ETV Bharat / sitara

লকডাউনের জেরে কী অবস্থা সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির ?

author img

By

Published : Jun 1, 2020, 10:05 PM IST

মাল্টিপ্লেক্সের সঙ্গে দৌড়ে অনেকদিন আগেই পিছিয়ে পড়েছিল সিঙ্গল স্ক্রিনগুলি । বন্ধ হয়ে যাচ্ছিল একের পর এক সিনেমা হল । আর সেই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় কোরোনা । এখন কী অবস্থায় রয়েছে হলগুলি ? সেই ছবি তুলে ধরতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল কলকাতার একাধিক সিনেমা হলে ।

sdf
sdf

কলকাতা : লকডাউনের প্রায় দু'মাস ধরে বন্ধ সিনেমা হলগুলি । মাল্টিপ্লেক্সগুলির পাশাপাশি বন্ধ রয়েছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলিও । এই পরিস্থিতির মধ্যে কী অবস্থায় রয়েছে হলগুলি ? সেই ছবি তুলে ধরতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল কলকাতার একাধিক সিনেমা হলে ।

মাল্টিপ্লেক্সের সঙ্গে দৌড়ে অনেকদিন আগেই পিছিয়ে পড়েছিল সিঙ্গল স্ক্রিনগুলি । বন্ধ হয়ে যাচ্ছিল একের পর এক সিনেমা হল । আর সেই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় কোরোনা । এ নিয়ে কী ভাবছেন সিঙ্গল স্ক্রিন মালিকরা ? তা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তর সঙ্গে । তিনি বলেন, "বন্ধ রাখতে হচ্ছে, এটাই সিদ্ধান্ত হয়েছে । বিনোদন জগৎ আসল ধাক্কাটা খেয়েছে । সবার আগে বন্ধ হয়েছে, সবার শেষে খুলবে । যত দিন যাচ্ছে, বিষয়টা বাড়ছে । কবে খুলবে আমরা নিশ্চিত নই । যাঁরা এই সংস্থাগুলো চালান, খুব চিন্তায় আছেন । মানুষকে মাইনে দেওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে । আমি নিজে একটা পর্যায়ে দাঁড়িয়ে মাইনে দিতে পেরেছি । আমাদের সব জায়গা খালি রেখে দেওয়া হচ্ছে না । 7 থেকে 8 জন কর্মী নিয়ে কাজ চালাতে হচ্ছে । ওঁদের একটা পেমেন্ট করা হচ্ছে । তাও ডিসকাউন্টেড লেভেলে ।"

আর এ প্রসঙ্গে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের মালিক নবীন চোখানি বলেন, "যতক্ষণ না সরকার কিছু বলে, ততক্ষণ আমাদের তো কিছু করার নেই । আমাদের মধ্যে আশা আছে, কী হয়তো হলও খোলার অনুমতি দেবে।"

সিনেমা হল বন্ধ থাকায় OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি । যদিও এই বিষয়টা নিয়ে এখনও দ্বিধাবিভক্ত বাংলা চলচ্চিত্র জগৎ । এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, "হল মালিক হিসেবে আমাদের দিক থেকে আমরা চেঁচামেচি করব । দর্শকের OTT-তে ছবি দেখার অভ্যাস হয়ে যাচ্ছে । কিন্তু যেসব প্রযোজকদের ছবিগুলো তৈরি আছে, তাঁরা টাকা খরচ করে ফেলেছেন । অনেকে ধারও করেছেন । সেটা কতদিন তাঁরা ধরে রাখবেন । তার জন্য যদি অর্থের বিনিময়ে OTT-তে দিতে পারেন, তখন হয়তো অনেকেই ছেড়ে দেবেন । কিন্তু বড় ছবি কেউ এখনও OTT-তে রিলিজ় করবেন না ।"

দেখুন ভিডিয়ো

সিনেমা হলে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে কী ভাবছেন মালিক পক্ষ ? এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, "আমাদের তরফে সেটা করার চেষ্টা করব । কম সংখ্যক টিকিট বিক্রি করব । কিন্তু দর্শকেও ব্যাপারটা মানতে হবে । তাঁরা যদি চান একটা করে সিট ছেড়ে বসবেন তাহলে হবে ।" এ বিষয়ে নবীন চোখানি বলেন, "আমরা খুব কম সংখ্যক টিকিট বিক্রি করব বলে ভেবেছি । এতে যে একটা লস হবে, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই । দর্শকদের সেফটিও দেখতে হবে আমাদের । লস-প্রফিট অনেক কিছুই থাকবে, সেটা আমরা করে নেব । তবে টিকিটের দাম বাড়াব না ।"

সিনেমা হল খোলা প্রসঙ্গে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, "কবে হল খুলবে এখনও কোনও খবর নেই । পুরোটাই সরকারের সিদ্ধান্ত । অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে । এক্ষেত্রে হল পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু হল মালিকদের । তবে আমফানে হলের প্রচুর ক্ষতি হয়েছে । তার মধ্যে রয়েছে বাড়ুইপুরের হল ও কাকদ্বীপের হাউজ় । সিঙ্গলপ্লেক্সও ক্ষতিগ্রস্ত হচ্ছে । খুললেই বা কত দর্শক হলে আসবেন, সেটাও আমরা জানি না ।"

কলকাতা : লকডাউনের প্রায় দু'মাস ধরে বন্ধ সিনেমা হলগুলি । মাল্টিপ্লেক্সগুলির পাশাপাশি বন্ধ রয়েছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলিও । এই পরিস্থিতির মধ্যে কী অবস্থায় রয়েছে হলগুলি ? সেই ছবি তুলে ধরতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল কলকাতার একাধিক সিনেমা হলে ।

মাল্টিপ্লেক্সের সঙ্গে দৌড়ে অনেকদিন আগেই পিছিয়ে পড়েছিল সিঙ্গল স্ক্রিনগুলি । বন্ধ হয়ে যাচ্ছিল একের পর এক সিনেমা হল । আর সেই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় কোরোনা । এ নিয়ে কী ভাবছেন সিঙ্গল স্ক্রিন মালিকরা ? তা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তর সঙ্গে । তিনি বলেন, "বন্ধ রাখতে হচ্ছে, এটাই সিদ্ধান্ত হয়েছে । বিনোদন জগৎ আসল ধাক্কাটা খেয়েছে । সবার আগে বন্ধ হয়েছে, সবার শেষে খুলবে । যত দিন যাচ্ছে, বিষয়টা বাড়ছে । কবে খুলবে আমরা নিশ্চিত নই । যাঁরা এই সংস্থাগুলো চালান, খুব চিন্তায় আছেন । মানুষকে মাইনে দেওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে । আমি নিজে একটা পর্যায়ে দাঁড়িয়ে মাইনে দিতে পেরেছি । আমাদের সব জায়গা খালি রেখে দেওয়া হচ্ছে না । 7 থেকে 8 জন কর্মী নিয়ে কাজ চালাতে হচ্ছে । ওঁদের একটা পেমেন্ট করা হচ্ছে । তাও ডিসকাউন্টেড লেভেলে ।"

আর এ প্রসঙ্গে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের মালিক নবীন চোখানি বলেন, "যতক্ষণ না সরকার কিছু বলে, ততক্ষণ আমাদের তো কিছু করার নেই । আমাদের মধ্যে আশা আছে, কী হয়তো হলও খোলার অনুমতি দেবে।"

সিনেমা হল বন্ধ থাকায় OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি । যদিও এই বিষয়টা নিয়ে এখনও দ্বিধাবিভক্ত বাংলা চলচ্চিত্র জগৎ । এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, "হল মালিক হিসেবে আমাদের দিক থেকে আমরা চেঁচামেচি করব । দর্শকের OTT-তে ছবি দেখার অভ্যাস হয়ে যাচ্ছে । কিন্তু যেসব প্রযোজকদের ছবিগুলো তৈরি আছে, তাঁরা টাকা খরচ করে ফেলেছেন । অনেকে ধারও করেছেন । সেটা কতদিন তাঁরা ধরে রাখবেন । তার জন্য যদি অর্থের বিনিময়ে OTT-তে দিতে পারেন, তখন হয়তো অনেকেই ছেড়ে দেবেন । কিন্তু বড় ছবি কেউ এখনও OTT-তে রিলিজ় করবেন না ।"

দেখুন ভিডিয়ো

সিনেমা হলে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে কী ভাবছেন মালিক পক্ষ ? এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, "আমাদের তরফে সেটা করার চেষ্টা করব । কম সংখ্যক টিকিট বিক্রি করব । কিন্তু দর্শকেও ব্যাপারটা মানতে হবে । তাঁরা যদি চান একটা করে সিট ছেড়ে বসবেন তাহলে হবে ।" এ বিষয়ে নবীন চোখানি বলেন, "আমরা খুব কম সংখ্যক টিকিট বিক্রি করব বলে ভেবেছি । এতে যে একটা লস হবে, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই । দর্শকদের সেফটিও দেখতে হবে আমাদের । লস-প্রফিট অনেক কিছুই থাকবে, সেটা আমরা করে নেব । তবে টিকিটের দাম বাড়াব না ।"

সিনেমা হল খোলা প্রসঙ্গে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, "কবে হল খুলবে এখনও কোনও খবর নেই । পুরোটাই সরকারের সিদ্ধান্ত । অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে । এক্ষেত্রে হল পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু হল মালিকদের । তবে আমফানে হলের প্রচুর ক্ষতি হয়েছে । তার মধ্যে রয়েছে বাড়ুইপুরের হল ও কাকদ্বীপের হাউজ় । সিঙ্গলপ্লেক্সও ক্ষতিগ্রস্ত হচ্ছে । খুললেই বা কত দর্শক হলে আসবেন, সেটাও আমরা জানি না ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.