কলকাতা, 16 এপ্রিল: আবারও একটা দুরন্ত ছবি উপহার দিতে চলেছেন অভিনেতা দেব ৷ তাঁর আপকামিং ফিল্ম গোলন্দাজের টিজ়ার সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ এই ফিল্মে উসকে দেওয়া হয়েছে বাঙালির ফুটবল আবেগকে ৷
বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল ৷ সেই ফুটবল নিয়েই পরবর্তী ফিল্ম দেবের ৷ নববর্ষে মুক্তি পেয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির টিজ়ার ৷ 1 মিনিট 17 সেকেন্ডের টিজ়ার বেশ ইমপ্রেসিভ লেগেছে সিনেপ্রেমীদের কাছে ৷
ছবিতে তুলে ধরা হয়েছে স্বাধীনতার আগের প্রেক্ষাপট ৷ দেব জনৈক ফুটবল খোলায়াড় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী বড় পর্দায় তুলে ধরবেন ৷ দেশে ফুটবলের আমেজ তিনিই প্রথম এনেছিলেন বলে মনে করা হয় ৷ সেই মানুষটির জীবকাহিনীই প্রকাশ পাবে গোলন্দাজে ৷
দেব ছাড়াও অনির্বাণ, ইশা সাহা ও ইন্দ্রাশিস রায়কে দেখা যাবে এই ফিল্মে ৷ টিজ়ারে তাঁদের প্রত্যেককেই এক ঝলক করে দেখা গিয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গত কয়েক বছর ধরেই অন্য ঘরানার ছবি করছেন দেব ৷ ব্যক্তিক্রমী চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে ৷ আপাতত তাঁর নয়া প্রচেষ্টা গোলন্দাজের অধীর অপেক্ষায় এখন ভক্তরা ৷