ETV Bharat / sitara

Exclusive : সাতটি গ্র্যামি বিজেতা কিথ থমাস সুরের খোঁজে এবার কলকাতায় - Keith Thomas

সাতটি গ্র্যামি বিজেতা এই অ্যামেরিকান ভদ্রলোক ; কিথ থমাস। কাজ করেছেন সিলিন ডিওন,সেলিনা গোমেজ, কেটি পেরি, ক্রিস্টিনা অ্যাগুয়েরা, অ্যাডম লিভাইনের মতো বিশ্ববিখ্যাত সংগীত তারকাদের সঙ্গে। এঁদের সাফল্যের নেপথ্যে গুরুদেব এই মানুষটি এখন কলকাতায় এসেছেন সুরের সন্ধানে। যদিও তাঁর যাত্রা শুরু হয়েছে গত বছর অক্টোবর থেকে। দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে তিনি এখন ব্যস্ত সংগীত সৃষ্টির কাজে। কিথ থমাসকে আমরা পেয়ে গেলাম গানের রেকর্ডিংয়ে। মাটির মানুষটি একান্তভাবে সাক্ষাৎকার দিলেন ETV ভারতকে।

কিথ থমাস
author img

By

Published : Jun 6, 2019, 5:11 PM IST

Updated : Jun 6, 2019, 5:35 PM IST

কলকাতা : চলনে বলনে অহমিকার লেশমাত্র নেই। সহজাত আন্তরিকতা এবং শিল্পবোধ এক লহমায় চিনিয়ে দিল সাত সমুদ্র পার হয়ে আসা মানুষটাকে। তিনি যেন অনেকের মধ্যে থেকেও ব্যতিক্রম। সাক্ষাৎকারে বলেই ফেললেন, কে গাইছে বা কার সংগীত সেটা বড় কথা নয়। সংগীত ভালো হলে সেটি আমার মন ছুঁয়ে যাবেই।

তবে কেন কলকাতা? কেন বাংলার এই শহরে এসে তিনি সংগীতের সন্ধান করছেন? বললেন, "বাংলার সুর বাংলার ছন্দ আমার অত্যন্ত পছন্দের। কাকে ভালো লাগে এটা বলা মুশকিল। কারণ, আমি এখনও শিখছি।" আর কী বললেন কিথ? শুনে নিন তাঁর বক্তব্য..

কিথ থমাসের জার্নি

কলকাতায় এসে কিথের ইচ্ছে চল্লিশটি গান রেকর্ড করবেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করবেন। রিয়ালিটি শোয়ের বিজেতাদের এবং প্রতিযোগীদের নিয়ে তিনি শুরু করেছেন এই নতুন পথ চলা। পরের বার ট্রেডিশনাল সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে কিথের। উদ্দেশ্য একটাই ভারতীয় সংগীতের উৎস খুঁজে বের করা। সংগীতের যন্ত্রপাতি সুদূর মার্কিন দেশ থেকেই তিনি কলকাতায় এনেছেন, গাইছেন এখানকার গায়ক গায়িকারা। কী অভিজ্ঞতা তাঁদের? শুনে নিন তাঁদের বক্তব্য।

শুনে নিন কিথের সহকারীদের বক্তব্য

কলকাতা : চলনে বলনে অহমিকার লেশমাত্র নেই। সহজাত আন্তরিকতা এবং শিল্পবোধ এক লহমায় চিনিয়ে দিল সাত সমুদ্র পার হয়ে আসা মানুষটাকে। তিনি যেন অনেকের মধ্যে থেকেও ব্যতিক্রম। সাক্ষাৎকারে বলেই ফেললেন, কে গাইছে বা কার সংগীত সেটা বড় কথা নয়। সংগীত ভালো হলে সেটি আমার মন ছুঁয়ে যাবেই।

তবে কেন কলকাতা? কেন বাংলার এই শহরে এসে তিনি সংগীতের সন্ধান করছেন? বললেন, "বাংলার সুর বাংলার ছন্দ আমার অত্যন্ত পছন্দের। কাকে ভালো লাগে এটা বলা মুশকিল। কারণ, আমি এখনও শিখছি।" আর কী বললেন কিথ? শুনে নিন তাঁর বক্তব্য..

কিথ থমাসের জার্নি

কলকাতায় এসে কিথের ইচ্ছে চল্লিশটি গান রেকর্ড করবেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করবেন। রিয়ালিটি শোয়ের বিজেতাদের এবং প্রতিযোগীদের নিয়ে তিনি শুরু করেছেন এই নতুন পথ চলা। পরের বার ট্রেডিশনাল সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে কিথের। উদ্দেশ্য একটাই ভারতীয় সংগীতের উৎস খুঁজে বের করা। সংগীতের যন্ত্রপাতি সুদূর মার্কিন দেশ থেকেই তিনি কলকাতায় এনেছেন, গাইছেন এখানকার গায়ক গায়িকারা। কী অভিজ্ঞতা তাঁদের? শুনে নিন তাঁদের বক্তব্য।

শুনে নিন কিথের সহকারীদের বক্তব্য
Intro:সাতটি গ্র্যামি বিজেতা এই আমেরিকান ভদ্রলোক। কিথ থমাস। কাজ করেছেন সিলিন ডিওন, জাস্টিন বিবার, সেলিনা গোমেজ, কেটি পেরি, ক্রিস্টিনা অ্যাগুয়েরা, অ্যাডম লিভাইনের মতো বিশ্ব বিখ্যাত সংগীত তারকাদের। এঁদের সাফল্যের নেপথ্যে গুরুদেব এই মানুষটি এখন কলকাতায় এসেছেন সুরের সন্ধানে যদিও তার যাত্রা শুরু হয় গত বছর অক্টোবর থেকে। দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে তিনি এখন ব্যস্ত সংগীত সৃষ্টির কাজে। রিয়ালিটি শোয়ের বিজেতাদের এবং প্রতিযোগীদের নিয়ে শুরু করেছেন তাঁর নতুন পথ চলা। উদ্দেশ্য একটাই ভারতীয় সংগীতের উৎস খুঁজে বের করা। কিথ থমাসকেকে ETV ভারত পেয়ে গেল গানের রেকর্ডিংয়ে। মাটির মানুষ কিথ একান্তভাবে সাক্ষাৎকার দিলেন ETV ভারতকে।


Body:চলনে বলনে অহমিকার ছিটেফোঁটা লেশ নেই। সহজাত আন্তরিকতা এবং শিল্পবোধ এক লহমায় চিনিয়ে দিল সাত সমুদ্র পার হয়ে আসা মানুষটাকে। তিনি যেন অনেকের মধ্যে থেকেও ব্যতিক্রম। সাক্ষাৎকারে বলেই ফেললেন কে গাইছে কার সংগীত সেটা বড় কথা নয় সংগীত ভালো হলে সেটি আমার মন ছুঁয়ে যায়।

তবে কেন কলকাতা? কেন বাংলার এই শহরে এসে সংগীতের সন্ধান করছেন তিনি। বললেন, "বাংলার সুর বাংলার ছন্দ আমার অত্যন্ত পছন্দের। কাকে ভালো লাগে এটা বলা মুশকিল। কারণ, আমি এখনও শিখছি।"

এবার কলকাতায় এসে কি তোর ইচ্ছে চল্লিশটি গান রেকর্ড করবেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করবেন। সংগীতের যন্ত্রপাতি সুদূর মার্কিন দেশ থেকেই তিনি কলকাতায় এনেছেন তৈরি করেছেন গাইছেন এখানকার গায়ক গায়িকারা।




Conclusion:তবে বড় শিল্পীদের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত করেননি কিথ। পরেরবার যখন কলকাতায় আসবেন ট্র্যাডিশনাল সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করবেন। ইচ্ছে প্রকাশ করলেন ETV ভারতের কাছে।
Last Updated : Jun 6, 2019, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.