লস অ্যাঞ্জলস : কোরোনার কারণে বিশ্বব্যাপী কোনও সিনেমার রিলিজ় নেই । আর সেই কারণে 2021 সালের অস্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে । খবরটি জানা যাচ্ছে IANS সূত্রে ।
2021 -এর 28 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে 2020 সালের ছবিগুলোকে পুরস্কার দেওয়া হত । তবে আয়োজকরা বিষয়টি নিয়ে আপাতত আলোচনা করছেন । মে বা জুনে অনুষ্ঠানটি আয়োজন করার প্রস্তাব দিয়েছেন সকলে ।
মোটামুটি গরম কালের পর থেকেই শুরু হয় অস্কারের প্রস্তুতি পর্ব । নভেম্বর বা ডিসেম্বর নাগাদ স্টুডিয়োগুলো তাদের নির্বাচিত ছবি পাঠাতে শুরু করে প্রতিযোগিতায়। জানুয়ারিতে ছবিগুলিকে ভোট করেন অ্যাকাডেমির মেম্বাররা ।
বিশ্বজুড়ে চলা এই অতিমারীতে অনেক সিনেমার মুক্তি পিছিয়েছে । আর সেই কারণেই অস্কার কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত । এই বছরের শেষ বা 2021-এর শুরুতে ছবি জমা করলেও যাতে সেগুলিকে প্রতিযোগিতায় সামিল করা যায়, সেই জন্য অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা ।
হলিউডের 'নো টাইম টু ডাই', 'টপ গান : মাভেরিক' বা 'ব্ল্যাক উইডো'-র মতো ছবিগুলোর রিলিজ় পিছিয়েছে । বলিউডেও একাধিক ছবি যেমন, 'সূর্যবংশী' বা 'গুলাবো সিতাবো'-র মুক্তি পিছিয়েছে । সব দিক বিবেচনা করেই উপযুক্ত পদক্ষেপ নেবেন অ্যাকাডেমির মেম্বাররা ।