ETV Bharat / sitara

Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড় - কাজলের ছবি

মহাসপ্তমীর সাজে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী কাজল (Kajol)৷ মুম্বইয়ে তাঁর বাড়ির দুর্গাপুজোয় (Durga Puja) শুরু হয়ে গিয়েছে হই-হুল্লোড় ৷ চলল ফোটোসেশন ৷

Durga Puja: actress Kajol Celebrates Saptami With Cousin Sharbani Mukherjee And Family
মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়
author img

By

Published : Oct 12, 2021, 4:39 PM IST

মুম্বই, 12 অক্টোবর : বাংলার দুর্গাপুজোর (Durga Puja) রেশ মুম্বইতেও ৷ প্রতিবারের মতোই শারদোৎসবের আনন্দে মেতেছেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ মহাসপ্তমীর সাজে ধরা দিলেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷ পরনে শাড়ি, আর মুখে সেই চেনা এক গাল হাসি ৷ এটা স্পষ্ট যে, পুজোর ছন্দে গা ভাসিয়েছেন কাজল ৷ সপরিবারে করছেন দেবী দুর্গার আরাধনা ৷

মঙ্গলবার মহাসপ্তমীতে মুম্বইয়ে পরিবারের দুর্গাপুজোয় সাবেকি সাজেই দেখা গেল কাজলকে ৷ উজ্জ্বল গোলাপি রঙের শাড়ির সঙ্গে ভারী জাংক জুয়েলারি আর কপালে টিপ - সৌন্দর্যে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় (Sharbani Mukherjee) ও পরিবারের অন্যদের সঙ্গে চলল হাসি-ঠাট্টা, খুনসুটি ৷ সর্বাণীর পরনে ছিল হলুদ শাড়ি আর সঙ্গে সোনার গয়না ৷ দেবী দুর্গাকে পাশে নিয়েই ক্যামেরায় পোজ দিলেন তাঁরা ৷ একের পর এক চলল ফোটো সেশন ৷

আরও পড়ুন: Amitabh Bachchan : এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর সপ্তমী স্পেশাল লুক তুলে ধরেছেন কাজল ৷

প্রতি বছর কাজলের পরিবারে ধূমধাম করে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোয় উপস্থিত থাকেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ ঢাকের বাদ্যিতে এই সময়টায় মুম্বইয়ে বাংলার আবহ এনে দেয় দুর্গাপুজো ৷ সঙ্গে চলে পেট পুরে খাওয়া-দাওয়া ৷

আরও পড়ুন: Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

কর্মক্ষেত্রে নেটফ্লিক্সের ফিল্ম 'ত্রিভঙ্গ'তে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে কাজলকে ৷ সেটাই ছিল তাঁর ডিজিটাল ডেবিউ ৷ তাঁর হাবি অজয় দেবগণের প্রযোজিত সেই ফিল্মের পরিচালক ছিলেন রেণুকা সাহানি ৷ কাজল ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে তনভি আজমি ও মিথিলা পালকরকে ৷ গত বছর শর্ট ফিল্ম 'দেবী'তে দেখা গিয়েছিল কাজলকে ৷ পরবর্তীতে রেবতী পরিচালিত 'দ্য লাস্ট হুররে'-তে অভিনয় করছেন তিনি ৷ সেই নিয়ে তিনি খুবই উত্তেজিত ৷ একটি পোস্টে কাজল লিখেছিলেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমার পরবর্তী ছবি দুরন্ত রেবতীর সঙ্গে ৷"

আরও পড়ুন: Puja Parikrama : রঙিন ছাতা দিয়ে সাজানো নজরকাড়া মণ্ডপ পুরুলিয়া শহরে

মুম্বই, 12 অক্টোবর : বাংলার দুর্গাপুজোর (Durga Puja) রেশ মুম্বইতেও ৷ প্রতিবারের মতোই শারদোৎসবের আনন্দে মেতেছেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ মহাসপ্তমীর সাজে ধরা দিলেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷ পরনে শাড়ি, আর মুখে সেই চেনা এক গাল হাসি ৷ এটা স্পষ্ট যে, পুজোর ছন্দে গা ভাসিয়েছেন কাজল ৷ সপরিবারে করছেন দেবী দুর্গার আরাধনা ৷

মঙ্গলবার মহাসপ্তমীতে মুম্বইয়ে পরিবারের দুর্গাপুজোয় সাবেকি সাজেই দেখা গেল কাজলকে ৷ উজ্জ্বল গোলাপি রঙের শাড়ির সঙ্গে ভারী জাংক জুয়েলারি আর কপালে টিপ - সৌন্দর্যে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় (Sharbani Mukherjee) ও পরিবারের অন্যদের সঙ্গে চলল হাসি-ঠাট্টা, খুনসুটি ৷ সর্বাণীর পরনে ছিল হলুদ শাড়ি আর সঙ্গে সোনার গয়না ৷ দেবী দুর্গাকে পাশে নিয়েই ক্যামেরায় পোজ দিলেন তাঁরা ৷ একের পর এক চলল ফোটো সেশন ৷

আরও পড়ুন: Amitabh Bachchan : এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর সপ্তমী স্পেশাল লুক তুলে ধরেছেন কাজল ৷

প্রতি বছর কাজলের পরিবারে ধূমধাম করে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোয় উপস্থিত থাকেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ ঢাকের বাদ্যিতে এই সময়টায় মুম্বইয়ে বাংলার আবহ এনে দেয় দুর্গাপুজো ৷ সঙ্গে চলে পেট পুরে খাওয়া-দাওয়া ৷

আরও পড়ুন: Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

কর্মক্ষেত্রে নেটফ্লিক্সের ফিল্ম 'ত্রিভঙ্গ'তে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে কাজলকে ৷ সেটাই ছিল তাঁর ডিজিটাল ডেবিউ ৷ তাঁর হাবি অজয় দেবগণের প্রযোজিত সেই ফিল্মের পরিচালক ছিলেন রেণুকা সাহানি ৷ কাজল ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে তনভি আজমি ও মিথিলা পালকরকে ৷ গত বছর শর্ট ফিল্ম 'দেবী'তে দেখা গিয়েছিল কাজলকে ৷ পরবর্তীতে রেবতী পরিচালিত 'দ্য লাস্ট হুররে'-তে অভিনয় করছেন তিনি ৷ সেই নিয়ে তিনি খুবই উত্তেজিত ৷ একটি পোস্টে কাজল লিখেছিলেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমার পরবর্তী ছবি দুরন্ত রেবতীর সঙ্গে ৷"

আরও পড়ুন: Puja Parikrama : রঙিন ছাতা দিয়ে সাজানো নজরকাড়া মণ্ডপ পুরুলিয়া শহরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.