কলকাতা : ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে । তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই । শুধু ভারতীয় সিনেমাতেই নয়, আন্তর্জাতিক স্তরেও অভিনয়ের ছাপ রেখেছেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দীর্ঘদিনের বন্ধু প্রসেনজিৎ চ্যাটার্জি ।
ETV ভারতকে প্রসেনজিৎ বলেন, "আমি মনে করি দেশের একজন অন্যতম সেরা অভিনেতা ইরফান । ওঁর জন্য আমি গর্বিত । আমি মনে করি আন্তর্জাতিকমানের অভিনেতাদের সঙ্গে ইরফানের তুলনা করা যেত । ভারতীয় সিনেমার ধারা পালটে দিয়েছিলেন ইনি ।"
তিনি আরও বললেন, "আগে আমরা নায়ক বা হিরো বলতে ভারতীয় সিনেমায় একরকম ভাবতাম, এই মানুষটি আসার পরে ছোটো ছোটো চরিত্র করতে করতে নিজের একটা পরিচিতি তৈরি করেছিলেন । অন্য ধারার অভিনয় শুরু করেছিলেন । যে কারণে আজকে পরিচালকরা বিভিন্ন ধরনের অভিনেতাদের নায়ক বানিয়ে ছবি করতে পারেন । তাঁর অবদান অসামান্য । আমার মনে হয়, ভারতবর্ষের সিনেমা কোনওদিন তাঁর অবদান ভুলতে পারবে না । ইরফানের এত তাড়াতাড়ি চলে যাওয়া সত্যই খুব দুঃখের । আমি ভাবতেও পারিনি যে, উনি এত তাড়াতাড়ি চলে যাবেন । ব্যক্তিগতভাবে একজন বন্ধুকে আমি হারালাম । বড্ড তাড়াতাড়ি চলে গেলেন । তবে ওঁর কাজ নিশ্চয়ই থাকবে । এই সময়ে আমি ওঁর শেষ ছবি 'আংরেজি মিডিয়াম' দেখেছি । স্বাভাবিকভাবেই দারুণ কাজ । একটা কথাই বলব, যেখানেই থাকুন, ভালো থাকুন । এটুকুই প্রার্থনা করব ।"