ETV Bharat / sitara

মুক্তি পেল 'অন্তর্ধান'-এর টিজ়ার

মুক্তি পেল 'অন্তর্ধান' ছবির টিজ়ার । রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, সুজন মুখার্জি ।

েি্
ে্ি
author img

By

Published : Feb 4, 2020, 10:05 PM IST

কলকাতা : মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত 'অন্তর্ধান' ছবির টিজ়ার । মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, সুজন মুখার্জিকে । থ্রিলারধর্মী এই ছবির গল্পের এক দম্পতির সন্তান হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে । আর সন্তানকে খুঁজতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হয় তাঁদের ।

ছবির বেশিরভাগ শুটিং হয়েছে হিমাচল প্রদেশে । ছবি প্রসঙ্গে পরমব্রত বলেন, "বাচ্চাটা হারিয়ে যাওয়া নিয়ে গল্পের শুরু হলেও আচমকা এভাবে সন্তান হারিয়ে গেলে, বাবা-মা কীভাবে বিচলিত হয়ে পড়ে এবং কেন এই বাচ্চাটা হারিয়ে গেল সেই রহস্যের কারণটা আমরা এই ছবিতে দেখতে পাব । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত যিনি একজন CID অফিসারের চরিত্রে অভিনয় করেছেন । আর ছবির প্রাকৃতিক বৈশিষ্ট্য বা সৌন্দর্য গল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ।"

দেখুন ভিডিয়ো

ছবি সম্পর্কে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বলেন," ফ্ল্যাট নম্বর 609 এবং অন্তর্ধান দুটি সম্পূর্ণ আলাদা ছবি । কারণ ওটা ছিল হরর থ্রিলার আর এটা পুরোপুরি থ্রিলার ছবি । প্রথমবার আমি যখন ছবির স্ক্রিপ্ট শুনেছিলাম তখন নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে কোন শহরে এই ছবির শুটিং করব । তখন আমার চোখের সামনে একটি নাম ভেসে ওঠে । সেটা ছিল হিমাচল । কারণ, নর্থ বেঙ্গল আর নর্থ ইন্ডিয়ার পাহাড়ে চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা । পাহাড়ের সবুজের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের অন্ধকার রয়েছে । যেটা এই ছবির ক্ষেত্রে আরও বেশি করে দেখা গেছে ।"

ছবির গল্প সম্পর্কে পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন, "এই ছবিটা শুধুমাত্র মেয়েকে খোঁজাকে কেন্দ্র করে নয় । সেই কারণেই ছবির নাম 'অন্তর্ধান' । আমার নিজের যেহেতু থ্রিলার ভালো লাগে তাই, এই ছবির পুরোটাই আমি হিমাচল প্রদেশে শুট করেছি । এখানে মমতা শংকরের চরিত্রটা একটু আলাদা । তার কারণ উনি ছিলেন ফ্যামিলি ফ্রেন্ড আর মেয়েটা যখন হারিয়ে যায় তখন তিনি তাকে শেষ বার দেখেন । তাই ওনার কথার উপরই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করে ।"

সব ঠিক থাকলে 17 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত 'অন্তর্ধান' ছবির টিজ়ার । মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, সুজন মুখার্জিকে । থ্রিলারধর্মী এই ছবির গল্পের এক দম্পতির সন্তান হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে । আর সন্তানকে খুঁজতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হয় তাঁদের ।

ছবির বেশিরভাগ শুটিং হয়েছে হিমাচল প্রদেশে । ছবি প্রসঙ্গে পরমব্রত বলেন, "বাচ্চাটা হারিয়ে যাওয়া নিয়ে গল্পের শুরু হলেও আচমকা এভাবে সন্তান হারিয়ে গেলে, বাবা-মা কীভাবে বিচলিত হয়ে পড়ে এবং কেন এই বাচ্চাটা হারিয়ে গেল সেই রহস্যের কারণটা আমরা এই ছবিতে দেখতে পাব । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত যিনি একজন CID অফিসারের চরিত্রে অভিনয় করেছেন । আর ছবির প্রাকৃতিক বৈশিষ্ট্য বা সৌন্দর্য গল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ।"

দেখুন ভিডিয়ো

ছবি সম্পর্কে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বলেন," ফ্ল্যাট নম্বর 609 এবং অন্তর্ধান দুটি সম্পূর্ণ আলাদা ছবি । কারণ ওটা ছিল হরর থ্রিলার আর এটা পুরোপুরি থ্রিলার ছবি । প্রথমবার আমি যখন ছবির স্ক্রিপ্ট শুনেছিলাম তখন নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে কোন শহরে এই ছবির শুটিং করব । তখন আমার চোখের সামনে একটি নাম ভেসে ওঠে । সেটা ছিল হিমাচল । কারণ, নর্থ বেঙ্গল আর নর্থ ইন্ডিয়ার পাহাড়ে চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা । পাহাড়ের সবুজের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের অন্ধকার রয়েছে । যেটা এই ছবির ক্ষেত্রে আরও বেশি করে দেখা গেছে ।"

ছবির গল্প সম্পর্কে পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন, "এই ছবিটা শুধুমাত্র মেয়েকে খোঁজাকে কেন্দ্র করে নয় । সেই কারণেই ছবির নাম 'অন্তর্ধান' । আমার নিজের যেহেতু থ্রিলার ভালো লাগে তাই, এই ছবির পুরোটাই আমি হিমাচল প্রদেশে শুট করেছি । এখানে মমতা শংকরের চরিত্রটা একটু আলাদা । তার কারণ উনি ছিলেন ফ্যামিলি ফ্রেন্ড আর মেয়েটা যখন হারিয়ে যায় তখন তিনি তাকে শেষ বার দেখেন । তাই ওনার কথার উপরই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করে ।"

সব ঠিক থাকলে 17 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত অন্তর্ধান ছবির প্রথম টিজার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী মমতা শংকর রজতাভ দত্ত সুজন মুখার্জী ছায়া এবং অক্ষয় কাপুর কে। থ্রিলারধর্মী এই ছবির গল্পের প্রেক্ষাপট এক দম্পতির তার সন্তান হারিয়ে যাওয়া কে কেন্দ্র করে যেখানে তারা তাদের সন্তানকে খুঁজতে গিয়ে নানা ধরনের বিপদের সম্মুখীন হয়।

নতুন এছাড়া ধর্মী ছবি এবং হিমাচল প্রদেশের মতন একটি নৈসর্গিক জায়গায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন," বাচ্চাটা হারিয়ে যাওয়া নিয়ে গল্পের শুরু হলেও কিন্তু আচমকা এভাবে সন্তান হারিয়ে গেলে, বাবা-মা কিভাবে বিচলিত হয়ে পড়ে এবং কেন এই বাচ্চাটা হারিয়ে গেল সেই রহস্যের কারণটা আমরা এই ছবিতে দেখতে পাবো। এবং এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত যিনি একজন সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। আর এই ছবি প্রাকৃতিক বৈশিষ্ট্য বা সৌন্দর্য এই ছবিটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে"।

পরিচালক অরিন্দম ভট্টাচার্য সঙ্গে দ্বিতীয় বার কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী জানালেন," ফ্ল্যাট নাম্বার 609 এবং অন্তর্ধান দুটি সম্পূর্ণ আলাদা ছবি। কারণ ওটা ছিল হরর থ্রিলার আর এটা পুরোপুরি একটা থ্রিলার ধর্মীয় ছবি। প্রথমবার আমি যখন ছবি স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন যে কোন শহরে এই ছবিটা শুটিং করব। তখন আমার চোখের সামনে একটি নাম ছিল সেটা হচ্ছে হিমাচল কারণ, নর্থ বেঙ্গল আর নর্থ ইন্ডিয়ার পাহাড়ে চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। পাহাড়ের সবুজ এর মধ্যেও কিন্তু একটা অন্য রকমের অন্ধকার রয়েছে, যেটা এই ছবির ক্ষেত্রে আরও বেশি করে দেখা গেছে"।

পরিচালক অরিন্দম ভট্টাচার্য জানালেন," এই ছবিটা শুধুমাত্র মেয়েকে খোঁজা, বাবা-মার মেয়ে কে খোঁজার কে কেন্দ্র করে নয়, সেই কারণেই ছবির নাম অন্তর্ধান। আমার নিজের যেহেতু থ্রিলার ভালো লাগে তাই,এই ছবির পুরোটাই আমি হিমাচল প্রদেশ শুট করেছি। এখানে মমতা শঙ্করের রোল টা একটু আলাদা। তার কারণ উনি ছিলেন ফ্যামিলি ফ্রেন্ড আর মেয়েটা যখন হারিয়ে যায় তখন তিনি তাকে শেষ বার দেখেছেন, তাই ওনার কথার উপর ই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করে"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.