কলকাতা : ক্যারিয়ারের শুরুটা যেমনই হোক, একটা সময়ের পর থেকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব । তাই আজ তাঁর ঝুলিতে রোম্যান্টিক হিরো ছাড়াও অনেক চরিত্র । প্রথমবারের জন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন তিনি । ফুটবলার নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা গেল দেবকে ।
দেব নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ফার্স্ট লুক । লিখেছেন, "ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।"
-
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।🙏@dhrubo_banerjee @SVFsocial pic.twitter.com/b3OmXcrnFG
— Dev (@idevadhikari) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।🙏@dhrubo_banerjee @SVFsocial pic.twitter.com/b3OmXcrnFG
— Dev (@idevadhikari) February 5, 2020ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।🙏@dhrubo_banerjee @SVFsocial pic.twitter.com/b3OmXcrnFG
— Dev (@idevadhikari) February 5, 2020
নতুন লুকে খুবই পরিণত মনে হচ্ছে দেবকে । শারীরিক গঠনকে একেবারে ফুটবলারের মতো করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অভিনেতা । তার প্রমাণ পাওয়া গেল ছবিতে । গায়ের রংও বেশ কিছুটা ট্যান করা হয়েছে । ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এই ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন দেব ।
38 বছরের জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে মন দিয়েছেন দেব । হয়েছেন সাংসদ । আর কী কী চমক দেন দেব এখন সেটাই দেখার..