কলকাতা : ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে । তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই । শুধু ভারতীয় সিনেমাতেই নয়, আন্তর্জাতিক স্তরেও অভিনয়ের ছাপ রেখেছেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দীর্ঘদিনের বন্ধু প্রসেনজিৎ চ্যাটার্জি ।
ETV ভারতকে প্রসেনজিৎ বলেন, "আমি মনে করি দেশের একজন অন্যতম সেরা অভিনেতা ইরফান । ওঁর জন্য আমি গর্বিত । আমি মনে করি আন্তর্জাতিকমানের অভিনেতাদের সঙ্গে ইরফানের তুলনা করা যেত । ভারতীয় সিনেমার ধারা পালটে দিয়েছিলেন ইনি ।"
![dsfvsd](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6985304-725-6985304-1588143032148_2904newsroom_1588169593_295.jpg)
তিনি আরও বললেন, "আগে আমরা নায়ক বা হিরো বলতে ভারতীয় সিনেমায় একরকম ভাবতাম, এই মানুষটি আসার পরে ছোটো ছোটো চরিত্র করতে করতে নিজের একটা পরিচিতি তৈরি করেছিলেন । অন্য ধারার অভিনয় শুরু করেছিলেন । যে কারণে আজকে পরিচালকরা বিভিন্ন ধরনের অভিনেতাদের নায়ক বানিয়ে ছবি করতে পারেন । তাঁর অবদান অসামান্য । আমার মনে হয়, ভারতবর্ষের সিনেমা কোনওদিন তাঁর অবদান ভুলতে পারবে না । ইরফানের এত তাড়াতাড়ি চলে যাওয়া সত্যই খুব দুঃখের । আমি ভাবতেও পারিনি যে, উনি এত তাড়াতাড়ি চলে যাবেন । ব্যক্তিগতভাবে একজন বন্ধুকে আমি হারালাম । বড্ড তাড়াতাড়ি চলে গেলেন । তবে ওঁর কাজ নিশ্চয়ই থাকবে । এই সময়ে আমি ওঁর শেষ ছবি 'আংরেজি মিডিয়াম' দেখেছি । স্বাভাবিকভাবেই দারুণ কাজ । একটা কথাই বলব, যেখানেই থাকুন, ভালো থাকুন । এটুকুই প্রার্থনা করব ।"