দিল্লি : চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে নতুন করে যোগাযোগের জন্য বিশ্বজুড়ে অনেকেই আশা করে চলেছেন । হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সাম্প্রতিক একটি প্রশ্ন আবারও ভারতের চন্দ্র অভিযানের বিষয়ে সবার কৌতুহল জাগিয়ে তুলেছে ।
NASA-র অ্যাস্ট্রোনট নিক হেগের কাছে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের বিষয়ে খোঁজ নেন 'ট্রয়' অভিনেতা । এই ঘটনায় অবাক ভারতের অনেকেই ।
নিজের সায়েন্স ফিকশন ছবি 'অ্যাড অ্যাস্ট্রা'-র প্রোমোশনাল টুরের জন্য পিট সোমবার অ্যামেরিকান অ্যাস্ট্রোনট হেগের সঙ্গে কথা বলার জন্য NASA-র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ফোন করেন ।
হলিউড সুপারস্টার অ্যাস্ট্রোনটকে জিজ্ঞাসা করেন, চাঁদে তিনি ভারতের অবতরণ দেখেছেন কি না । হেগ নেতিবাচক জবাব দিয়ে বলেন, তাঁদের নিউজ় রিপোর্টই অনুসরণ করতে হয়েছিল ।
একজন টুইটার ইউজ়ার লেখেন, "ব্র্যাড পিট ভারতের চন্দ্র অভিযানের বিষয়ে এত কিছু জানেন দেখে অবাক হলাম । একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত ।"
7 সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্শ করার আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশনের (ISRO) । 10 সেপ্টেম্বর ISRO-র তরফে জানানো হয়, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে ।
টুইটে বলা হয়, "চন্দ্রযান-২ এর অর্বিটার ল্যান্ডার বিক্রমকে লোকেট করতে পেরেছে । তবে এখনও যোগাযোগ করা যায়নি । ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে ।"