কলকাতা : চলনে বলনে অহমিকার লেশমাত্র নেই। সহজাত আন্তরিকতা এবং শিল্পবোধ এক লহমায় চিনিয়ে দিল সাত সমুদ্র পার হয়ে আসা মানুষটাকে। তিনি যেন অনেকের মধ্যে থেকেও ব্যতিক্রম। সাক্ষাৎকারে বলেই ফেললেন, কে গাইছে বা কার সংগীত সেটা বড় কথা নয়। সংগীত ভালো হলে সেটি আমার মন ছুঁয়ে যাবেই।
তবে কেন কলকাতা? কেন বাংলার এই শহরে এসে তিনি সংগীতের সন্ধান করছেন? বললেন, "বাংলার সুর বাংলার ছন্দ আমার অত্যন্ত পছন্দের। কাকে ভালো লাগে এটা বলা মুশকিল। কারণ, আমি এখনও শিখছি।" আর কী বললেন কিথ? শুনে নিন তাঁর বক্তব্য..
কলকাতায় এসে কিথের ইচ্ছে চল্লিশটি গান রেকর্ড করবেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করবেন। রিয়ালিটি শোয়ের বিজেতাদের এবং প্রতিযোগীদের নিয়ে তিনি শুরু করেছেন এই নতুন পথ চলা। পরের বার ট্রেডিশনাল সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে কিথের। উদ্দেশ্য একটাই ভারতীয় সংগীতের উৎস খুঁজে বের করা। সংগীতের যন্ত্রপাতি সুদূর মার্কিন দেশ থেকেই তিনি কলকাতায় এনেছেন, গাইছেন এখানকার গায়ক গায়িকারা। কী অভিজ্ঞতা তাঁদের? শুনে নিন তাঁদের বক্তব্য।