ETV Bharat / sitara

Javed Akhtar reacts to hijab row: বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত: হিজাব বিতর্কে জাভেদ

author img

By

Published : Feb 10, 2022, 2:28 PM IST

বোরখা বা হিজাবের (hijab row latest news) পক্ষে নন, তবে কিশোরীদের গুন্ডারা (Hooligans intimidating girls) যে ভাবে ভয় দেখাচ্ছে তাতে তিনি বিরক্ত ৷ হিজাব বিতর্কে মুখ খুলে একথা জানালেন জাভেদ আখতার (Javed Akhtar reacts to hijab row) ৷

Disgusted with Hooligans intimidating girls, Javed Akhtar reacts to hijab row
বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত: হিজাব বিতর্কে জাভেদ

মুম্বই, 10 ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে (hijab row latest news) তোলপাড় চলছে দেশজুড়ে ৷ সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা ৷ নিজেদের মত খোলাখুলি জানাচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ এমনকী বিতর্কের রেশ দেশের সীমান্ত অতিক্রম করে বাইরেও ছড়িয়ে পড়েছে ৷ সরব হয়েছেন আফগানিস্তানের সমাজকর্মী তথা নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই ৷ চুপ করে নেই বিনোদন জগৎও ৷ কমল হাসান থেকে শুরু করে রিচা চাড্ডা, ওনীরের পর এবার মুখ খুললেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar reacts to hijab row) ৷ তিনি নিজে বোরখা বা হিজাবের পক্ষে না হলেও, হিজাবের বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কড়া সমালোচনা করেছেন তিনি ৷

এই নিয়ে টুইটে সরব হয়ে জাভেদ আখতার লিখেছেন, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর (Hooligans intimidating girls) চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..."

  • I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity

    — Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity

— Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022

আরও পড়ুন: Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

এর আগে দক্ষিণী স্টার কমল হাসান (Kamal Haasan on hijab row) এ প্রসঙ্গে টুইটে লেখেন, "কর্নাটকে যেটা হচ্ছে সেটা হল অস্থিরতায় উস্কানি দেওয়া ৷ যে ছাত্ররা মিথ্যে বলছে না, তাদের মধ্যে ধর্মের বিষাক্ত দেওয়াল তৈরি করা হচ্ছে ৷ একটি দেওয়ালের ওপারে প্রতিবেশী রাজ্যে যেটা হচ্ছে তার আঁচ তামিলনাড়ুতে আসা উচিত নয় ৷ উন্নয়নশীল শক্তিকে এই সময়ই আরও বেশি যত্নবান হতে হবে ৷"

আরও পড়ুন: Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার

কর্নাটকে ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে ৷ উদুপির একটি কলেজের প্রিন্সিপাল ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন ৷ তারপর থেকে এই নিয়ে বিতর্ক গত কয়েকদিনে কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ উদুপি কলেজের পাঁচজন ছাত্রী হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ৷ কর্নাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া উত্তরীয় পরা নিষিদ্ধ বলে ঘোষণা করলেও, সে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্লাসে যোগ দেওয়ার দাবি জানাচ্ছেন ৷ হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু ছাত্রছাত্রী গেরুয়া উত্তরীয় পরে ক্লাস করার দাবি জানালে এই বিতর্ক আরও বড় আকার নেয় ৷

মুম্বই, 10 ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে (hijab row latest news) তোলপাড় চলছে দেশজুড়ে ৷ সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা ৷ নিজেদের মত খোলাখুলি জানাচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ এমনকী বিতর্কের রেশ দেশের সীমান্ত অতিক্রম করে বাইরেও ছড়িয়ে পড়েছে ৷ সরব হয়েছেন আফগানিস্তানের সমাজকর্মী তথা নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই ৷ চুপ করে নেই বিনোদন জগৎও ৷ কমল হাসান থেকে শুরু করে রিচা চাড্ডা, ওনীরের পর এবার মুখ খুললেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar reacts to hijab row) ৷ তিনি নিজে বোরখা বা হিজাবের পক্ষে না হলেও, হিজাবের বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কড়া সমালোচনা করেছেন তিনি ৷

এই নিয়ে টুইটে সরব হয়ে জাভেদ আখতার লিখেছেন, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর (Hooligans intimidating girls) চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..."

  • I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity

    — Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

এর আগে দক্ষিণী স্টার কমল হাসান (Kamal Haasan on hijab row) এ প্রসঙ্গে টুইটে লেখেন, "কর্নাটকে যেটা হচ্ছে সেটা হল অস্থিরতায় উস্কানি দেওয়া ৷ যে ছাত্ররা মিথ্যে বলছে না, তাদের মধ্যে ধর্মের বিষাক্ত দেওয়াল তৈরি করা হচ্ছে ৷ একটি দেওয়ালের ওপারে প্রতিবেশী রাজ্যে যেটা হচ্ছে তার আঁচ তামিলনাড়ুতে আসা উচিত নয় ৷ উন্নয়নশীল শক্তিকে এই সময়ই আরও বেশি যত্নবান হতে হবে ৷"

আরও পড়ুন: Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার

কর্নাটকে ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে ৷ উদুপির একটি কলেজের প্রিন্সিপাল ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন ৷ তারপর থেকে এই নিয়ে বিতর্ক গত কয়েকদিনে কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ উদুপি কলেজের পাঁচজন ছাত্রী হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ৷ কর্নাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া উত্তরীয় পরা নিষিদ্ধ বলে ঘোষণা করলেও, সে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্লাসে যোগ দেওয়ার দাবি জানাচ্ছেন ৷ হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু ছাত্রছাত্রী গেরুয়া উত্তরীয় পরে ক্লাস করার দাবি জানালে এই বিতর্ক আরও বড় আকার নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.