ETV Bharat / sitara

Ena Saha : একগুচ্ছ কাজে ব্যস্ত এনা, তাঁর হাত ধরেই ফিরছে যশরত জুটিও - পর্দায় ফিরতে চলেছেন ‘যশরত’ জুটি

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের পরিচয় গড়েছেন এনা । তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই পর্দায় ফিরতে চলেছেন ‘যশরত’ জুটিও ৷

Ena Saha
একগুচ্ছ কাজে ব্যস্ত এনা, তাঁর হাত ধরেই ফিরছে যশরত জুটিও
author img

By

Published : Nov 4, 2021, 5:55 PM IST

Updated : Nov 4, 2021, 6:01 PM IST

কলকাতা, 4 নভেম্বর : ভীষণ ব্যস্ত অভিনেত্রী-প্রযোজক এনা সাহা । এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ, কাঁধে রয়েছে বড় দায়িত্ব । অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের পরিচয় গড়েছেন এনা । ‘চিনে বাদাম’ ছবির প্রযোজনার পাশাপাশি তিনি যশ দাশগুপ্তের নায়িকাও বটে । এনার 'জারেক এন্টারটেনমেন্ট'-এর তরফে সম্প্রতি হাজির হয়েছে অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়ের লেখা গান 'লিল্লি ডোন্ট বি সিল্লি' । সেই গান এবং ভিডিও, দুইই মনে ধরেছে নতুন প্রজন্মের ।

আরও পড়ুন : Dev : রঘু ডাকাতের চরিত্রে দেব, হাজির পোস্টার

‘জারেক’-এর আগামী গানের ভিডিওয় এনার বিপরীতে দেখা যাবে অভিনেতা রবি শ'কে । রবি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ । 'রাধা' এবং 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন তিনি । এবার এনার সঙ্গে মিউজিক ভিডিওতে ধরা দেবেন তিনি । একইসঙ্গে, এনা প্রযোজিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ডাক্তারকাকু’ ছবিরও শুটিং শুরু হবে জানুয়ারিতে । এরই মাঝে জানা গেল আরেকটি খবর । খুব তাড়াতাড়িই আরও একটা ছবি আসছে তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে । সেই ছবিতে এনাই থাকবেন মুখ্য চরিত্রে । নায়িকা-নির্ভর সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে হলিউডি অভিনেতা অ্যালেক্স ও’নীলকে । ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’-এ অ্যালেক্স অভিনয় করেছেন মেজর ফ্রেডরিক জ্যাকসনের ভূমিকায় । দুর্গাপুজোয় অ্যালেক্স ছিলেন কলকাতায় । তখনই তাঁর সঙ্গে আগামী কাজের কথা পাকা করেছে এনার প্রযোজনা সংস্থা ।

আরও পড়ুন: Jai Kali Kalkatte Wali: শুটিং চলছে সোহম-নুসরতের জয় কালী কলকাত্তাওয়ালির

অন্যদিকে খুব তাড়াতাড়িই তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই পর্দায় ফিরতে চলেছেন ‘যশরত’ জুটিও ৷ এনার পরের ছবি অর্থাৎ যশ-নুসরত সফরের গানের শুটিং হয়ে গেল কাশ্মীরে । সেই কারণে লক্ষ্মীপুজোর দিন ভোররাতেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন তিনি । ছবির পরিচালনায় রয়েছেন বিশ্বরূপ বিশ্বাস । এর আগে ‘বাচ্চা শ্বশুর’ পরিচালনা করেছেন তিনি । এনার মা বনানী সাহা জানিয়েছেন, এই সিনেমার অন্যতম চমক হতে চলেছেন পরিচালক পাভেল ৷ এবার অভিনেতা হিসেবে দেখা যাবে পরিচালককে ৷ চলতি বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের সূচনা হয়েছে । কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে জারেক এন্টারটেনমেন্ট নিয়ে আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চার কন্যা’ । সত্যজিতের চার ছবির চার নায়িকা ধরা দেবেন এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে । ‘অপুর সংসার’-এর অপর্ণা, ‘নায়ক’-এর অদিতি, ‘অরণ্যের দিনরাত্রি’-র দুলি এবং ‘চারুলতা’-র চারু । ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এনার বোন ডোনা সাহা এবং সুব্রত । চারটি ভূমিকাতেই অভিনয়ও করবেন ডোনা ।

কলকাতা, 4 নভেম্বর : ভীষণ ব্যস্ত অভিনেত্রী-প্রযোজক এনা সাহা । এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ, কাঁধে রয়েছে বড় দায়িত্ব । অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের পরিচয় গড়েছেন এনা । ‘চিনে বাদাম’ ছবির প্রযোজনার পাশাপাশি তিনি যশ দাশগুপ্তের নায়িকাও বটে । এনার 'জারেক এন্টারটেনমেন্ট'-এর তরফে সম্প্রতি হাজির হয়েছে অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়ের লেখা গান 'লিল্লি ডোন্ট বি সিল্লি' । সেই গান এবং ভিডিও, দুইই মনে ধরেছে নতুন প্রজন্মের ।

আরও পড়ুন : Dev : রঘু ডাকাতের চরিত্রে দেব, হাজির পোস্টার

‘জারেক’-এর আগামী গানের ভিডিওয় এনার বিপরীতে দেখা যাবে অভিনেতা রবি শ'কে । রবি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ । 'রাধা' এবং 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন তিনি । এবার এনার সঙ্গে মিউজিক ভিডিওতে ধরা দেবেন তিনি । একইসঙ্গে, এনা প্রযোজিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ডাক্তারকাকু’ ছবিরও শুটিং শুরু হবে জানুয়ারিতে । এরই মাঝে জানা গেল আরেকটি খবর । খুব তাড়াতাড়িই আরও একটা ছবি আসছে তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে । সেই ছবিতে এনাই থাকবেন মুখ্য চরিত্রে । নায়িকা-নির্ভর সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে হলিউডি অভিনেতা অ্যালেক্স ও’নীলকে । ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’-এ অ্যালেক্স অভিনয় করেছেন মেজর ফ্রেডরিক জ্যাকসনের ভূমিকায় । দুর্গাপুজোয় অ্যালেক্স ছিলেন কলকাতায় । তখনই তাঁর সঙ্গে আগামী কাজের কথা পাকা করেছে এনার প্রযোজনা সংস্থা ।

আরও পড়ুন: Jai Kali Kalkatte Wali: শুটিং চলছে সোহম-নুসরতের জয় কালী কলকাত্তাওয়ালির

অন্যদিকে খুব তাড়াতাড়িই তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই পর্দায় ফিরতে চলেছেন ‘যশরত’ জুটিও ৷ এনার পরের ছবি অর্থাৎ যশ-নুসরত সফরের গানের শুটিং হয়ে গেল কাশ্মীরে । সেই কারণে লক্ষ্মীপুজোর দিন ভোররাতেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন তিনি । ছবির পরিচালনায় রয়েছেন বিশ্বরূপ বিশ্বাস । এর আগে ‘বাচ্চা শ্বশুর’ পরিচালনা করেছেন তিনি । এনার মা বনানী সাহা জানিয়েছেন, এই সিনেমার অন্যতম চমক হতে চলেছেন পরিচালক পাভেল ৷ এবার অভিনেতা হিসেবে দেখা যাবে পরিচালককে ৷ চলতি বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের সূচনা হয়েছে । কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে জারেক এন্টারটেনমেন্ট নিয়ে আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চার কন্যা’ । সত্যজিতের চার ছবির চার নায়িকা ধরা দেবেন এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে । ‘অপুর সংসার’-এর অপর্ণা, ‘নায়ক’-এর অদিতি, ‘অরণ্যের দিনরাত্রি’-র দুলি এবং ‘চারুলতা’-র চারু । ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এনার বোন ডোনা সাহা এবং সুব্রত । চারটি ভূমিকাতেই অভিনয়ও করবেন ডোনা ।

Last Updated : Nov 4, 2021, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.