কলকাতা : কলকাতা এখন রেড জ়োন । সেখানে প্রতিদিনই বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল আবাসনে থাকেন টলিউডের একঝাঁক তারকা । থাকেন অরিন্দম শীল, রচনা ব্যানার্জি, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও পায়েল সরকারের মতো তারকা । আর এবার তাঁদের সেই আবাসনেও থাবা বসাল কোরোনা । কোরোনায় আক্রান্ত তাঁদের আবাসনের এক ব্যক্তি । এ বিষয় নিয়ে কথা বলতে ETV ভারত সিতারার তরফে যোগাযোগ করা হয়েছিল রচনা ব্যানার্জি ও অরিন্দম শীলের সঙ্গে ।
কয়েকদিন আগেই আবাসন সংলগ্ন এলাকার দুস্থদের সাহায্য করেছিলেন রচনা । তিনি বলেন, "এই যে আমাদের এখানে একজন আক্রান্ত হয়েছেন, এটা কিন্তু আমার কাছে আশ্চর্যের বিষয় নয় । প্রত্যেকের ঘরে ঘরে এখন কোরোনা হচ্ছে । এটা একটা ভাইরাস । এবং এটাকে নিয়েই আমাদের বাঁচতে হবে । ডেঙ্গির মতো হয়ে গিয়েছে । এটা নিয়ে হাইপার হওয়ার বিষয় নেই । মর্নিং ওয়াক করছি, সব কিছুই করছি । আমাদের এখানে 1700টি ফ্ল্যাট রয়েছে । সেখানে যে এতদিন হয়নি, সেটাই আশ্চর্য লাগছে । কলকাতা শহরে তো কোথাও বাকি নেই । সব জায়গাতেই হয়ে রয়েছে । এর জন্য নিজেকে ঠিক রাখতে হবে । হাইজিন মেনে চলতে হবে । আমি তো বেরোচ্ছি । কাজ থাকে, বেরোতে হয় । বাড়িতে বসে থাকলে জীবন তো চলবে না । আমাদের তো বাঁচতে হবে ।"
আবাসনের যেই টাওয়ারে রাজ ও শুভশ্রী থাকেন সেখানেই কোরোনায় আক্রান্ত হয়েছেন এক বাসিন্দা । এছাড়া এই আবাসনেই থাকেন অরিন্দম শীলও । এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আবাসনে এত নিয়ম । তার মধ্যেও একজন কোরোনায় আক্রান্ত হলেন । আমি তো প্রায় একমাস আবাসনের বাইরে যাইনি । গতকাল থেকে নিচে হাঁটাও বন্ধ করে দিয়েছি । আপনারা কিন্তু সাবধানে থাকবেন ।"