ETV Bharat / sitara

উচ্ছ্বসিত চন্দন - চন্দন রায় সান্যালের খবর

উচ্ছ্বসিত অভিনেতা চন্দন রায় সান্যাল । কিন্তু কেন ? কারণ পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর বাংলা থ্রিলার 'রক্ত রহস্য' ।

chandan roy sanyal in bengali film
chandan roy sanyal in bengali film
author img

By

Published : Oct 14, 2020, 8:03 AM IST

মুম্বই : বাঙালি হলেও চন্দন রায় সান্যালকে বেশিরভাগ সময়ে হিন্দি ছবিতেই কাজ করতে দেখা যায় । সম্প্রতি একটি হিন্দি ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি । তবে এবার তিনি বাংলা ছবিতে । 'রক্ত রহস্য' ছবিতে কোয়েলের বিপরীতে অভিনয় করবেন চন্দন । উচ্ছ্বসিত অভিনেতা ।

IANS-কে চন্দন বলেন, "নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা রহস্যের গল্প, রক্তের রহস্য । আমার চরিত্রের রংটা বেশ । কোয়েলের বিপরীতে একটি রোম্যান্টিক পার্ট । বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী ও ।"

লকডাউনের পর খুলছে সিনেমা হল । প্রথম লটের সিনেমাগুলোর মধ্যে সৌকর্য ঘোষাল পরিচালিত এই 'রক্ত রহস্য' অন্যতম । ছবিটির ট্রেলার ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের ।

চন্দন বললেন, "লকডাউনের পর একেবারে প্রথম লটের সিনেমা এটি । তাই আমি খুব উচ্ছ্বসিত । সবাইকে বলব, এমন এক বিষয়ের ছবি, সিনেমা হলে গিয়েই যেন দেখেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দুর্গাপুজোয় বাংলা সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত । সিনেমা হল খোলার জন্য অনেক নিয়ম মানতে হবে ঠিকই, তবে দর্শক উৎসাহ হারাবেন না, আশাবাদী টলিপাড়া ।

মুম্বই : বাঙালি হলেও চন্দন রায় সান্যালকে বেশিরভাগ সময়ে হিন্দি ছবিতেই কাজ করতে দেখা যায় । সম্প্রতি একটি হিন্দি ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি । তবে এবার তিনি বাংলা ছবিতে । 'রক্ত রহস্য' ছবিতে কোয়েলের বিপরীতে অভিনয় করবেন চন্দন । উচ্ছ্বসিত অভিনেতা ।

IANS-কে চন্দন বলেন, "নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা রহস্যের গল্প, রক্তের রহস্য । আমার চরিত্রের রংটা বেশ । কোয়েলের বিপরীতে একটি রোম্যান্টিক পার্ট । বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী ও ।"

লকডাউনের পর খুলছে সিনেমা হল । প্রথম লটের সিনেমাগুলোর মধ্যে সৌকর্য ঘোষাল পরিচালিত এই 'রক্ত রহস্য' অন্যতম । ছবিটির ট্রেলার ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের ।

চন্দন বললেন, "লকডাউনের পর একেবারে প্রথম লটের সিনেমা এটি । তাই আমি খুব উচ্ছ্বসিত । সবাইকে বলব, এমন এক বিষয়ের ছবি, সিনেমা হলে গিয়েই যেন দেখেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দুর্গাপুজোয় বাংলা সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত । সিনেমা হল খোলার জন্য অনেক নিয়ম মানতে হবে ঠিকই, তবে দর্শক উৎসাহ হারাবেন না, আশাবাদী টলিপাড়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.