ETV Bharat / sitara

'গালি বয়' ছবিতে রণবীর-আলিয়ার চুম্বন দৃশ্য় নিয়ে আপত্তি CBFC-এর - cbfc

আর ঠিক দু'দিন পরেই মুক্তি পাবে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'গালি বয়'। ছবির গান ইতিমধ্য়েই জনপ্রিয় হয়েছে। রণবীরের ব়্য়াপের ভক্ত হয়ে পরেছেন অনেকে। মাঝখান থেকে বাদ সাধল দা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।

gully boy
author img

By

Published : Feb 12, 2019, 3:24 PM IST

এই ছবিকে ঘুরে যখন উত্তেজনা চরমে, তখনই CBFC-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য় দেখানো যাবে না। এছাড়াও আরও বেশ কিছু দৃশ্য় ছবি থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে CBFC। ইতিমধ্য়েই ১৩ সেকেন্ডের একটি দৃশ্য় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছবিতে বলা কিছু শব্দ নিয়েও আপত্তি তুলেছে CBFC। সূত্রের খবর অনুযায়ী, শেষ মুহূর্তেই এইসব দৃশ্য় বাদ দিতে হচ্ছে ছবিনির্মাতাদের। ইতিমধ্য়ে বার্লিন ফিল্ম ফেস্টিভালে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে ছবিটি।


এই ছবিকে ঘুরে যখন উত্তেজনা চরমে, তখনই CBFC-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য় দেখানো যাবে না। এছাড়াও আরও বেশ কিছু দৃশ্য় ছবি থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে CBFC। ইতিমধ্য়েই ১৩ সেকেন্ডের একটি দৃশ্য় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছবিতে বলা কিছু শব্দ নিয়েও আপত্তি তুলেছে CBFC। সূত্রের খবর অনুযায়ী, শেষ মুহূর্তেই এইসব দৃশ্য় বাদ দিতে হচ্ছে ছবিনির্মাতাদের। ইতিমধ্য়ে বার্লিন ফিল্ম ফেস্টিভালে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে ছবিটি।


Intro:Body:

আর ঠিক দু'দিন পরেই মুক্তি পাবে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'গালি বয়'। ছবির গান ইতিমধ্য়েই জনপ্রিয় হয়েছে। রণবীরের ব়্য়াপের ভক্ত হয়ে পরেছেন অনেকে। মাঝখান থেকে বাদ সাধল দা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।



এই ছবিকে ঘুরে যখন উত্তেজনা চরমে, তখনই CBFC-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য় দেখানো যাবে না। এছাড়াও আরও বেশ কিছু দৃশ্য় ছবি থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে CBFC। ইতিমধ্য়েই ১৩ সেকেন্ডের একটি দৃশ্য় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।



ছবিতে বলা কিছু শব্দ নিয়েও আপত্তি তুলেছে CBFC। সূত্রের খবর অনুযায়ী, শেষ মুহূর্তেই এইসব দৃশ্য় বাদ দিতে হচ্ছে ছবিনির্মাতাদের। ইতিমধ্য়ে বার্লিন ফিল্ম ফেস্টিভালে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে ছবিটি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.