ETV Bharat / sitara

Javed Akhtar On Farhan Shibani wedding :শিবাণীর হাত ধরেই দ্বিতীয় ইনিংস শুরু করবেন ফারহান, জানালেন জাভেদ - Javed Akhtar On Farhan Shibani wedding

শিবাণী দন্ডেকরের হাত ধরে নতুন করে জীবন শুরু করতে চলেছেন অভিনেতা ফারহান, জানালেন তাঁর বাবা জাভেদ আখতার (Javed Akhtar confirms farhan shibani wedding ) ৷

FarJaved Akhtar On Farhan Shibani weddinghan Akhtar is all set to tie the knot with Shibani Dandekar, Javed Akhtar confirms
শিবাণীর হাত ধরেই দ্বিতীয় ইনিংস শুরু করবেন ফারহান
author img

By

Published : Feb 4, 2022, 3:05 PM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: এই মাসেই চারহাত এক হতে চলেছে অভিনেতা ফারহান আখতার এবং শিবাণী দন্ডেকরের ৷ জানালেন ফারহানের বাবা তথা বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar confirms farhan shibani wedding ) ৷ বিয়ে সংক্রান্ত জল্পনা যে শুধুই গুজব নয় তা মেনে নিয়ে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির 21 তারিখ আইনি বিবাহ সারতে চলেছেন ফারহান-শিবাণী ৷ যদিও এই বলি যুগলের বিবাহ সংক্রান্ত জল্পনা চলে আসছে প্রায় দুবছর ধরে ৷ এবং সেই জল্পনা তৈরি হয়েছিল জাভেদের কারণেই ৷ খান্ডালার বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন জাভেদ আখতার ৷ আর তা থেকেই আগুনের মত ছড়িয়ে পড়ে বিয়ের খবর ৷

ফারহান এবং শিবাণীর বিবাহ প্রসঙ্গে এদিন জাভেদ বলেন, "হ্যাঁ ওদের বিয়ে হতে চলেছে ৷ বাকি বিয়ের প্রস্তুতির যা কাজ সেসব প্ল্যানাররা দেখে নেবেন ৷" তিনি আরও জানান, করোনার কারণে কোনও কিছুই বড় করে আয়োজন করা সম্ভব হচ্ছে না ৷ জাভেদ বলেন, "আমরা খুবই কম লোকজনকে আমন্ত্রণ করতে চলেছি, এটা খুবই সাধারণ একটা অনুষ্ঠান হতে চলেছে ৷"

আরও পড়ুন : আংটি বদলের পরেও তাঁরা সম্পর্কে জড়িয়ে নেই জানালেন বিশাল-দেবলীনা

হবু পুত্রবধূ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ও খুব ভাল মেয়ে ৷ আমরা সকলেই ওকে খুব পছন্দ করি ৷ আর সবথেকে বড় কথা হল ফারহান এবং ওর সম্পর্ক সমধুর, যেটা খুবই ভাল খবর ৷ "(Javed Akhtar on Shibani Dandekar) প্রসঙ্গেত উল্লেখ্য়, এর আগেও হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন ফারহান এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে ৷ অন্য়দিকে শিবাণীর নামেও গুজব রয়েছে যে তিনি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ৷

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: এই মাসেই চারহাত এক হতে চলেছে অভিনেতা ফারহান আখতার এবং শিবাণী দন্ডেকরের ৷ জানালেন ফারহানের বাবা তথা বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar confirms farhan shibani wedding ) ৷ বিয়ে সংক্রান্ত জল্পনা যে শুধুই গুজব নয় তা মেনে নিয়ে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির 21 তারিখ আইনি বিবাহ সারতে চলেছেন ফারহান-শিবাণী ৷ যদিও এই বলি যুগলের বিবাহ সংক্রান্ত জল্পনা চলে আসছে প্রায় দুবছর ধরে ৷ এবং সেই জল্পনা তৈরি হয়েছিল জাভেদের কারণেই ৷ খান্ডালার বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন জাভেদ আখতার ৷ আর তা থেকেই আগুনের মত ছড়িয়ে পড়ে বিয়ের খবর ৷

ফারহান এবং শিবাণীর বিবাহ প্রসঙ্গে এদিন জাভেদ বলেন, "হ্যাঁ ওদের বিয়ে হতে চলেছে ৷ বাকি বিয়ের প্রস্তুতির যা কাজ সেসব প্ল্যানাররা দেখে নেবেন ৷" তিনি আরও জানান, করোনার কারণে কোনও কিছুই বড় করে আয়োজন করা সম্ভব হচ্ছে না ৷ জাভেদ বলেন, "আমরা খুবই কম লোকজনকে আমন্ত্রণ করতে চলেছি, এটা খুবই সাধারণ একটা অনুষ্ঠান হতে চলেছে ৷"

আরও পড়ুন : আংটি বদলের পরেও তাঁরা সম্পর্কে জড়িয়ে নেই জানালেন বিশাল-দেবলীনা

হবু পুত্রবধূ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ও খুব ভাল মেয়ে ৷ আমরা সকলেই ওকে খুব পছন্দ করি ৷ আর সবথেকে বড় কথা হল ফারহান এবং ওর সম্পর্ক সমধুর, যেটা খুবই ভাল খবর ৷ "(Javed Akhtar on Shibani Dandekar) প্রসঙ্গেত উল্লেখ্য়, এর আগেও হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন ফারহান এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে ৷ অন্য়দিকে শিবাণীর নামেও গুজব রয়েছে যে তিনি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.