ETV Bharat / sitara

Birthday Special : অনুপম খেরের কিছু সেরা ছবি

আজ 65 বছরে পা দিলেন অনুপম খের । দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে 500-র বেশি ছবিতে কাজ করেছেন তিনি । শুধু মুখ্য চরিত্রই নয়, পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জিতে নিয়েছেন । এই বিশেষ দিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 7, 2020, 9:57 AM IST

Updated : Mar 8, 2020, 1:28 PM IST

কখনও প্রধানমন্ত্রী, আবার কখনও তিনি মিডল ক্লাসের প্রতিনিধি । কখনও তাঁর চরিত্র মজাদার তো কখনও দেখা গেছে নেগেটিভ চরিত্রে । তিন দশকেরও বেশি সময় ধরে রিল লাইফের ট্র্যাকে নানা রূপে হেঁটেছেন । তিনি অনুপম খের। 1955 সালে আজকের দিনে শিমলায় কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম হয় তাঁর ।

অভিনয় করেছেন পাঁচশোর বেশি সিনেমায় । 1982 তে 'আগমন' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক। শুধু হিন্দি নয়, মালায়ালম, তামিল, তেলুগু, পঞ্জাবি, কান্নড়, মারাঠি, চাইনিজ় ও ইংরেজি সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন । শুধু মুখ্য চরিত্রেই নয়, সহ অভিনেতা হিসেবে একাধিক সিনেমায় তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে । পেয়েছেন স্বীকৃতিও । জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর স্মরণীয় কিছু সিনেমা ।

'সারাংশ'

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম 'সারাংশ'। এই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি ।

'খোসলা কা ঘোসলা'

এই ছবিতে মিডল ক্লাসের প্রতিনিধি তিনি । যিনি অবসর নেওয়ার পর একটু শান্তিতে জীবন কাটাতে চান । যদিও তা সম্ভব নয় । তাঁর অভিনয় এই সিনেমায় এক এক অন্য মাত্রা যোগ করেছিল ।

'কর্মা'

'কর্মা'-তে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে । তিনি দেখিয়ে দিয়েছিলেন কীভাবে নেগেটিভ চরিত্রও দর্শকদের মনে দাগ কাটতে পারে ।

'স্পেশাল 26'

এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ভুয়ো CBI অফিসারের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো ।

'বেবি'

'বেবি' ছবিতে ইন্টেলিজেন্ট টেকি প্রকাশ শুক্লার চরিত্রে দেখা গেছে তাঁকে।

'দা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম । এই চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হন তিনি । কুড়িয়ে নেন প্রশংসাও ।

'ড্যাডি'

'ড্যাডি'-তে একজন মদ্যপ বাবার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ।

'ওয়ান ডে জাস্টিস ডেলিভার'

এটি সময়োপযোগী একটি সিনেমা । যা অনেকেরই চোখ খুলে দিয়েছে ।

'হোটেল মুম্বই'

26/11 মুম্বই হামলার প্রেক্ষিতে তৈরি ছবিটি । যেখানে দেখা গেছে কীভাবে হেড শেফ কতগুলি জীবন রক্ষা করেছিলেন ।

এই বিশেষ দিনে ETV ভারত সিতারার তরফে আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো

কখনও প্রধানমন্ত্রী, আবার কখনও তিনি মিডল ক্লাসের প্রতিনিধি । কখনও তাঁর চরিত্র মজাদার তো কখনও দেখা গেছে নেগেটিভ চরিত্রে । তিন দশকেরও বেশি সময় ধরে রিল লাইফের ট্র্যাকে নানা রূপে হেঁটেছেন । তিনি অনুপম খের। 1955 সালে আজকের দিনে শিমলায় কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম হয় তাঁর ।

অভিনয় করেছেন পাঁচশোর বেশি সিনেমায় । 1982 তে 'আগমন' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক। শুধু হিন্দি নয়, মালায়ালম, তামিল, তেলুগু, পঞ্জাবি, কান্নড়, মারাঠি, চাইনিজ় ও ইংরেজি সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন । শুধু মুখ্য চরিত্রেই নয়, সহ অভিনেতা হিসেবে একাধিক সিনেমায় তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে । পেয়েছেন স্বীকৃতিও । জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর স্মরণীয় কিছু সিনেমা ।

'সারাংশ'

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম 'সারাংশ'। এই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি ।

'খোসলা কা ঘোসলা'

এই ছবিতে মিডল ক্লাসের প্রতিনিধি তিনি । যিনি অবসর নেওয়ার পর একটু শান্তিতে জীবন কাটাতে চান । যদিও তা সম্ভব নয় । তাঁর অভিনয় এই সিনেমায় এক এক অন্য মাত্রা যোগ করেছিল ।

'কর্মা'

'কর্মা'-তে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে । তিনি দেখিয়ে দিয়েছিলেন কীভাবে নেগেটিভ চরিত্রও দর্শকদের মনে দাগ কাটতে পারে ।

'স্পেশাল 26'

এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ভুয়ো CBI অফিসারের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো ।

'বেবি'

'বেবি' ছবিতে ইন্টেলিজেন্ট টেকি প্রকাশ শুক্লার চরিত্রে দেখা গেছে তাঁকে।

'দা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম । এই চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হন তিনি । কুড়িয়ে নেন প্রশংসাও ।

'ড্যাডি'

'ড্যাডি'-তে একজন মদ্যপ বাবার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ।

'ওয়ান ডে জাস্টিস ডেলিভার'

এটি সময়োপযোগী একটি সিনেমা । যা অনেকেরই চোখ খুলে দিয়েছে ।

'হোটেল মুম্বই'

26/11 মুম্বই হামলার প্রেক্ষিতে তৈরি ছবিটি । যেখানে দেখা গেছে কীভাবে হেড শেফ কতগুলি জীবন রক্ষা করেছিলেন ।

এই বিশেষ দিনে ETV ভারত সিতারার তরফে আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 8, 2020, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.