ETV Bharat / sitara

স্বজন থাকলে তাঁকে পোষণ করতেই হয় : ইন্দ্রদীপ দাশগুপ্ত

ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই ইন্দ্রদীপের । আউটসাইডার হয়েই প্রবেশ করেছিলেন একসময় । তারপর বাংলা ছবিতে সংগীত পরিচালনা । হিন্দি ছবিতেও সংগীত পরিচালনা করেন । লড়াই করেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি । তারপর ছবি পরিচালনায় হাতেখড়ি দেন ।

োে্
ো্
author img

By

Published : Jul 2, 2020, 10:14 PM IST

কলকাতা : তাঁর প্রথম ছবি 'কেদারা' । সিনেমা হলে মুক্তি পায় এই ছবি । কিন্তু, হলের থেকে বেশি OTT প্ল্যাটফর্মেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল এই ছবি । জাতীয় পুরস্কারও জেতে । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরও দুটো ছবি । একটি 'আগন্তুক'। অন্যটি 'বিসমিল্লাহ'। পরিচালকের পাশাপাশি তিনি একজন সংগীত পরিচালকও । অসংখ্য বাংলা এবং হিন্দি ছবিতে কাজ করেছেন মিউজ়িক ডিরেক্টর হিসেবে । সেই ইন্দ্রদীপ দাশগুপ্ত এবার কথা বললেন ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে ।

ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই ইন্দ্রদীপের । আউটসাইডার হয়েই প্রবেশ করেছিলেন একসময় । তারপর বাংলা ছবিতে সংগীত পরিচালনা । হিন্দি ছবিতেও সংগীত পরিচালনা করেন । লড়াই করেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি । তারপর ছবি পরিচালনায় হাতেখড়ি দেন ।

বিনোদন জগতের স্বজনপোষণ নিয়ে ইন্দ্রদীপ বলেন, "স্বজন থাকলে তাঁকে পোষণ করতেই হবে । আপনারা আপনাদের বাড়িতে স্বজনপোষণ করেন না । একেকটা শব্দ তৈরি হয় আর সেটাকে আদ্যপান্ত লেবু কোচলানোর মতো করেই কচলাই । কে স্বজনপোষণ করে না একটু বলবেন ?"

মনে করেন, মানুষ স্বজন হয় । আর স্বজন হলে তাঁকে পোষণ করতে হয় । এটা কেবল টলি ইন্ডাস্ট্রির ব্যাপার নয় । এ প্রসঙ্গে বলেন, "সবসময় মাথায় রাখবেন কারও যদি খুব প্রতিভা থাকে, সে তার চাপ রেখে যাবেই । আমার বাবা, কাকা, দাদা... এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিলেন না । চার আনার জায়গা তৈরি করতে পারলেও তো পেরেছি শ্রোতা বন্ধুদের শুভেচ্ছায় । আমাকেও তো কেউ না কেউ সেসময় ব্যাক করেছিল । সেটা কি তবে স্বজনপোষণ ? আমাকে অগ্নিদেব চ্যাটার্জি ব্যাক করেছিলেন । মাঝ পথে এসে রাজ চক্রবর্তী ব্যাক করেছিলেন । বিভিন্ন লোক বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । সেটা কী স্বজনপোষণ ? আমরা যখন আড্ডাও মারি, আমাদের প্রিয় বন্ধুদের বেছে নিই । সেটাও একটা প্ল্যানে করি । এভাবেই দুনিয়াটা চলে ।"

কলকাতা : তাঁর প্রথম ছবি 'কেদারা' । সিনেমা হলে মুক্তি পায় এই ছবি । কিন্তু, হলের থেকে বেশি OTT প্ল্যাটফর্মেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল এই ছবি । জাতীয় পুরস্কারও জেতে । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরও দুটো ছবি । একটি 'আগন্তুক'। অন্যটি 'বিসমিল্লাহ'। পরিচালকের পাশাপাশি তিনি একজন সংগীত পরিচালকও । অসংখ্য বাংলা এবং হিন্দি ছবিতে কাজ করেছেন মিউজ়িক ডিরেক্টর হিসেবে । সেই ইন্দ্রদীপ দাশগুপ্ত এবার কথা বললেন ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে ।

ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই ইন্দ্রদীপের । আউটসাইডার হয়েই প্রবেশ করেছিলেন একসময় । তারপর বাংলা ছবিতে সংগীত পরিচালনা । হিন্দি ছবিতেও সংগীত পরিচালনা করেন । লড়াই করেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি । তারপর ছবি পরিচালনায় হাতেখড়ি দেন ।

বিনোদন জগতের স্বজনপোষণ নিয়ে ইন্দ্রদীপ বলেন, "স্বজন থাকলে তাঁকে পোষণ করতেই হবে । আপনারা আপনাদের বাড়িতে স্বজনপোষণ করেন না । একেকটা শব্দ তৈরি হয় আর সেটাকে আদ্যপান্ত লেবু কোচলানোর মতো করেই কচলাই । কে স্বজনপোষণ করে না একটু বলবেন ?"

মনে করেন, মানুষ স্বজন হয় । আর স্বজন হলে তাঁকে পোষণ করতে হয় । এটা কেবল টলি ইন্ডাস্ট্রির ব্যাপার নয় । এ প্রসঙ্গে বলেন, "সবসময় মাথায় রাখবেন কারও যদি খুব প্রতিভা থাকে, সে তার চাপ রেখে যাবেই । আমার বাবা, কাকা, দাদা... এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিলেন না । চার আনার জায়গা তৈরি করতে পারলেও তো পেরেছি শ্রোতা বন্ধুদের শুভেচ্ছায় । আমাকেও তো কেউ না কেউ সেসময় ব্যাক করেছিল । সেটা কি তবে স্বজনপোষণ ? আমাকে অগ্নিদেব চ্যাটার্জি ব্যাক করেছিলেন । মাঝ পথে এসে রাজ চক্রবর্তী ব্যাক করেছিলেন । বিভিন্ন লোক বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । সেটা কী স্বজনপোষণ ? আমরা যখন আড্ডাও মারি, আমাদের প্রিয় বন্ধুদের বেছে নিই । সেটাও একটা প্ল্যানে করি । এভাবেই দুনিয়াটা চলে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.