ETV Bharat / sitara

Javed Akhtar: হাই প্রোফাইল হওয়ার মূল্য দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আরিয়ানের পাশে জাভেদ আখতার - আরিয়ান খান

হাই প্রোফাইল হওয়ার মূল্য দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন ৷ মাদক মামলায় (Drug Case) এনসিবি (NCB)-র হাতে ধৃত আরিয়ান খানের (Aryan Khan) পাশে দাঁড়িয়ে একথা বললেন জাভেদ আখতার (Javed Akhtar) ৷

film-industry-has-to-pay-price-for-being-high-profile-javed-akhtar-on-aryan-khans-arrest
হাই-প্রোফাইল হওয়ার মূল্য দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আরিয়ানের পাশে জাভেদ আখতার
author img

By

Published : Oct 20, 2021, 12:29 PM IST

মুম্বই, 20 অক্টোবর: মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই আরিয়ান খানের (Aryan Khan) পাশে দাঁড়িয়েছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে পাশে পেলেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে (Javed Akhtar) ৷

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাভেদ আখতার বলেছেন, হাই প্রোফাইল হওয়ার মূল্য চোকাতে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷ তাঁর কথায়, "বন্দরে 100 কোটি মার্কিন ডলারের কোকেন উদ্ধারের কোনও শিরোনাম আমার চোখে পড়েনি ৷ তবে 1.30 লাখ টাকার চরস ও গাঁজা উদ্ধার, যেখানে মাত্র 1200 জন উপস্থিত ছিলেন, সেই ঘটনাই বড় জাতীয় খবর হয়ে গেল ৷ এভাবেই হাই প্রোফাইল হওয়ার মূল্য চোকাতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷ আপনি হাই প্রোফাইল হলে মানুষ আপনাকে টেনে নামাতে চাইবে ৷"

আরও পড়ুন: Aryan Khan : আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

গত 2 অক্টোবর মুম্বই-গোয়া সমুদ্রতটে বিলাসী প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খান-সহ 8 জনকে ৷ এখনও পর্যন্ত এই মামলায় দু'জন নাইজেরিয়ান-সহ 20 জনকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ বর্তমানে আর্থার রোড সংশোধনাগারে বন্দি শাহরুখ-পুত্র ৷ আজই মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে তাঁর জামিনের আবেদনের রায়দান হওয়ার কথা ৷

আরও পড়ুন: Aryan Khan: মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায়

জানা গিয়েছে, আরিয়ান খানের নিরাপত্তা আরও জোরদার করেছে আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে স্পেশাল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি চালাচ্ছেন আধিকারিকরা ৷ সম্প্রতি জানা গিয়েছে, এনসিবি-র কাউন্সেলিং সেশনে আরিয়ান বলেছেন যে তিনি ভবিষ্যতে নিজেকে বদলে ফেলবেন ৷ আর্তের সেবা করবেন ৷ তাঁর আচরণে গর্বিত হবে এনসিবি ৷ কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে আরিয়ান বলেন, এ বার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন: Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

মুম্বই, 20 অক্টোবর: মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই আরিয়ান খানের (Aryan Khan) পাশে দাঁড়িয়েছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে পাশে পেলেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে (Javed Akhtar) ৷

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাভেদ আখতার বলেছেন, হাই প্রোফাইল হওয়ার মূল্য চোকাতে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷ তাঁর কথায়, "বন্দরে 100 কোটি মার্কিন ডলারের কোকেন উদ্ধারের কোনও শিরোনাম আমার চোখে পড়েনি ৷ তবে 1.30 লাখ টাকার চরস ও গাঁজা উদ্ধার, যেখানে মাত্র 1200 জন উপস্থিত ছিলেন, সেই ঘটনাই বড় জাতীয় খবর হয়ে গেল ৷ এভাবেই হাই প্রোফাইল হওয়ার মূল্য চোকাতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷ আপনি হাই প্রোফাইল হলে মানুষ আপনাকে টেনে নামাতে চাইবে ৷"

আরও পড়ুন: Aryan Khan : আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

গত 2 অক্টোবর মুম্বই-গোয়া সমুদ্রতটে বিলাসী প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খান-সহ 8 জনকে ৷ এখনও পর্যন্ত এই মামলায় দু'জন নাইজেরিয়ান-সহ 20 জনকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ বর্তমানে আর্থার রোড সংশোধনাগারে বন্দি শাহরুখ-পুত্র ৷ আজই মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে তাঁর জামিনের আবেদনের রায়দান হওয়ার কথা ৷

আরও পড়ুন: Aryan Khan: মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায়

জানা গিয়েছে, আরিয়ান খানের নিরাপত্তা আরও জোরদার করেছে আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে স্পেশাল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি চালাচ্ছেন আধিকারিকরা ৷ সম্প্রতি জানা গিয়েছে, এনসিবি-র কাউন্সেলিং সেশনে আরিয়ান বলেছেন যে তিনি ভবিষ্যতে নিজেকে বদলে ফেলবেন ৷ আর্তের সেবা করবেন ৷ তাঁর আচরণে গর্বিত হবে এনসিবি ৷ কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে আরিয়ান বলেন, এ বার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন: Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.