কলকাতা : অভিনয় আর নাচের পাশাপাশি ফিটনেস ফ্রিক দেবলীনা কুমার । সোশাল মিডিয়ার মাধ্যমে সবাইকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করেন তিনি । নিজেও প্রতিদিন বিভিন্ন অর্গ্যানিক উপায় সুস্থ আর সতেজ থাকেন দেবলীনা । তার প্রভাব তাঁর ফিগারেও পড়ে ।
দেবলীনার পেটানো শরীর ঈর্ষনীয় । তবে এই ফিগার পেতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে, মেদ ঝরাতে হয়েছে । ফলে দেবলীনার শরীরে স্ট্রেচমার্ক পড়েছে ।
![Deblina kumar stretch mark](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10427527_deb.jpg)
শরীরের মেদ হঠাৎ কমে গেলে চামড়া কুঁচকে যায় । সেই কোঁচকানো চামড়া আঁচড়ের মতো লেগে থাকে শরীরে । সেগুলোকেই স্ট্রেচমার্ক বলে । মেদ ঝরানোর ফলে দেবলীনার শরীরেও তেমন স্ট্রেচমার্ক তৈরি হয়েছে এবং সেই নিয়ে কোনও অস্বস্তি নেই অভিনেত্রীর ।
তাঁর সোশাল মিডিয়া পোস্টে তাই স্পষ্ট দেখা যায় স্ট্রেচমার্ক । তবে এই দাগ দেখে অনেকেই অন্য মানে খোঁজার চেষ্টা করেন, নোংরা ইঙ্গিত করার চেষ্টা করেন । তাই আগেভাগেই সাবধান করে দিলেন দেবলীনা ।
লিখে দিলেন, "এই স্ট্রেচমার্ক গুলো আমার শারীরিক পরিবর্তনের সাক্ষী । তাই দয়া করে বোকা বোকা কমেন্ট করবেন না ।" যদিও তাতে লাভ হয়নি খুব একটা । অনেকেই "বোকা বোকা" মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স ।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">