সামশেরগঞ্জ, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে সতর্কতা জারি ছিল। তবু পেটের টানে সেই সতর্কতা উপেক্ষা করেছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী। ফল হল মারাত্মক।
ইলিশ মাছ ধরার মরশুমে সামশেরগঞ্জ ও ফরাক্কায় ভয়াবহ নৌকাডুবি। বুধবার সন্ধ্যায় হঠাৎ প্রবল ঝড়ে উল্টে গেল বেশ কয়েকটি ডিঙি নৌকা ৷ এমনই ঘটনা ঘটেছে সামসেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর এবং ধুলিয়ান পৌরসভার 1 নম্বর ঘাটে ৷ পাশাপাশি ফরাক্কার অর্জুনপুর গঙ্গাঘাটে তলিয়ে যায় ডিঙি নৌকা।
দুই ব্লক মিলিয়ে প্রায় 10 জনেরও বেশি মৎস্যজীবী গঙ্গায় তলিয়ে গিয়েছেন বলে খবর। যদিও তাঁদের মধ্যে কয়েকজন সাঁতরে ডাঙায় উঠে আসেন । অনেককে আবার স্থানীয় বাসিন্দারা কোনওরকমে উদ্ধার করে নিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন কয়েকজন ৷ সেই তালিকায় কয়েকজন নাবালকও রয়েছে বলে জানা গিয়েছে ৷
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে । তবে রাত হয়ে যাওয়ায় এবং নদী উত্তাল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে ৷ গঙ্গার বিভিন্ন ঘাটে উপস্থিত রয়েছেন পুলিশকর্তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাছ ধরার সময় ঝড়ে নৌকা উল্টে যাওয়ায় নদীগর্ভে তলিয়ে গিয়েছেন মৎস্যজীবীরা।
এদিকে উদ্ধার করা মৎস্যজীবীদের অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে । হাসপাতালে সামনেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন । নিখোঁজদের পরিবারের সদস্যরা গঙ্গার ধারে প্রিয়জনদের অপেক্ষা করছেন। বৃহস্পতিবার ওড়িশা উপকূলের ভিতরকণিকা ও ধামরার মধ্যবর্তী স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা ৷ ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে জেলা ও ব্লক প্রশাসন ৷ মৎস্যজীবীদেরও নদী বা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷