ETV Bharat / sitara

মুক্তি পেল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার - অনিকেত চ্যাটার্জির খবর

অনিকেত চ্যাটার্জির ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার । রাজকীয় পরিবেশে ফুটে উঠল এক পিরিয়ড ড্রামা ।

Hobu CHandra Raja Gobuchandra Montri film trailer
Hobu CHandra Raja Gobuchandra Montri film trailer
author img

By

Published : Dec 25, 2019, 6:54 PM IST

কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র প্রথম ট্রেলার । প্রথম এই ট্রেলার সংলাপ না থাকলেও, একটা আভাস পাওয়া গেল যে কেমন তৈরি হতে চলেছে এই ছবি ।

রাজা-মন্ত্রীর কাহিনি ফোটাতে পরিচালক অনিকেত আমাদের নিয়ে গেছেন এক অন্য যুগে । ঠিক যেমন হয় রূপকথায় । শাশ্বত চ্যাটার্জি এমনিতেই একজন ভার্সেটাইল অভিনেতা, এবার তাঁকে দেখা যাবে হবুচন্দ্র রাজার ভূমিকায় । অন্যদিকে গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় যোগ্য সঙ্গত করতে আসছেন খরাজ মুখার্জি । রানির ভূমিকায় দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকে ।

Hobu CHandra Raja Gobuchandra Montri film trailer
ছবির দৃশ্য

ছবিটি প্রযোজনা করেছেন দেব, অর্থাৎ তাঁর প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' । এর আগে অনিকেত পরিচালিত 'হইচই আনলিমিটেড' ছবিতে ছিলেন দেব । প্রযোজক হিসেবে বেশ রিস্ক নিচ্ছেন দেব । ভিন্ন ধরনের ছবিতে বিনিয়োগ করছেন তিনি ।

দেখে নিন ছবির ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র প্রথম ট্রেলার । প্রথম এই ট্রেলার সংলাপ না থাকলেও, একটা আভাস পাওয়া গেল যে কেমন তৈরি হতে চলেছে এই ছবি ।

রাজা-মন্ত্রীর কাহিনি ফোটাতে পরিচালক অনিকেত আমাদের নিয়ে গেছেন এক অন্য যুগে । ঠিক যেমন হয় রূপকথায় । শাশ্বত চ্যাটার্জি এমনিতেই একজন ভার্সেটাইল অভিনেতা, এবার তাঁকে দেখা যাবে হবুচন্দ্র রাজার ভূমিকায় । অন্যদিকে গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় যোগ্য সঙ্গত করতে আসছেন খরাজ মুখার্জি । রানির ভূমিকায় দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকে ।

Hobu CHandra Raja Gobuchandra Montri film trailer
ছবির দৃশ্য

ছবিটি প্রযোজনা করেছেন দেব, অর্থাৎ তাঁর প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' । এর আগে অনিকেত পরিচালিত 'হইচই আনলিমিটেড' ছবিতে ছিলেন দেব । প্রযোজক হিসেবে বেশ রিস্ক নিচ্ছেন দেব । ভিন্ন ধরনের ছবিতে বিনিয়োগ করছেন তিনি ।

দেখে নিন ছবির ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

মুক্তি পেল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার



অনিকেত চ্যাটার্জির ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার । রাজকীয় পরিবেশে ফুটে উঠল এক পিরিয়ড ড্রামা ।



কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র প্রথম ট্রেলার । প্রথম এই ট্রেলার সংলাপ না থাকলেও, একটা আভাস পাওয়া গেল যে কেমন তৈরি হতে চলেছে এই ছবি ।



রাজা-মন্ত্রীর কাহিনি ফোটাতে পরিচালক অনিকেত আমাদের নিয়ে গেছেন এক অন্য যুগে । ঠিক যেমন হয় রূপকথায় । শাশ্বত চ্যাটার্জি এমনিতেই একজন ভার্সেটাইল অভিনেতা, এবার তাঁকে দেখা যাবে হবুচন্দ্র রাজার ভূমিকায় । অন্যদিকে গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় যোগ্য সঙ্গত করতে আসছেন খরাজ মুখার্জি । রানির ভূমিকায় দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকে ।



ছবিটি প্রযোজনা করেছেন দেব, অর্থাৎ তাঁর প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' ।  এর আগে অনিকেত পরিচালিত 'হইচই আনলিমিটেড' ছবিতে ছিলেন দেব । প্রযোজক হিসেবে বেশ রিস্ক নিচ্ছেন দেব । ভিন্ন ধরনের ছবিতে বিনিয়োগ করছেন তিনি ।



দেখে নিন ছবির ট্রেলার...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.