ETV Bharat / sitara

John Abraham Covid Positive: কোভিড পজিটিভ সস্ত্রীক জন - Priya Runchal test COVID 19 positive

করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের অভিনেতা জন আব্রাহাম (John Abraham tests covid positive) ও তাঁর স্ত্রী প্রিয়া রাঞ্চাল (john abraham wife priya runchal test covid 19 positive )৷ দুজনেই বাড়িতে কোয়ারান্টিনে আছেন ৷

John Abraham, wife Priya Runchal test COVID-19 positive
কোভিড পজিটিভ সস্ত্রীক জন
author img

By

Published : Jan 3, 2022, 10:24 AM IST

Updated : Jan 3, 2022, 11:06 AM IST

মুম্বই, 3 জানুয়ারি: করোনায় আক্রান্ত বলিউডের অভিনেতা জন আব্রাহাম (John Abraham tests covid positive)৷ আক্রান্ত তাঁর স্ত্রী প্রিয়াও (Priya Runchal test COVID-19 positive)৷ তাঁদের দুজনের কোভিড রিপোর্ট পজিটিভ (John Abraham Covid Positive) এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন জন (John Abraham news)৷ তিনি সস্ত্রীক বাড়িতেই কোয়ারান্টিনে আছেন বলে জানিয়েছেন ৷

আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জন আব্রাহাম (john abraham wife priya runchal test covid 19 positive ) জানিয়েছেন, তিন দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি লেখেন, "তিনদিন আগেই একজনের থেকে আমি কোভিডের সংস্পর্শে এসেছি ৷ পরে জানতে পারি যে তাঁর কোভিড রয়েছে ৷ প্রিয়া আর আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমরা বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি, তাই কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না ৷"

আরও পড়ুন: John Abraham birthday: 49-এ জন, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আদুরে পোস্ট

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন যে, তাঁদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা দুজনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে ৷ অনুগ্রহ করে সুস্থ থাকুন ৷ মাস্ক পরুন ৷"

John Abraham, wife Priya Runchal test COVID-19 positive
ইনস্টাগ্রাম স্টোরিতে জানান জন

রবিবার পরিচালক রাহুল রাওয়ালিও করোনায় আক্রান্ত হন ৷ 70 বছরের পরিচালক বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন ৷

আরও পড়ুন: সত্যমেব জয়তে 2: নয়া পোস্টারে জন বনাম জন

সম্প্রতি বলিউডের অনেক তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করিনা কাপুর, নোরা ফতেহি, ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদকরের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হন অভিনেতা অর্জুন কাপুর, তাঁর তুতো বোন তথা প্রযোজক রিয়া কাপুর ও রিয়ার হাবি করণ বুলানিও ৷

মুম্বই, 3 জানুয়ারি: করোনায় আক্রান্ত বলিউডের অভিনেতা জন আব্রাহাম (John Abraham tests covid positive)৷ আক্রান্ত তাঁর স্ত্রী প্রিয়াও (Priya Runchal test COVID-19 positive)৷ তাঁদের দুজনের কোভিড রিপোর্ট পজিটিভ (John Abraham Covid Positive) এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন জন (John Abraham news)৷ তিনি সস্ত্রীক বাড়িতেই কোয়ারান্টিনে আছেন বলে জানিয়েছেন ৷

আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জন আব্রাহাম (john abraham wife priya runchal test covid 19 positive ) জানিয়েছেন, তিন দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি লেখেন, "তিনদিন আগেই একজনের থেকে আমি কোভিডের সংস্পর্শে এসেছি ৷ পরে জানতে পারি যে তাঁর কোভিড রয়েছে ৷ প্রিয়া আর আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমরা বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি, তাই কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না ৷"

আরও পড়ুন: John Abraham birthday: 49-এ জন, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আদুরে পোস্ট

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন যে, তাঁদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা দুজনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে ৷ অনুগ্রহ করে সুস্থ থাকুন ৷ মাস্ক পরুন ৷"

John Abraham, wife Priya Runchal test COVID-19 positive
ইনস্টাগ্রাম স্টোরিতে জানান জন

রবিবার পরিচালক রাহুল রাওয়ালিও করোনায় আক্রান্ত হন ৷ 70 বছরের পরিচালক বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন ৷

আরও পড়ুন: সত্যমেব জয়তে 2: নয়া পোস্টারে জন বনাম জন

সম্প্রতি বলিউডের অনেক তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করিনা কাপুর, নোরা ফতেহি, ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদকরের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হন অভিনেতা অর্জুন কাপুর, তাঁর তুতো বোন তথা প্রযোজক রিয়া কাপুর ও রিয়ার হাবি করণ বুলানিও ৷

Last Updated : Jan 3, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.