ETV Bharat / sitara

Cannes 2021 Winners List: গাড়ির সঙ্গে যৌনতার গল্প, পাম ডি'অর জয় জুলিয়া ডুকর্নোর টিটানের - কান

দ্বিতীয় মহিলা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2021) সেরা পুরস্কার পাম ডি'অর (Palme d’Or) জিতে নিলেন ফরাসি চিত্রনির্মাতা জুলিয়ে ডুকর্নো (Julia Ducournau) ৷ তাঁর ফিল্ম টিটানের নাম (Titane) ঘোষণা নিয়ে শোরগোল পড়ে যায় কানের মঞ্চে ৷

Cannes 2021 winners list: Titane wins top Cannes honor, 2nd ever for female director
গাড়ির সঙ্গে যৌনতার গল্প, পাম ডি'অর জয় জুলিয়া ডুকর্নোর টিটানের
author img

By

Published : Jul 18, 2021, 3:20 PM IST

কান (ফ্রান্স): কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2021) মতো একটা আন্তর্জাতিক মঞ্চ ৷ যার দিকে তাকিয়ে থাকে গোটা পৃথিবী ৷ কখন ক্লাইম্যাক্স ভেঙে ঘোষণা হবে সেরাদের নাম, সেই অপেক্ষায় গায়ের রক্ত টগবগ করে ফুটতে থাকে ৷ আর সেই মঞ্চেই কি না এত বড় ভুল ! সর্বোচ্চ পুরস্কারটি কার ঝুলিতে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে ইচ্ছে করে বিলম্ব করাই যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চেনা ছবি ৷ তবে কানের মতো মঞ্চে অনেক আগেই ভুল করে সেই ঘোষণা করে ফেললেন স্বয়ং জুরি প্রেসিডেন্ট স্পাইক লি ৷ মুখ ফসকে বলে ফেললেন, এ বার পাম ডি'অর (Palme d’Or) পাচ্ছে জুলিয়া ডুকর্নোর (Julia Ducournau) টিটান (Titane) ৷

আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কয়েক মুহূর্তের জন্য সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ৷ মনের মধ্যে ধন্ধ দানা বাঁধে ৷ আনুষ্ঠানিক ঘোষণা না-হওয়া পর্যন্ত পুরস্কার নিতে মঞ্চেও ওঠেননি ফরাসি চিত্রনির্মাতা জুলিয়া ৷ তবে এত কিছুর পরও এই বিরল সম্মান জয়ের আনন্দে আবেগকে ধরে রাখতে পারেননি তিনি ৷ তিনিই হলেন দ্বিতীয় মহিলা চিত্র পরিচালক যিনি সিনেমার জগতে এই সর্বোচ্চ পুরস্কার জিতলেন ৷ তাঁর আগে 1993 সালে দ্য পিয়ানো ফিল্মের জন্য এই পুরস্কার পেয়েছিলেন জেন ক্যাম্পিয়ন ৷ যৌনতা ও হিংসায় ভরা ছবি টিটানে এক নারী খুনির গল্প বলা হয়েছে ৷ একটি গাড়ি দুর্ঘটনার থেকে বেঁচে ফেরার পর গাড়ির সঙ্গেই যৌন আবেগে জড়িয়ে পড়েন সেই যুবতী ৷

Cannes 2021 winners list: Titane wins top Cannes honor, 2nd ever for female director
গাড়ির সঙ্গে যৌনতার গল্প, পাম ডি'অর জয় জুলিয়া ডুকর্নোর টিটানের

প্রথম যাঁকে পুরস্কার দেওয়া হবে, তাঁর নাম ঘোষণা করতে বলা হয়েছিল জুরি প্রেসিডেন্ট লিকে ৷ কিন্তু তিনি ভুল করে সেই সন্ধের অন্তিম পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে ফেলেন ৷ তাঁর এই কাণ্ড দেখে মাথা নাড়তে থাকেন তাঁর সহযোগী জুরি মাটি ডায়োপ ৷ আর অন্যরা ছুটে গিয়ে থামানোর চেষ্টা করেন লি-কে ৷ এই নিয়ে শোরগোল পড়ে যায় কানের মঞ্চে ৷

এ বার একনজরে দেখে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসব 2021 সালের পুরস্কার বিজেতাদের তালিকা (Cannes 2021 Winners List)...

পাম ডি'অর : টিটান, জুলিয়া ডুকর্নো

অভিনেতা : ক্যালেব ল্যান্ড্রি জোনস, নিতরাম

অভিনেত্রী : রিনেট রেইনসভে, দ্য ওয়ার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড

পরিচালক : লিওস কারাক্স, অ্যানেট

গ্রাঁ প্রিঁ : আ হিরো, অসগর ফরহাদি ও কমপার্টমেন্ট নম্বর 6, জুহো কুয়োসমানেন

জুরি পুরস্কার : আহেডস নি, নাদাভ লাপিড ও মেমোরিয়া, আপিচাটপং উইরাসেথাকুল

স্ক্রিনপ্লে : ড্রাইভ মাই কার, রিয়ুসুকে হামাগুচি ও তাকামাসা ওয়ে

পাম ডগ : দ্য স্যুভেনিয়র II, স্নোবেয়ার, রোসি ও ডোরা

কান (ফ্রান্স): কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2021) মতো একটা আন্তর্জাতিক মঞ্চ ৷ যার দিকে তাকিয়ে থাকে গোটা পৃথিবী ৷ কখন ক্লাইম্যাক্স ভেঙে ঘোষণা হবে সেরাদের নাম, সেই অপেক্ষায় গায়ের রক্ত টগবগ করে ফুটতে থাকে ৷ আর সেই মঞ্চেই কি না এত বড় ভুল ! সর্বোচ্চ পুরস্কারটি কার ঝুলিতে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে ইচ্ছে করে বিলম্ব করাই যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চেনা ছবি ৷ তবে কানের মতো মঞ্চে অনেক আগেই ভুল করে সেই ঘোষণা করে ফেললেন স্বয়ং জুরি প্রেসিডেন্ট স্পাইক লি ৷ মুখ ফসকে বলে ফেললেন, এ বার পাম ডি'অর (Palme d’Or) পাচ্ছে জুলিয়া ডুকর্নোর (Julia Ducournau) টিটান (Titane) ৷

আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কয়েক মুহূর্তের জন্য সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ৷ মনের মধ্যে ধন্ধ দানা বাঁধে ৷ আনুষ্ঠানিক ঘোষণা না-হওয়া পর্যন্ত পুরস্কার নিতে মঞ্চেও ওঠেননি ফরাসি চিত্রনির্মাতা জুলিয়া ৷ তবে এত কিছুর পরও এই বিরল সম্মান জয়ের আনন্দে আবেগকে ধরে রাখতে পারেননি তিনি ৷ তিনিই হলেন দ্বিতীয় মহিলা চিত্র পরিচালক যিনি সিনেমার জগতে এই সর্বোচ্চ পুরস্কার জিতলেন ৷ তাঁর আগে 1993 সালে দ্য পিয়ানো ফিল্মের জন্য এই পুরস্কার পেয়েছিলেন জেন ক্যাম্পিয়ন ৷ যৌনতা ও হিংসায় ভরা ছবি টিটানে এক নারী খুনির গল্প বলা হয়েছে ৷ একটি গাড়ি দুর্ঘটনার থেকে বেঁচে ফেরার পর গাড়ির সঙ্গেই যৌন আবেগে জড়িয়ে পড়েন সেই যুবতী ৷

Cannes 2021 winners list: Titane wins top Cannes honor, 2nd ever for female director
গাড়ির সঙ্গে যৌনতার গল্প, পাম ডি'অর জয় জুলিয়া ডুকর্নোর টিটানের

প্রথম যাঁকে পুরস্কার দেওয়া হবে, তাঁর নাম ঘোষণা করতে বলা হয়েছিল জুরি প্রেসিডেন্ট লিকে ৷ কিন্তু তিনি ভুল করে সেই সন্ধের অন্তিম পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে ফেলেন ৷ তাঁর এই কাণ্ড দেখে মাথা নাড়তে থাকেন তাঁর সহযোগী জুরি মাটি ডায়োপ ৷ আর অন্যরা ছুটে গিয়ে থামানোর চেষ্টা করেন লি-কে ৷ এই নিয়ে শোরগোল পড়ে যায় কানের মঞ্চে ৷

এ বার একনজরে দেখে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসব 2021 সালের পুরস্কার বিজেতাদের তালিকা (Cannes 2021 Winners List)...

পাম ডি'অর : টিটান, জুলিয়া ডুকর্নো

অভিনেতা : ক্যালেব ল্যান্ড্রি জোনস, নিতরাম

অভিনেত্রী : রিনেট রেইনসভে, দ্য ওয়ার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড

পরিচালক : লিওস কারাক্স, অ্যানেট

গ্রাঁ প্রিঁ : আ হিরো, অসগর ফরহাদি ও কমপার্টমেন্ট নম্বর 6, জুহো কুয়োসমানেন

জুরি পুরস্কার : আহেডস নি, নাদাভ লাপিড ও মেমোরিয়া, আপিচাটপং উইরাসেথাকুল

স্ক্রিনপ্লে : ড্রাইভ মাই কার, রিয়ুসুকে হামাগুচি ও তাকামাসা ওয়ে

পাম ডগ : দ্য স্যুভেনিয়র II, স্নোবেয়ার, রোসি ও ডোরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.