ETV Bharat / sitara

ভালো আছেন দিলীপ কুমার, হাসপাতাল থেকে ফিরলেন বাড়িতে - entertainment news

রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে ৷ রবিবার তিনি হাসপাতাল থেকে থেকে ছাড়া পেয়েছেন ৷ তিনি ভালো আছেন বলে জানিয়েছেন সায়রা বানু ৷

Dilip Kumar Discharged From Hospital After Routine Check-Up
ভালো আছেন দিলীপ কুমার, হাসপাতাল থেকে ফিরলেন বাড়িতে
author img

By

Published : May 3, 2021, 7:32 AM IST

মুম্বই, 3 মে: ভালো আছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ৷ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৷ রুটিন চেক-আপের জন্য দু দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ৷

সায়রা বানু জানান, শুক্রবার বিকেলে খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল 98 বছর বয়সি অভিনেতাকে ৷ রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে অভিনেত্রী জানিয়েছেন, "আমরা সবেমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম ৷ সব ঠিকঠাক আছে ৷ সাহেবের (দিলীপ কুমার) জন্য আপনারা প্রার্থনা করুন ৷"

কিংবদন্তি অভিনেতার পারিবারিক বন্ধু ফৈজ়ল ফারুকি জানিয়েছেন, নিয়মিত চেক-আপের জন্য দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ ফারুকির কথায়, "সাহেব ভালো আছেন ৷ আজ তাঁকে ছাড়া হয়েছে ৷ ভয়ের কোনও কারণ নেই ৷ এগুলি রুটিন পরীক্ষা ৷ তাঁর বয়সটা বেশি হওয়ায় সময়ে সময়ে এগুলো করাতে হয় ৷ তিনি ভালো আছেন ৷"

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন দিলীপ কুমারের ছোট দুই ভাই আসলাম খান (88) ও ঈশান খান (90) ৷

মুম্বই, 3 মে: ভালো আছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ৷ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৷ রুটিন চেক-আপের জন্য দু দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ৷

সায়রা বানু জানান, শুক্রবার বিকেলে খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল 98 বছর বয়সি অভিনেতাকে ৷ রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে অভিনেত্রী জানিয়েছেন, "আমরা সবেমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম ৷ সব ঠিকঠাক আছে ৷ সাহেবের (দিলীপ কুমার) জন্য আপনারা প্রার্থনা করুন ৷"

কিংবদন্তি অভিনেতার পারিবারিক বন্ধু ফৈজ়ল ফারুকি জানিয়েছেন, নিয়মিত চেক-আপের জন্য দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ ফারুকির কথায়, "সাহেব ভালো আছেন ৷ আজ তাঁকে ছাড়া হয়েছে ৷ ভয়ের কোনও কারণ নেই ৷ এগুলি রুটিন পরীক্ষা ৷ তাঁর বয়সটা বেশি হওয়ায় সময়ে সময়ে এগুলো করাতে হয় ৷ তিনি ভালো আছেন ৷"

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন দিলীপ কুমারের ছোট দুই ভাই আসলাম খান (88) ও ঈশান খান (90) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.