কলকাতা : মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত 'অন্তর্ধান' ছবির টিজ়ার । মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, সুজন মুখার্জিকে । থ্রিলারধর্মী এই ছবির গল্পের এক দম্পতির সন্তান হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে । আর সন্তানকে খুঁজতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হয় তাঁদের ।
ছবির বেশিরভাগ শুটিং হয়েছে হিমাচল প্রদেশে । ছবি প্রসঙ্গে পরমব্রত বলেন, "বাচ্চাটা হারিয়ে যাওয়া নিয়ে গল্পের শুরু হলেও আচমকা এভাবে সন্তান হারিয়ে গেলে, বাবা-মা কীভাবে বিচলিত হয়ে পড়ে এবং কেন এই বাচ্চাটা হারিয়ে গেল সেই রহস্যের কারণটা আমরা এই ছবিতে দেখতে পাব । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত যিনি একজন CID অফিসারের চরিত্রে অভিনয় করেছেন । আর ছবির প্রাকৃতিক বৈশিষ্ট্য বা সৌন্দর্য গল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ।"
ছবি সম্পর্কে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বলেন," ফ্ল্যাট নম্বর 609 এবং অন্তর্ধান দুটি সম্পূর্ণ আলাদা ছবি । কারণ ওটা ছিল হরর থ্রিলার আর এটা পুরোপুরি থ্রিলার ছবি । প্রথমবার আমি যখন ছবির স্ক্রিপ্ট শুনেছিলাম তখন নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে কোন শহরে এই ছবির শুটিং করব । তখন আমার চোখের সামনে একটি নাম ভেসে ওঠে । সেটা ছিল হিমাচল । কারণ, নর্থ বেঙ্গল আর নর্থ ইন্ডিয়ার পাহাড়ে চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা । পাহাড়ের সবুজের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের অন্ধকার রয়েছে । যেটা এই ছবির ক্ষেত্রে আরও বেশি করে দেখা গেছে ।"
ছবির গল্প সম্পর্কে পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন, "এই ছবিটা শুধুমাত্র মেয়েকে খোঁজাকে কেন্দ্র করে নয় । সেই কারণেই ছবির নাম 'অন্তর্ধান' । আমার নিজের যেহেতু থ্রিলার ভালো লাগে তাই, এই ছবির পুরোটাই আমি হিমাচল প্রদেশে শুট করেছি । এখানে মমতা শংকরের চরিত্রটা একটু আলাদা । তার কারণ উনি ছিলেন ফ্যামিলি ফ্রেন্ড আর মেয়েটা যখন হারিয়ে যায় তখন তিনি তাকে শেষ বার দেখেন । তাই ওনার কথার উপরই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করে ।"
সব ঠিক থাকলে 17 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">