হায়দরাবাদ, 18 অক্টোবর: তাঁর নতুন ফিল্ম গোর্খার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)৷ তবে গোর্খার (Gorkha) পোস্টারের একটি ভুল তুলে ধরেছেন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার ৷ সে জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের খিলাড়ি ৷ তিনি ভবিষ্যতে ছবির শুটিংয়ের সময় এ ব্যাপারে সচেতন থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷
সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের কিংবদন্তি নায়ক মেজর জেনারেল ইয়ান কারডোজোর জীবনের উপর গড়ে তোলা হয়েছে এই ছবি ৷ 1962, 1965 ও ভারত-পাকিস্তানের 1971 সালের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন এই মেজর জেনারেল ৷ শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গোর্খার প্রথম লুক পোস্টার প্রকাশ করেন অক্ষয় কুমার ৷ পোস্টারে তাঁকে সেনার পোশাকে দেখা গিয়েছে ৷ আর তাঁকে হাতে রয়েছে একটি খুকরি (Khukri)৷
এই পোস্টার দেখে অভিনেতার টুইটের জবাব দেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার ৷ তিনি পোস্টারটির ভুল ধরিয়ে দিয়ে বলেন, সেখানে যে খুকরিটি দেখানো হয়েছে, তা সঠিক নয় ৷ রেফারেন্স হিসেবে টুইটের সঙ্গে প্রকৃত ঐতিহ্যশালী খুকরির একটি ছবিও পোস্ট করেছেন তিনি ৷ লিখেছেন, "প্রিয় অক্ষয়জি, একজন অবসরপ্রাপ্ত গোর্খা অফিসার হিসেবে এই ছবি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ৷ যদিও সবিস্তারে গেলে একটা সমস্যা রয়েছে ৷ অনুগ্রহ করে খুকরিটা সঠিক নিন ৷ উল্টোদিকের প্রান্তটা ধারালো ৷ এটা তলোয়ার নয় ৷ খুকরি ব্লেডের ভেতরের দিক থেকে আঘাত করে ৷ খুকরির রেফারেন্স ছবি জুড়ে দিলাম ৷ ধন্যবাদ ৷"
আরও পড়ুন: Golondaaj Box Office Collection : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব
তাঁর এই টুইটকে স্পোর্টিংলি নিয়েছেন অক্ষয় কুমার ৷ তিনি জবাবি টুইটে প্রাক্তন সেনাকর্মীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "প্রিয় মেজর জলি, বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ ৷ ছবির শুটিঙের সময় আমি এ বিষয়ে যত্নবান হব ৷ গোর্খা তৈরি করতে পেরে আমি খুবই গর্বিত ও সম্মানিত ৷ প্রকৃত ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও পরামর্শকে সাদরে গ্রহণ করা হবে ৷"
আরও পড়ুন : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল
আনন্দ এল রাই প্রযোজিত গোর্খার পরিচালনা করছেন সঞ্জয় পুরণ সিং চৌহান (Sanjay Puran Singh Chauhan)৷ যিনি অক্ষয় কুমারের অতরঙ্গি রে, রক্ষাবন্ধন ও হিমাংশু শর্মারও পরিচালনা করছেন ৷
আরও পড়ুন: Virat-Anushka: কোয়ারেন্টাইনে অনুষ্কা, স্ত্রী-মেয়েকে দেখতে ব্যালকনি-বাগানে হাজির বিরাট