ETV Bharat / sitara

টেলিভিশনেই মুক্তি পাচ্ছে রাজা চন্দর 'হারানো প্রাপ্তি' - tanushree

এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার ও সৌরভ দাসের মতো অভিনেতারা । ছবিটি প্রযোজনা করেছে গ্রিনটাচ এনটারটেনমেনট লিমিটেড । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । সংগীতের দায়িত্বে ছিলেন ডাব্বু, গান গেয়েছেন শান এবং শ্রী ।

asd
asd
author img

By

Published : Sep 9, 2020, 9:59 PM IST

কলকাতা : জি বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে রাজা চন্দ পরিচালিত 'হারানো প্রাপ্তি'-র । এক ধর্ষিতাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার গল্প বলবে এই ছবি । 13 সেপ্টেম্বর বিকেল 3টে নাগাদ টেলিভিশনের পরদায় মুক্তি পাবে 'হারানো প্রাপ্তি'।

sdf
পরিচালকের সঙ্গে সোহম

এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার ও সৌরভ দাসের মতো অভিনেতারা । ছবিটি প্রযোজনা করেছে গ্রিনটাচ এনটারটেনমেনট লিমিটেড । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । সংগীতের দায়িত্বে ছিলেন ডাব্বু, গান গেয়েছেন শান এবং শ্রী ।

dsf
তনুশ্রী চক্রবর্তী

রাজার সঙ্গে এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করলেন তনুশ্রী ও সোহম । গত বছরই ছবির শুটিং শেষ করেছিলেন রাজা । তারপর মুক্তির অপেক্ষায় ছিল 'হারানো প্রাপ্তি'। কলকাতার পাশাপাশি লন্ডনেও হয় এই ছবির শুটিং । পরিস্থিতি স্বাভাবিক থাকলে হলেই মুক্তি পেত ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে টেলিভিশনেই ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন রাজা ।

ads
সোহম ও পায়েল

এই ছবি প্রসঙ্গে ETV ভারতকে রাজা জানিয়েছিলেন, একজন ধর্ষিতার গল্পের উপর নির্ভর করেই এই ছবি তৈরি করেছেন তিনি । সেখানে নায়ক সোহম । ধর্ষিতার সঙ্গে সোহমের দেখা হয় এবং মেয়েটিকে উদ্ধার করতে গিয়েই সে একটি চক্রের সন্ধান পায় । তারপর সেই চক্র থেকে মেয়েটিকে উদ্ধার করে । তাকে মূলস্রোতেও ফিরিয়ে আনে । এই মুহূর্তে রাজা ব্যস্ত 'ম্যাজিক' ছবির কাজ নিয়ে । সেখানে আবার একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অফ-স্ক্রিন জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরাকে ।

sdf
সৌরভ দাস

কলকাতা : জি বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে রাজা চন্দ পরিচালিত 'হারানো প্রাপ্তি'-র । এক ধর্ষিতাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার গল্প বলবে এই ছবি । 13 সেপ্টেম্বর বিকেল 3টে নাগাদ টেলিভিশনের পরদায় মুক্তি পাবে 'হারানো প্রাপ্তি'।

sdf
পরিচালকের সঙ্গে সোহম

এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার ও সৌরভ দাসের মতো অভিনেতারা । ছবিটি প্রযোজনা করেছে গ্রিনটাচ এনটারটেনমেনট লিমিটেড । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । সংগীতের দায়িত্বে ছিলেন ডাব্বু, গান গেয়েছেন শান এবং শ্রী ।

dsf
তনুশ্রী চক্রবর্তী

রাজার সঙ্গে এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করলেন তনুশ্রী ও সোহম । গত বছরই ছবির শুটিং শেষ করেছিলেন রাজা । তারপর মুক্তির অপেক্ষায় ছিল 'হারানো প্রাপ্তি'। কলকাতার পাশাপাশি লন্ডনেও হয় এই ছবির শুটিং । পরিস্থিতি স্বাভাবিক থাকলে হলেই মুক্তি পেত ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে টেলিভিশনেই ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন রাজা ।

ads
সোহম ও পায়েল

এই ছবি প্রসঙ্গে ETV ভারতকে রাজা জানিয়েছিলেন, একজন ধর্ষিতার গল্পের উপর নির্ভর করেই এই ছবি তৈরি করেছেন তিনি । সেখানে নায়ক সোহম । ধর্ষিতার সঙ্গে সোহমের দেখা হয় এবং মেয়েটিকে উদ্ধার করতে গিয়েই সে একটি চক্রের সন্ধান পায় । তারপর সেই চক্র থেকে মেয়েটিকে উদ্ধার করে । তাকে মূলস্রোতেও ফিরিয়ে আনে । এই মুহূর্তে রাজা ব্যস্ত 'ম্যাজিক' ছবির কাজ নিয়ে । সেখানে আবার একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অফ-স্ক্রিন জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরাকে ।

sdf
সৌরভ দাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.