ETV Bharat / sitara

নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় এই লুকেই দেখা যাবে দেবকে - দেবের খবর

'গোলন্দাজ' ছবিতে এই প্রথমবার কোনও ফুটবলারের চরিত্রে দেখা যাবে দেবকে । প্রকাশ্যে এল ফার্স্ট লুক ।

Dev as nagenraprashad
Dev as nagenraprashad
author img

By

Published : Feb 5, 2020, 12:00 PM IST

কলকাতা : ক্যারিয়ারের শুরুটা যেমনই হোক, একটা সময়ের পর থেকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব । তাই আজ তাঁর ঝুলিতে রোম্যান্টিক হিরো ছাড়াও অনেক চরিত্র । প্রথমবারের জন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন তিনি । ফুটবলার নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা গেল দেবকে ।

দেব নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ফার্স্ট লুক । লিখেছেন, "ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।"

  • ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।🙏@dhrubo_banerjee @SVFsocial pic.twitter.com/b3OmXcrnFG

    — Dev (@idevadhikari) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন লুকে খুবই পরিণত মনে হচ্ছে দেবকে । শারীরিক গঠনকে একেবারে ফুটবলারের মতো করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অভিনেতা । তার প্রমাণ পাওয়া গেল ছবিতে । গায়ের রংও বেশ কিছুটা ট্যান করা হয়েছে । ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এই ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন দেব ।

38 বছরের জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে মন দিয়েছেন দেব । হয়েছেন সাংসদ । আর কী কী চমক দেন দেব এখন সেটাই দেখার..

কলকাতা : ক্যারিয়ারের শুরুটা যেমনই হোক, একটা সময়ের পর থেকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব । তাই আজ তাঁর ঝুলিতে রোম্যান্টিক হিরো ছাড়াও অনেক চরিত্র । প্রথমবারের জন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন তিনি । ফুটবলার নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা গেল দেবকে ।

দেব নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ফার্স্ট লুক । লিখেছেন, "ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।"

  • ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।🙏@dhrubo_banerjee @SVFsocial pic.twitter.com/b3OmXcrnFG

    — Dev (@idevadhikari) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন লুকে খুবই পরিণত মনে হচ্ছে দেবকে । শারীরিক গঠনকে একেবারে ফুটবলারের মতো করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অভিনেতা । তার প্রমাণ পাওয়া গেল ছবিতে । গায়ের রংও বেশ কিছুটা ট্যান করা হয়েছে । ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এই ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন দেব ।

38 বছরের জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে মন দিয়েছেন দেব । হয়েছেন সাংসদ । আর কী কী চমক দেন দেব এখন সেটাই দেখার..

Intro:Body:

নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় এই লুকেই দেখা যাবে দেবকে



'গোলন্দাজ' ছবিতে এই প্রথমবার কোনও ফুটবলারের চরিত্রে দেখা যাবে দেবকে । প্রকাশ্যে এল ফার্স্ট লুক ।



কলকাতা : ক্যারিয়ারের শুরুটা যেমনই হোক, একটা সময়ের পর থেকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব । তাই আজ তাঁর ঝুলিতে রোম্যান্টিক হিরো ছাড়াও অনেক চরিত্র । প্রথমবারের জন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন তিনি । ফুটবলার নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা গেল দেবকে ।



দেব নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ফার্স্ট লুক । লিখেছেন, "ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।"



নতুন লুকে খুবই পরিণত মনে হচ্ছে দেবকে । শারীরিক গঠনকে একেবারে ফুটবলারের মতো করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অভিনেতা । তার প্রমাণ পাওয়া গেল ছবিতে । গায়ের রংও বেশ কিছুটা ট্যান করা হয়েছে ।



38 বছরের জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে মন দিয়েছেন দেব । হয়েছেন সাংসদ । আর কী কী চমক দেন দেব এখন সেটাই দেখার..




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.