মুম্বই, 12 অক্টোবর: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর বড় পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় আপাতত জেলবন্দি ৷ এই ঘটনায় বলিউডের বাদশার ভাবমূর্তির উপর প্রভাব পড়তে শুরু করেছে ৷ আরিয়ানের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাঁর বাবাকে আর নিজেদের বিজ্ঞাপনে না-দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এড-টেক কোম্পানি বাইজু'স (Byju's) ৷ শাহরুখকে তারা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের পদ থেকেও সরিয়ে দেবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট করা হয়নি ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কিং খানের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের সেলেবরা ৷
মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ সলমন খান, হৃত্বিক রোশন, সুজান খান, ফারহা খান, শেখর সুমন, রাজ বব্বর-সহ আরও অনেকে শাহরুখ ও গৌরীকে শক্ত থাকার বার্তা দিয়েছেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷
ছেলে গ্রেফতার হওয়ার পর আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি শাহরুখ খানকে ৷ তিনি তাঁর পেশাদার জীবনের সব কাজ স্থগিত রেখেছেন ৷ এমনকী স্পেনে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফিল্মের শুটিং-ও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান ৷ এরই মধ্যে বাইজু'সে যে সব বিজ্ঞাপনে শাহরুখের উপস্থিতি রয়েছে, সেগুলি স্থগিত রেখেছে এই কোম্পানি ৷ এই ঘটনায় কিং খানের পাশে দাঁড়িয়েছেন আলি ফজল (Ali Fazal)৷ পিংক ফ্লয়েডের জনপ্রিয় গানের উল্লেখ করে তিনি লিখেছেন, "বাইজু হল দেওয়ালের আর একটা ইট...আজ আমার হেডফোনের থেকেও জোরে তারা বাজছে ৷" গানটির কথাগুলি হল, "উই ডোন্ট নিড নো এডুকেশন ৷" আলি ফজলের টুইটটি রিটুইট করেছেন রিচা চাড্ডা ৷
আরও পড়ুন: Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার
অঞ্জনা সুখানি তাঁর টুইটে লিখেছেন, "বন্ধুরা, শাহরুখের জনপ্রিয়তা, চার্মের কোনও বিকল্প হয় না ৷ তিনি কিং খান হিসেবে যে অবদান রেখেছেন, তার মূল্য তাঁর বর্তমান দুঃখজনক ঘটনার থেকে অনেক বেশি ৷ বিশ্বজুড়ে তাঁর ভক্ত ও অনুগামীদের শক্তিকে ছোট বলে মনে করবেন না ৷"
-
Dear brands @iamsrk s popularity, reach n charm is irreplaceable , the value he brings on the table as kingkhan is way above the tragedy currently he is facing ... Dont underestimate the power of the love his fans and admirers have for him across the globe n beyond.
— anjana sukhani (@anjanasukhani) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear brands @iamsrk s popularity, reach n charm is irreplaceable , the value he brings on the table as kingkhan is way above the tragedy currently he is facing ... Dont underestimate the power of the love his fans and admirers have for him across the globe n beyond.
— anjana sukhani (@anjanasukhani) October 10, 2021Dear brands @iamsrk s popularity, reach n charm is irreplaceable , the value he brings on the table as kingkhan is way above the tragedy currently he is facing ... Dont underestimate the power of the love his fans and admirers have for him across the globe n beyond.
— anjana sukhani (@anjanasukhani) October 10, 2021
টিভি অভিনেতা নকুল মেহতা (Nakuul Mehta) বাইজু'সকে একহাত নিয়ে লিখেছেন, "খুনের অভিযোগে ছেলে গ্রেফতার হওয়ার পর মন্ত্রীকে সরিয়ে দেওয়া হল ! ক্লাস, বাইজু'স ৷"
আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার
ডিজাইনার ফারাহ খান আলি আবার লিখেছেন, "যে ব্র্যান্ডগুলি এসআরকে-র বিজ্ঞাপন তুলে নিচ্ছে, তাদের সম্পর্কে কিছু পড়ুন ৷ যে ব্র্যান্ডগুলো এই কাজ করছে, তাদের থেকে ব্র্যান্ড এসআরকে অনেক বড় ব্র্যান্ড ৷ আরও শক্তিশালী হোন শাহরুখ খান ৷"
আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের
-
Read something about some brand pulling out SRK ads.
— Farah Khan (@FarahKhanAli) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Brand SRK is bigger than the brand that pulled out so too bad for that brand 😃😜
More power to @iamsrk 🤗
">Read something about some brand pulling out SRK ads.
— Farah Khan (@FarahKhanAli) October 10, 2021
The Brand SRK is bigger than the brand that pulled out so too bad for that brand 😃😜
More power to @iamsrk 🤗Read something about some brand pulling out SRK ads.
— Farah Khan (@FarahKhanAli) October 10, 2021
The Brand SRK is bigger than the brand that pulled out so too bad for that brand 😃😜
More power to @iamsrk 🤗
এ দিকে, সোমবারও মুক্তি পাননি আরিয়ান খান ৷ তাঁর জামিনের জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন (Bail plea) করেছিলেন তাঁর আইনজীবী ৷ মামলার শুনানি যাতে গতকালই হয়, সেই চেষ্টাও করা হয়েছিল ৷ তবে এনসিবি এ ব্যাপারে তাদের বিবৃতি দিতে না-পারায়, আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী বুধবার ৷ এই আবেদন মঞ্জুর না-হলে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবী ৷
আরও পড়ুন: Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !