ETV Bharat / sitara

রুপোলি পর্দায় ফিরছেন উত্তম কুমার

রোটোসকপির হাত ধরে এবার বড় পর্দায় ফিরছেন মহানায়ক উত্তম কুমার ৷ সঙ্গী করেছেন তাঁর নাতি গৌরব চট্টোপাধ্যায়কে ৷

latest bengali movie news
উত্তম কুমার ,ছবি সৌজনয সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 31, 2021, 9:03 PM IST

Updated : Mar 31, 2021, 10:58 PM IST

কলকাতা ,31 মার্চ : সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি অতি উত্তম আসতে চলেছে বড় পর্দায় ৷ পরিচালকের মতে এই প্রথমবার কোনও বাংলা ছবি রোটোসকপির সাহায্যে তৈরি হচ্ছে ৷

ছবিতে লাভগুরুর ভূমিকায় দেখাযাবে মহানায়ক উত্তম কুমারকে ৷ সঙ্গে থাকছেন মহানায়ক নাতি গৌরব চট্টোপাধ্যায় ৷ নস্টালজিয়া প্রিয় বাঙালি এই ছবির হাত ধরে আবার জীবন্ত দেখতে পাবে উত্তম কুমারকে ৷

এই ছবিতে গৌরব একজন পি.এইচ.ডির ছাত্র রূপে তাঁকে দেখা যাবে ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এই প্রথমবার বড় পর্দায় হাতে খড়ি দিতে চলেছেন অনিন্দ্য সেনগুপ্ত , রোশনী ভট্টাচার্য ও বীনা তরফদার ৷

ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে ৷ বাস্তবে পেশায় রেডিয়ো জকি অনিন্দ্য ৷ এই প্রথমবার অভিনয়ে করতে চলেছেন তিনি ৷ অন্যদিকে, রোশনী ভট্টাচার্য ও জিনা তরফদার দু'জনেই টেলিভিশন জগতের বেশ চেনা মুখ ৷

মোট 77টি ছবি দেখে 54টি ছবি থেকে নেওয়া শট দিয়েই অতি উত্তমে উত্তম কুমার চরিত্রটি সাজানো হয়েছে ৷

কলকাতা ,31 মার্চ : সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি অতি উত্তম আসতে চলেছে বড় পর্দায় ৷ পরিচালকের মতে এই প্রথমবার কোনও বাংলা ছবি রোটোসকপির সাহায্যে তৈরি হচ্ছে ৷

ছবিতে লাভগুরুর ভূমিকায় দেখাযাবে মহানায়ক উত্তম কুমারকে ৷ সঙ্গে থাকছেন মহানায়ক নাতি গৌরব চট্টোপাধ্যায় ৷ নস্টালজিয়া প্রিয় বাঙালি এই ছবির হাত ধরে আবার জীবন্ত দেখতে পাবে উত্তম কুমারকে ৷

এই ছবিতে গৌরব একজন পি.এইচ.ডির ছাত্র রূপে তাঁকে দেখা যাবে ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এই প্রথমবার বড় পর্দায় হাতে খড়ি দিতে চলেছেন অনিন্দ্য সেনগুপ্ত , রোশনী ভট্টাচার্য ও বীনা তরফদার ৷

ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে ৷ বাস্তবে পেশায় রেডিয়ো জকি অনিন্দ্য ৷ এই প্রথমবার অভিনয়ে করতে চলেছেন তিনি ৷ অন্যদিকে, রোশনী ভট্টাচার্য ও জিনা তরফদার দু'জনেই টেলিভিশন জগতের বেশ চেনা মুখ ৷

মোট 77টি ছবি দেখে 54টি ছবি থেকে নেওয়া শট দিয়েই অতি উত্তমে উত্তম কুমার চরিত্রটি সাজানো হয়েছে ৷

Last Updated : Mar 31, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.