কান (ফ্রান্স): কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2021) মতো একটা আন্তর্জাতিক মঞ্চ ৷ যার দিকে তাকিয়ে থাকে গোটা পৃথিবী ৷ কখন ক্লাইম্যাক্স ভেঙে ঘোষণা হবে সেরাদের নাম, সেই অপেক্ষায় গায়ের রক্ত টগবগ করে ফুটতে থাকে ৷ আর সেই মঞ্চেই কি না এত বড় ভুল ! সর্বোচ্চ পুরস্কারটি কার ঝুলিতে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে ইচ্ছে করে বিলম্ব করাই যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চেনা ছবি ৷ তবে কানের মতো মঞ্চে অনেক আগেই ভুল করে সেই ঘোষণা করে ফেললেন স্বয়ং জুরি প্রেসিডেন্ট স্পাইক লি ৷ মুখ ফসকে বলে ফেললেন, এ বার পাম ডি'অর (Palme d’Or) পাচ্ছে জুলিয়া ডুকর্নোর (Julia Ducournau) টিটান (Titane) ৷
আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কয়েক মুহূর্তের জন্য সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ৷ মনের মধ্যে ধন্ধ দানা বাঁধে ৷ আনুষ্ঠানিক ঘোষণা না-হওয়া পর্যন্ত পুরস্কার নিতে মঞ্চেও ওঠেননি ফরাসি চিত্রনির্মাতা জুলিয়া ৷ তবে এত কিছুর পরও এই বিরল সম্মান জয়ের আনন্দে আবেগকে ধরে রাখতে পারেননি তিনি ৷ তিনিই হলেন দ্বিতীয় মহিলা চিত্র পরিচালক যিনি সিনেমার জগতে এই সর্বোচ্চ পুরস্কার জিতলেন ৷ তাঁর আগে 1993 সালে দ্য পিয়ানো ফিল্মের জন্য এই পুরস্কার পেয়েছিলেন জেন ক্যাম্পিয়ন ৷ যৌনতা ও হিংসায় ভরা ছবি টিটানে এক নারী খুনির গল্প বলা হয়েছে ৷ একটি গাড়ি দুর্ঘটনার থেকে বেঁচে ফেরার পর গাড়ির সঙ্গেই যৌন আবেগে জড়িয়ে পড়েন সেই যুবতী ৷
প্রথম যাঁকে পুরস্কার দেওয়া হবে, তাঁর নাম ঘোষণা করতে বলা হয়েছিল জুরি প্রেসিডেন্ট লিকে ৷ কিন্তু তিনি ভুল করে সেই সন্ধের অন্তিম পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে ফেলেন ৷ তাঁর এই কাণ্ড দেখে মাথা নাড়তে থাকেন তাঁর সহযোগী জুরি মাটি ডায়োপ ৷ আর অন্যরা ছুটে গিয়ে থামানোর চেষ্টা করেন লি-কে ৷ এই নিয়ে শোরগোল পড়ে যায় কানের মঞ্চে ৷
এ বার একনজরে দেখে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসব 2021 সালের পুরস্কার বিজেতাদের তালিকা (Cannes 2021 Winners List)...
পাম ডি'অর : টিটান, জুলিয়া ডুকর্নো
অভিনেতা : ক্যালেব ল্যান্ড্রি জোনস, নিতরাম
অভিনেত্রী : রিনেট রেইনসভে, দ্য ওয়ার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড
পরিচালক : লিওস কারাক্স, অ্যানেট
গ্রাঁ প্রিঁ : আ হিরো, অসগর ফরহাদি ও কমপার্টমেন্ট নম্বর 6, জুহো কুয়োসমানেন
জুরি পুরস্কার : আহেডস নি, নাদাভ লাপিড ও মেমোরিয়া, আপিচাটপং উইরাসেথাকুল
স্ক্রিনপ্লে : ড্রাইভ মাই কার, রিয়ুসুকে হামাগুচি ও তাকামাসা ওয়ে
পাম ডগ : দ্য স্যুভেনিয়র II, স্নোবেয়ার, রোসি ও ডোরা