কলকাতা : থিয়েটার ও টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ গুলশানারা খাতুন । একটি সুন্দর প্রস্তাব রেখেছেন ইদের এই পবিত্র দিনে । আজ এই পবিত্র ইদে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ETV ভারত সিতারাকে সেই প্রস্তাবের কথা জানান তিনি ।
গুলশানারা বলেন, "আমি যে কোনও রকম ধর্মীয় প্রথার বিরুদ্ধে । তার জন্য কখনওই আমি ইদ, পুজো, ক্রিশমাস পালন করি না । কিন্তু উৎসব মানেই একটা মিলনক্ষেত্র । বহু মানুষের জীবিকা সেখানে যুক্ত থাকে । বহু মানুষ আনন্দ করেন । যাঁরা নিম্নবিত্ত, তাঁদের কাছে হয়তো বছরের একটা-দুটো দিনই আনন্দ করার জায়গা । কিন্তু, এবছর আমাদের দেশে কোরোনার প্রভাবের পরেও পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে যে সাইক্লোন এসেছে, তাতে বহু মানুষ ঘর ছাড়া । এবং সেই ছবি সত্যিই চোখে দেখা যায় না ।"
তাই পাড়ার মসজিদে গিয়ে সেখানকার মানুষদের বিষয়টি বুঝিছেন গুলশানারা । বলেন, "আমার পাড়ায় যে মসজিদ, সেখানে গিয়ে আর্জি করেছিলাম, যে টাকাটা দানে দেওয়া হয়, সেই টাকা আপনারা সাইক্লোনের জন্য ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে দিন । তাতে তাঁরা রাজি হয়েছেন । আমার বাড়িতেও বলা আছে, যে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, যাঁরা-যাঁরা আছেন, ইদের মিষ্টি নিজেরাই শুধু খাব না, যেই টাকা ইদের দিনে খরচ করার কথা, সেটা এই ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের ত্রাণের জন্য দেওয়া হোক । তাতেই আমার মনে হয় উৎসব আরও বেশি ভালোভাবে পালন করা যাবে ।"