কলকাতা : আসছে নতুন শর্ট ফিল্ম 'বহুরূপী'। পরিচালনা করছেন রনি । মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক । ইন্দ্রনীল টেলিভিশন ও বড় পরদার পরিচিত মুখ । ছবিটি প্রযোজনা করেছে জোটেম এন্টারটেনমেন্ট ।
ছবি সম্পর্কে রনি বলেন, "আমাদের শুটিংয়ের কাজ হয়ে গেছে । পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় । একজন অভিনেতার অনেকগুলো চ্যালেঞ্জ থাকে । সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে সাড়ে ৬ মিনিটের এই ছবি । সেখানে ইন্দ্র একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছে । সে একজন কমার্শিয়াল ছবির সুপারস্টার । সুপারস্টার হওয়ার ভালো দিকগুলো তো আমরা জানি । কিছু খারাপ দিকও থাকে । সেই খারাপ দিকগুলো একটা দিক তুলে ধরেছি ছবিতে । একজন অভিনেতা অনেকগুলো চরিত্রে অভিনয় করে । তারপর সে কোথাও নিজেকে হারিয়ে ফেলে । আমরা তো ক্রিয়েটিভ মানুষ, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করি । মানুষের জীবনে যা ঘটছে আমাদের জীবনে যা ঘটছে, সেগুলোকেই বলা উচিত ।"
এর পাশাপাশি ছবি সম্পর্কে ইন্দ্রনীল বললেন, "ছবিতে আমার যে চরিত্র সেখানে অনেকগুলো শেড আছে । এরকম চরিত্র আসে, যেটা প্লে করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো চরিত্র করতে হয় । এই চরিত্রটাও সেরকমই । আমি কনসেপ্টটা যেই শুনলাম, মনে হল এটা আমার কাছে একটা সুযোগ ।"