কলকাতা : সামনেই মুক্তি পেতে চলেছে 'অসুর'। সেখানে জিৎকে দেখা যাবে একেবারে অন্য লুকে। লম্বা চুল, চাপ দাড়ি, গাঁজাখোর দৃষ্টি..সবমিলে প্রায় চেনাই যাচ্ছে না তাঁকে। এবার সেই লুকে যদি তিনি কলকাতার রাস্তায় ঘোরেন ? হ্যাঁ, সেরকমই কিছু একটা হল।
অভিনব ভাবে প্ল্যান করা হয়েছে 'অসুর'-এর প্রোমোশন। ছবিতে জিতের চরিত্র 'কিগান মান্ডি'। একেবারে চরিত্রের সাজেই কলকাতার রাস্তায় নেমে পড়লেন জিৎ, ট্র্যাভেল করলেন মেট্রোয়।
জিৎ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। স্বীকারও করেছেন যে, এভাবে পাবলিক প্লেসে ঘুরে বেড়াতে টেনশন হচ্ছে তাঁর। কিন্তু পুরো ব্যাপারটা একেবারে পরিকল্পনামাফিক হল। কেউ চিনতে পারলেন না কিগানরূপী জিৎকে।
এস্প্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর অবধি ট্র্যাভেল করলেন জিৎ। মেট্রোয় উঠে দাঁড়িলেন, একটু পরে বসলেন, কাগজ পড়লেন। প্রতিটি স্টেশনের অ্যানাউন্সমেন্ট শোনা গেল সেই ভিডিয়োয়। দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
পাভেলের লেখা গল্প ও পরিচালনায় আসছে 'অসুর'। জিতের সঙ্গে এই ছবিতে রয়েছেন আবির চ্যাটার্জি ও নুসরত। এই ছবির প্রযোজকও জিৎ। 'অসুর' মুক্তি পাবে 2020 সালের 3 জানুয়ারি।