ETV Bharat / sitara

"হাসিখুশি সুশান্তকেই সব সময় মনে রাখতে চাই", বললেন স্বস্তিকা - sushant singh rajput suicide

গানের তালে সুশান্তের সঙ্গে পা মেলালেন স্বস্তিকা । এরপর সেই ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে ।

োে্
োে্
author img

By

Published : Jul 13, 2020, 10:10 AM IST

কলকাতা : হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের মাধ্যমেই সবার মন জিতে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । হাসি সব সময় লেগে থাকত তাঁর মুখে । তাই তিনি যে আত্মহত্যার মতো একটা চূড়ান্ত পদক্ষেপ করবেন সেটা ঘুণাক্ষরেও টের পাননি তাঁর প্রিয়জনরা । অভিনেতার মৃত্যুর খবর প্রথমে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন অনেকেই । তারপরই পুলিশের তরফে নিশ্চিত করা হয় বিষয়টি । তবে সুশান্ত যে নেই সেটা আজও মানতে চান না অনেকেই । আর সেই তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জিও ।

সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-তে অভিনয় করেছেন স্বস্তিকা । সঞ্জনা সাঙ্ঘির মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । সুশান্তের মৃত্যুটা মেনে নিতে পারেননি স্বস্তিকা । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন তিনি । মাঝে মধ্যেই প্রয়াত অভিনেতার স্মৃতিচারণা করতে দেখা যায় তাঁকে ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন স্বস্তিকা । সেখানে সুশান্তের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে । এর ক্যাপশনে লেখেন, "কিজ়ির (দিল বেচারা ছবিতে সঞ্জনার চরিত্রর নাম) সঙ্গে নাচ করার পর ও আমার সঙ্গেও নেচেছিল । সুশান্তকে আমি এইভাবেই মনে রাখতে চাই । সব সময় । এত সরল । হুল্লোড়বাজ । প্রাণোচ্ছল । তারাদের সঙ্গে নাচ কোরো এভাবে । অনেক ভালোবাসা । এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দী করার জন্য ধন্যবাদ মুকেশ ছাবড়া ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । তা জানার চেষ্টা করছে পুলিশ । জারি রয়েছে তদন্ত । ইতিমধ্যে অনেকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা ।

এদিকে সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন অনেকেই । শোকপ্রকাশ করেন স্বস্তিকাও । তার পাশাপাশি ক্ষোভও উগরে দেন তিনি । লেখেন, "সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া ও এজেন্ডার কারবারীরা আমাদের প্রতি যা ছুড়ে দিল সেই বিরক্তি আমি কখনও কাটিয়ে উঠতে পারব না । এখন লোক দেখিয়ে আত্মার শান্তি কামনা করে কী হবে ? আমরা তো তাঁকে শান্তিতে থাকতে দিইনি । এখন চিতা থেকেও লড়াই করে চলেছেন তিনি । দুঃখিত সুশান্ত, আমি সব সময় তোমার হাসিভরা মুখটাই মনে রাখব ।"

সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন । তাও প্রিয় অভিনেতার জন্য এখনও যেন মন কেমন করে অনুরাগীদের । আর পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে চলেছে 'দিল বেচারা'। 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । সেখানে প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ।

কলকাতা : হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের মাধ্যমেই সবার মন জিতে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । হাসি সব সময় লেগে থাকত তাঁর মুখে । তাই তিনি যে আত্মহত্যার মতো একটা চূড়ান্ত পদক্ষেপ করবেন সেটা ঘুণাক্ষরেও টের পাননি তাঁর প্রিয়জনরা । অভিনেতার মৃত্যুর খবর প্রথমে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন অনেকেই । তারপরই পুলিশের তরফে নিশ্চিত করা হয় বিষয়টি । তবে সুশান্ত যে নেই সেটা আজও মানতে চান না অনেকেই । আর সেই তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জিও ।

সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-তে অভিনয় করেছেন স্বস্তিকা । সঞ্জনা সাঙ্ঘির মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । সুশান্তের মৃত্যুটা মেনে নিতে পারেননি স্বস্তিকা । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন তিনি । মাঝে মধ্যেই প্রয়াত অভিনেতার স্মৃতিচারণা করতে দেখা যায় তাঁকে ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন স্বস্তিকা । সেখানে সুশান্তের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে । এর ক্যাপশনে লেখেন, "কিজ়ির (দিল বেচারা ছবিতে সঞ্জনার চরিত্রর নাম) সঙ্গে নাচ করার পর ও আমার সঙ্গেও নেচেছিল । সুশান্তকে আমি এইভাবেই মনে রাখতে চাই । সব সময় । এত সরল । হুল্লোড়বাজ । প্রাণোচ্ছল । তারাদের সঙ্গে নাচ কোরো এভাবে । অনেক ভালোবাসা । এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দী করার জন্য ধন্যবাদ মুকেশ ছাবড়া ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । তা জানার চেষ্টা করছে পুলিশ । জারি রয়েছে তদন্ত । ইতিমধ্যে অনেকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা ।

এদিকে সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন অনেকেই । শোকপ্রকাশ করেন স্বস্তিকাও । তার পাশাপাশি ক্ষোভও উগরে দেন তিনি । লেখেন, "সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া ও এজেন্ডার কারবারীরা আমাদের প্রতি যা ছুড়ে দিল সেই বিরক্তি আমি কখনও কাটিয়ে উঠতে পারব না । এখন লোক দেখিয়ে আত্মার শান্তি কামনা করে কী হবে ? আমরা তো তাঁকে শান্তিতে থাকতে দিইনি । এখন চিতা থেকেও লড়াই করে চলেছেন তিনি । দুঃখিত সুশান্ত, আমি সব সময় তোমার হাসিভরা মুখটাই মনে রাখব ।"

সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন । তাও প্রিয় অভিনেতার জন্য এখনও যেন মন কেমন করে অনুরাগীদের । আর পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে চলেছে 'দিল বেচারা'। 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । সেখানে প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.