কলকাতা : 700টি বিজ্ঞাপনী ছবি এবং 'সুপার সে উপার' ও 'চৌকি'-র মতো দুটি হিন্দি ছবি তৈরি করেছেন তিনি । আর এবার বাংলা ভাষায় ছবি তৈরি করতে চলেছেন পরিচালক শেখর ঘোষ । যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201009-wa0003_0910newsroom_1602239374_26.jpg)
শেখরের প্রথম বাংলা ছবিতে কাজ করছেন সৌরসেনী মৈত্র, সাহেব ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, চন্দন সেন, প্রান্তিক ব্যানার্জি, প্রতীক্ষা সেন । জীবন থেকে কিছু বিষয়ে উপলব্ধি হয়েছে শেখরের । তারপরই এই ছবি তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201009-wa0005_0910newsroom_1602239347_192.jpg)
ছবি প্রসঙ্গে শেখর বলেন, "জীবনে একটা সময় আমি বুঝলাম, বাস্তব থেকে অনেকটা সরে গিয়েছি । সেই উপলব্ধি থেকেই এই ছবির বিষয় মাথায় আসে । ছবিটি একটি থ্রিলার । তার সঙ্গে যুক্ত হয়েছে বাঙালিরা । বাংলার কিছু ভালো ক্রিয়েটিভ মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে এই কাজের সূত্রে । কলাকুশলীদের বাছাই পর্বটাও খুব সুন্দর ছিল ।"