ETV Bharat / sitara

EXCLUSIVE : ফের প্লেব্যাকে ফিরছেন ইন্দ্রনীল সেন - movie

একসময়ের জনপ্রিয় বাংলা গানের গায়ক ইন্দ্রনীল সেন হারিয়ে গিয়েছিলেন কোথাও । তবে এবার ফের তিনি ফিরতে চলেছেন সংগীত জগতে ।

ইন্দ্রনীল সেন
author img

By

Published : Jul 10, 2019, 1:37 PM IST

কলকাতা : একসময় TV বা রেডিয়োর বাংলা চ্যানেলগুলিতে শোনা যেত তাঁর গান । তিনি ইন্দ্রনীল সেন । অনেকদিন সংগীত থেকে দূরে থাকার পর এবার ফিরছেন তিনি । দেবপ্রতিম দাশগুপ্তর আগামী ছবি 'প্রতিবিম্ব'-তে গান গাইতে শোনা যাবে ইন্দ্রনীলকে । একান্তভাবে ETV ভারত সিতারাকে সেকথা জানালেন ইন্দ্রনীল সেন ।

ইন্দ্রনীল বলেন, "তাজুর (দেবপ্রতিম দাশগুপ্ত) সঙ্গে আমার অনেকদিনের পরিচয় । একসঙ্গে অনেক কাজ করেছি । ভালো লাগছে ওঁর সঙ্গে আবার কাজ করব বলে । তাজুর বাবা বিখ্যাত গীতিকার-সুরকার দেবাশিস দাশগুপ্তর অনেক অবদান রয়েছে গায়ক ইন্দ্রনীলের ক্ষেত্রে । আমি এখন খুব বাছাই করা গান গাই । এবছর চারটে ছবিতে গাইব আমি । ভালো চিত্রনাট্য, ভালো কনসেপ্ট, ভালো পরিচালক, ভালো গান - এটাই আমার ছবিতে গান গাওয়ার মাপকাঠি । তাজুর ছবিতে সেই কারণেই রাজি হয়েছি গাইতে ।"

ইন্দ্রনীল সেন তাঁর সংগীত জীবনে অসংখ্য অ্যালবামে গান গেয়েছেন । ছবির প্লেব্যাক করেছেন । 2008 সালে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে BFJA অ্যাওয়ার্ড পান । তাঁর সংগীত জগতে প্রবেশ রবীন্দ্র সংগীতের হাত ধরে।
বিশ্বভারতী সঙ্গীত সমিতি অসংখ্য অ্যালবাম রিলিজ় করেছে ইন্দ্রনীলের । যেগুলির মধ্যে উল্লেখযোগ্য 'অধুরা মাধুরী', 'আলোকশিখা জ্বলুক গানে', 'পাগল হাওয়া', 'শিলাইদহের গান', 'বন্ধু আমার', 'চির পথের সঙ্গী', 'তোমার আকাশ তোমার বাতাস', 'উতাল হাওয়া', 'হিয়ার মাঝে', 'আমার সোনার বাংলা', প্রভৃতি । এছাড়াও রয়েছে 'দূরের বলাকা', 'সুখ-দুঃখের সংসার', 'বাউল মন', 'আলাপন', 'তুমি এলে না'র মতো অসংখ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম । ইন্দ্রনীল সেন প্লেব্যাক করেছেন 'চাঁদের বাড়ি', 'ক্রান্তিকাল', 'দেবীপক্ষ', 'আবার অরণ্যে', 'গোরস্থানে সাবধান', 'হিটলিস্ট'এর মতো ছবিতে ।

কলকাতা : একসময় TV বা রেডিয়োর বাংলা চ্যানেলগুলিতে শোনা যেত তাঁর গান । তিনি ইন্দ্রনীল সেন । অনেকদিন সংগীত থেকে দূরে থাকার পর এবার ফিরছেন তিনি । দেবপ্রতিম দাশগুপ্তর আগামী ছবি 'প্রতিবিম্ব'-তে গান গাইতে শোনা যাবে ইন্দ্রনীলকে । একান্তভাবে ETV ভারত সিতারাকে সেকথা জানালেন ইন্দ্রনীল সেন ।

ইন্দ্রনীল বলেন, "তাজুর (দেবপ্রতিম দাশগুপ্ত) সঙ্গে আমার অনেকদিনের পরিচয় । একসঙ্গে অনেক কাজ করেছি । ভালো লাগছে ওঁর সঙ্গে আবার কাজ করব বলে । তাজুর বাবা বিখ্যাত গীতিকার-সুরকার দেবাশিস দাশগুপ্তর অনেক অবদান রয়েছে গায়ক ইন্দ্রনীলের ক্ষেত্রে । আমি এখন খুব বাছাই করা গান গাই । এবছর চারটে ছবিতে গাইব আমি । ভালো চিত্রনাট্য, ভালো কনসেপ্ট, ভালো পরিচালক, ভালো গান - এটাই আমার ছবিতে গান গাওয়ার মাপকাঠি । তাজুর ছবিতে সেই কারণেই রাজি হয়েছি গাইতে ।"

ইন্দ্রনীল সেন তাঁর সংগীত জীবনে অসংখ্য অ্যালবামে গান গেয়েছেন । ছবির প্লেব্যাক করেছেন । 2008 সালে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে BFJA অ্যাওয়ার্ড পান । তাঁর সংগীত জগতে প্রবেশ রবীন্দ্র সংগীতের হাত ধরে।
বিশ্বভারতী সঙ্গীত সমিতি অসংখ্য অ্যালবাম রিলিজ় করেছে ইন্দ্রনীলের । যেগুলির মধ্যে উল্লেখযোগ্য 'অধুরা মাধুরী', 'আলোকশিখা জ্বলুক গানে', 'পাগল হাওয়া', 'শিলাইদহের গান', 'বন্ধু আমার', 'চির পথের সঙ্গী', 'তোমার আকাশ তোমার বাতাস', 'উতাল হাওয়া', 'হিয়ার মাঝে', 'আমার সোনার বাংলা', প্রভৃতি । এছাড়াও রয়েছে 'দূরের বলাকা', 'সুখ-দুঃখের সংসার', 'বাউল মন', 'আলাপন', 'তুমি এলে না'র মতো অসংখ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম । ইন্দ্রনীল সেন প্লেব্যাক করেছেন 'চাঁদের বাড়ি', 'ক্রান্তিকাল', 'দেবীপক্ষ', 'আবার অরণ্যে', 'গোরস্থানে সাবধান', 'হিটলিস্ট'এর মতো ছবিতে ।

Intro:একসময় টিভি খুললেই কিংবা রেডিওতে কান পাতলেই একজনের গান শুনতে পাওয়া যেত। সেই গায়কের নাম ইন্দ্রনীল সেন। যিনি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন রাজনীতির সঙ্গে। অনেকদিন দর্শক ছবিতে তাঁর গান শোনেননি। এবার দেবপ্রতিম দাশগুপ্তর আগামী ছবি প্রতিবিম্বে (Reflection) গান গাইবেন ইন্দ্রনীল সেন। সেই কথা একান্তভাবে ETV ভারত সিতারাকে জানালেন ইন্দ্রনীল নিজেই।


Body:ইন্দ্রনীল বললেন, "তাজুর (পড়ুন বপ্রতিম দাশগুপ্ত) সঙ্গে আমার অনেকদিনের পরিচয়। একসঙ্গে অনেক কাজ করেছি। ভালো লাগছে ওঁর সঙ্গে আবার কাজ করব বলে। তাজুর বাবা বিখ্যাত গীতিকার-সুরকার দেবাশীষ দাশগুপ্তর অনেক অবদান রয়েছে গায়ক ইন্দ্রনীলের ক্ষেত্রে। আমি এখন খুব বাছাই করা গান গাই। এবছর চারটে ছবিতে গাইব আমি। ভালো চিত্রনাট্য, ভালো কনসেপ্ট, ভালো পরিচালক, ভালো গান - এটাই আমার ছবিতে গান গাওয়ার মাপকাঠি। তাজুর ছবিতে সেই কারণেই রাজি হয়েছি গাইতে।"




Conclusion:ইন্দ্রনীল সেন তাঁর সংগীত জীবনে অসংখ্য অ্যালবামে গান গেয়েছেন। ছবির প্লেব্যাক করেছেন। ২০০৮ সালে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে BFJA অ্যাওয়ার্ড পান। তাঁর সংগীত জগতে প্রবেশ রবীন্দ্র সংগীতের হাত ধরে। বিশ্বভারতী সঙ্গীত সমিতি অসংখ্য অ্যালবাম রিলিজ করেছে ইন্দ্রনীলের, যে গুলির মধ্যে উল্লেখযোগ্য 'অধুরা মাধুরী', 'আলোকশিখা জ্বলুক গানে', 'পাগল হাওয়া', 'শিলাইদহের গান', 'বন্ধু আমার', 'চির পথের সঙ্গী', 'তোমার আকাশ তোমার বাতাস', 'উতাল হাওয়া', 'হিয়ার মাঝে', 'আমার সোনার বাংলা', প্রভৃতি। এছাড়াও রয়েছে 'দূরের বলাকা', 'সুখ-দুঃখের সংসার', 'বাউল মন', 'আলাপন', 'তুমি এলে না'র মতো অসংখ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম। ইন্দ্রনীল সেন প্লেব্যাক করেছেন 'চাঁদের বাড়ি', 'ক্রান্তিকাল', 'দেবীপক্ষ', 'আবার অরণ্যে', 'গোরস্থানে সাবধান', 'হিটলিস্ট'এর মতো ছবিতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.