কলকাতা, 7 এপ্রিল : আগামী 15 এপ্রিল মুক্তি পাচ্ছে সুপ্রিয় সেন পরিচালিত ট্যাংরা ব্লুজ ৷ পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে উঠে এসেছে ট্যাংরার অলিগলি থেকে উঠে আসা ছেলেদের গল্প ৷ যারা সঙ্গীত প্রেমী ৷ নানা ফেলে দেওয়া জিনিস থেকে তারা বাদ্যযন্ত্র বানিয়ে চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গীত চর্চা ৷ কিন্তু কীভাবে বড় পর্দায় উঠে এল এই ছেলেদের গল্প ? ইটিভি ভারতের কাছে সেই গল্পই তুলে ধরলেন এই দলের ক্যাপটেন সঞ্জয় মণ্ডল ৷
শুরুটা হয়েছিল ট্যাংরার অলিগলি থেকে ৷ সমাজের মূল স্রোতে ফেরার জন্য তিনি বেছে নেন সঙ্গীতকে ৷ সেই সঙ্গে সঞ্জয় মনস্থির করেন ট্যাংরার পিছিয়ে পড়া ছেলেদের জীবনে উন্নতি করতে সাহায্য করবেন ৷ যেসব গরিব, দুস্থ ছেলেরা গান বাজনা ভালবাসে কিন্তু অর্থের অভাবে চর্চা করতে পারে না তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন তিনি ৷
শুরু হয় নতুন সংগ্রাম ৷ গান বাজনা করতে গেলে প্রয়োজন মিউজিকাল ইনস্ট্রুমেন্টের ৷ কিন্তু তা কেনার জন্য যে অর্থ প্রয়োজন তা ছিল না সঞ্জয়ের কাছে ৷ সেই বাঁধাও অতিক্রম করে সঞ্জয় মণ্ডল ও তার গ্রুপ । প্লাস্টিকের ড্রাম, বালতি, হাতা, খুন্তি- ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই তারা বানিয়ে ফেলেছিল বাদ্যযন্ত্র ৷ এইভাবেই চলছিল সঙ্গীত চর্চা ৷ তারপর একদিন সুযোগ আসে 'ইন্ডিয়াস গট ট্যালেন্টে' অংশগ্রহণ করার সুযোগ ৷ সেখানে সেমিফাইনালিস্ট হন সঞ্জয় মণ্ডল ও তার গ্রুপ ।
আরও পড়ুন : গালিবয়দের গল্প বলবে ট্যাংরা ব্লুজ
এরপরই পরিচিতি বাড়তে থাকে সঞ্জয়দের ৷ এরপরই পরমব্রত চট্টোপাধ্যায় তাদের নিয়ে ছবি করার প্রস্তাব নিয়ে আসেন সঞ্জয়ের কাছে ৷ তিনি রাজি হয়ে যান ৷ কিছুদিন পর শুরু হয় ট্যাংরার 'গলিবয়দের' গল্প নিয়ে ছবির শুটিং ৷ আগামী 15 এপ্রিল মুক্তি পাচ্ছে সেই ছবি ৷ সঞ্জয় মণ্ডল জানিয়েছেন, তাঁদের সংগ্রামকে ছবির আকারে ফুটিয়ে তোলার জন্য তিনি প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক সুপ্রিয় সেনের কাছে কৃতজ্ঞ ৷