এই ছবিকে ঘুরে যখন উত্তেজনা চরমে, তখনই CBFC-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য় দেখানো যাবে না। এছাড়াও আরও বেশ কিছু দৃশ্য় ছবি থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে CBFC। ইতিমধ্য়েই ১৩ সেকেন্ডের একটি দৃশ্য় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছবিতে বলা কিছু শব্দ নিয়েও আপত্তি তুলেছে CBFC। সূত্রের খবর অনুযায়ী, শেষ মুহূর্তেই এইসব দৃশ্য় বাদ দিতে হচ্ছে ছবিনির্মাতাদের। ইতিমধ্য়ে বার্লিন ফিল্ম ফেস্টিভালে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে ছবিটি।