাকা দিয়েছি, যাতে বাকিরা কয়েকটা দিন চালাতে পারে । এক্ষেত্রে ট্রেড ইউনিয়ন কোনও মদত দিচ্ছে কি না আমি তো জানি না । যখন মুনাফা বেশি হয়, কর্মচারীদের অনেক ক্ষেত্রেই সেটা পাস অন করা হয় না । সুতরাং, যখন লস হচ্ছে, এদের নিশ্চয়ই কিছুটা ক্ষমতা হয়েছে ব্যাপারটা চালানোর । এরকম কিছু কম্পানির খবরও বেরিয়েছে, যাঁরা উলটে মাইনে বাড়িয়ে দিয়েছে । সবরকমই তো লোক রয়েছে । কিন্তু যদি কোনও একটা জায়গায় অন্যায় হয়, সেটার ব্যাপারে প্রতিবাদ করার লোকও থাকা দরকার ।"

কলকাতা : লকডাউনের মধ্যে সমস্যায় পড়েছেন কলকাতার স্বভূমি আইনক্সের কর্মীরা । অভিযোগ, কয়েক মাস মাইনে পাননি তাঁরা । এমনকী, আইনক্সের পেজেও সমস্যার কথা জানাতে পারছেন না । কারণ তাঁদের সেখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই ধরনের একাধিক অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করেন তাঁরা । এদিকে এ বিষয়ে আইনক্সের বক্তব্য, যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ বছরের 31 মার্চ । তাঁরা কেউই আইনক্সের কর্মী নন ।

এই ঘটনা প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর মুখার্জি বলেন, "সরকার বলেছে, যে কারও মাইনে কাটা যাবে না এবং কাউকে চাকরি থেকে ছাড়ানো যাবে না । আমি সেটারই পক্ষে । সেটা যে সংস্থাই হোক না কেন ।"

অন্যদিকে পরিচালক অনীক দত্ত বলেন, "কিছুদিন আগের ঘটনা । সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ডিজিটালে রিলিজ় করছে বলে রেগে গিয়েছিলেন এক্সহিবিটররা । কোথাও একটা ইনসিকিওরিটি এসেছে । আবার কিছু লোক বলছেন বেশ হয়েছে । 20 টাকার পপকর্ন 200 টাকা দিয়ে কেনানো হত ! এখন তো পুরোটাই অনিশ্চিত । আমাদের ইন্ডাস্ট্রিতে যাঁদেরই অবস্থা একটু ভালো, যাঁদের কিছুদিন অন্তত সাসটেন করার ক্ষমতা আছে, তাঁরা সবাই টাকা দিয়েছি, যাতে বাকিরা কয়েকটা দিন চালাতে পারে । এক্ষেত্রে ট্রেড ইউনিয়ন কোনও মদত দিচ্ছে কি না আমি তো জানি না । যখন মুনাফা বেশি হয়, কর্মচারীদের অনেক ক্ষেত্রেই সেটা পাস অন করা হয় না । সুতরাং, যখন লস হচ্ছে, এদের নিশ্চয়ই কিছুটা ক্ষমতা হয়েছে ব্যাপারটা চালানোর । এরকম কিছু কম্পানির খবরও বেরিয়েছে, যাঁরা উলটে মাইনে বাড়িয়ে দিয়েছে । সবরকমই তো লোক রয়েছে । কিন্তু যদি কোনও একটা জায়গায় অন্যায় হয়, সেটার ব্যাপারে প্রতিবাদ করার লোকও থাকা দরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.