ETV Bharat / sitara

এক অভিনেতার জীবনের গল্প বলবে 'বহুরূপী' - বহুরূপী

আসছে নতুন বাংলা শর্ট ফিল্ম 'বহুরূপী'। মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক ।

gf
g
author img

By

Published : Dec 3, 2019, 5:06 PM IST

কলকাতা : আসছে নতুন শর্ট ফিল্ম 'বহুরূপী'। পরিচালনা করছেন রনি । মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক । ইন্দ্রনীল টেলিভিশন ও বড় পরদার পরিচিত মুখ । ছবিটি প্রযোজনা করেছে জোটেম এন্টারটেনমেন্ট ।

ছবি সম্পর্কে রনি বলেন, "আমাদের শুটিংয়ের কাজ হয়ে গেছে । পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় । একজন অভিনেতার অনেকগুলো চ্যালেঞ্জ থাকে । সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে সাড়ে ৬ মিনিটের এই ছবি । সেখানে ইন্দ্র একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছে । সে একজন কমার্শিয়াল ছবির সুপারস্টার । সুপারস্টার হওয়ার ভালো দিকগুলো তো আমরা জানি । কিছু খারাপ দিকও থাকে । সেই খারাপ দিকগুলো একটা দিক তুলে ধরেছি ছবিতে । একজন অভিনেতা অনেকগুলো চরিত্রে অভিনয় করে । তারপর সে কোথাও নিজেকে হারিয়ে ফেলে । আমরা তো ক্রিয়েটিভ মানুষ, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করি । মানুষের জীবনে যা ঘটছে আমাদের জীবনে যা ঘটছে, সেগুলোকেই বলা উচিত ।"

এর পাশাপাশি ছবি সম্পর্কে ইন্দ্রনীল বললেন, "ছবিতে আমার যে চরিত্র সেখানে অনেকগুলো শেড আছে । এরকম চরিত্র আসে, যেটা প্লে করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো চরিত্র করতে হয় । এই চরিত্রটাও সেরকমই । আমি কনসেপ্টটা যেই শুনলাম, মনে হল এটা আমার কাছে একটা সুযোগ ।"

কলকাতা : আসছে নতুন শর্ট ফিল্ম 'বহুরূপী'। পরিচালনা করছেন রনি । মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক । ইন্দ্রনীল টেলিভিশন ও বড় পরদার পরিচিত মুখ । ছবিটি প্রযোজনা করেছে জোটেম এন্টারটেনমেন্ট ।

ছবি সম্পর্কে রনি বলেন, "আমাদের শুটিংয়ের কাজ হয়ে গেছে । পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় । একজন অভিনেতার অনেকগুলো চ্যালেঞ্জ থাকে । সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে সাড়ে ৬ মিনিটের এই ছবি । সেখানে ইন্দ্র একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছে । সে একজন কমার্শিয়াল ছবির সুপারস্টার । সুপারস্টার হওয়ার ভালো দিকগুলো তো আমরা জানি । কিছু খারাপ দিকও থাকে । সেই খারাপ দিকগুলো একটা দিক তুলে ধরেছি ছবিতে । একজন অভিনেতা অনেকগুলো চরিত্রে অভিনয় করে । তারপর সে কোথাও নিজেকে হারিয়ে ফেলে । আমরা তো ক্রিয়েটিভ মানুষ, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করি । মানুষের জীবনে যা ঘটছে আমাদের জীবনে যা ঘটছে, সেগুলোকেই বলা উচিত ।"

এর পাশাপাশি ছবি সম্পর্কে ইন্দ্রনীল বললেন, "ছবিতে আমার যে চরিত্র সেখানে অনেকগুলো শেড আছে । এরকম চরিত্র আসে, যেটা প্লে করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো চরিত্র করতে হয় । এই চরিত্রটাও সেরকমই । আমি কনসেপ্টটা যেই শুনলাম, মনে হল এটা আমার কাছে একটা সুযোগ ।"

Intro:আসছে নতুন শর্ট ফিল্ম 'বহুরূপী'। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রনি। এবং মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক। ইন্দ্রনীল টিভি এবং বড় পর্দার পরিচিত মুখ। ছবিটি প্রযোজনা করেছে জোটেম এন্টারটেইনমেন্ট। 'বহুরূপী' গল্প কেমন? কোন বিষয়কে জোর দিয়েছে এই শর্ট ফিল্ম? ETV ভারত সিতারাকে জানালেন রনি এবং ইন্দ্রনীল।


Body:পরিচালক রনি আমাদের বললেন, "আমাদের শুটিংয়ের কাজ হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমাদের শুটিং হয়েছে দক্ষিন কলকাতার কসবা এলাকায়। একজন অভিনেতার অনেকগুলো চ্যালেঞ্জ থেকে, সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে সাড়ে ৬ মিনিটের ছবি। সেখানে ইন্দ্র একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছে। সে একজন কমার্শিয়াল ছবির সুপারস্টার। সুপারস্টার হওয়ার ভালো দিকগুলো তো আমরা জানি। কিছু খারাপ দিকও থাকে। সেই খারাপ দিকগুলো একটা দিক এক্সপ্লোর করেছি এই ছবিতে। একজন অভিনেতা অনেকগুলো চরিত্রে অভিনয় করে। তারপর সে নিজেকে হারিয়ে ফেলে। আমরা তো ক্রিয়েটিভ মানুষ, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করি। মানুষের জীবনে যা ঘটছে আমাদের জীবনে যা ঘটছে, সেগুলোকেই বলা উচিত।"





Conclusion:অভিনেতা ইন্দ্রনীল বললেন, "চরিত্রে অনেকগুলো শেড আছে। এরকম চরিত্র আসে, যেটা প্লে করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো চরিত্র করতে হয়। এই চরিত্রটাও সেরকমই। আমি কনসেপ্টটা যেই শুনলাম, মনে হল এটা আমার কাছে একটা সুযোগ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.