ETV Bharat / sitara

মুক্তি পেল বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান' - bengali movie zombiestan premiere

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত । আজ বিকেলে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিরূপ ঘোষ সহ মুখ্য চরিত্ররা ।

f
f
author img

By

Published : Dec 13, 2019, 11:26 PM IST

কলকাতা : মুক্তি পেল অভিরূপ ঘোষ পরিচালিত বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান'। ছবির গল্প বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে । নরখাদকে পরিণত হয়েছে মানুষ । আর সেই জায়গায় দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন । তাঁদের অস্তিত্ব রক্ষায় লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত । আজ বিকেলে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিরূপ ঘোষ সহ মুখ্য চরিত্ররা ।

ছবি সম্পর্কে তনুশ্রী চক্রবর্তী বলেন, "খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল কারণ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে । আমি খুবই খুশি হয়েছি ছবিটা অবশেষে মুক্তি পেল এবার দর্শকরা বিচার করবেন কেমন হয়েছে ।"

বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি সম্পর্কে রুদ্রনীল ঘোষ বলেন," ছবি মুক্তি পাওয়াতে খুবই ভালো লাগছে । তার থেকেও বেশি ভালো লাগে যখন মানুষ আমাদের কাজটাকে পছন্দ করেন । চারটে বড় বড় ছবির মাঝেও আমাদের ছবি মুক্তি পেয়েছে । নতুন ধরনের গল্প এবং ভালো অভিনয় দেখতে দর্শক সবসময়েই অপেক্ষা করে থাকেন । তাই আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল অভিরূপ ঘোষ পরিচালিত বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান'। ছবির গল্প বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে । নরখাদকে পরিণত হয়েছে মানুষ । আর সেই জায়গায় দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন । তাঁদের অস্তিত্ব রক্ষায় লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত । আজ বিকেলে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিরূপ ঘোষ সহ মুখ্য চরিত্ররা ।

ছবি সম্পর্কে তনুশ্রী চক্রবর্তী বলেন, "খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল কারণ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে । আমি খুবই খুশি হয়েছি ছবিটা অবশেষে মুক্তি পেল এবার দর্শকরা বিচার করবেন কেমন হয়েছে ।"

বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি সম্পর্কে রুদ্রনীল ঘোষ বলেন," ছবি মুক্তি পাওয়াতে খুবই ভালো লাগছে । তার থেকেও বেশি ভালো লাগে যখন মানুষ আমাদের কাজটাকে পছন্দ করেন । চারটে বড় বড় ছবির মাঝেও আমাদের ছবি মুক্তি পেয়েছে । নতুন ধরনের গল্প এবং ভালো অভিনয় দেখতে দর্শক সবসময়েই অপেক্ষা করে থাকেন । তাই আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: মুক্তি পেল অভিরূপ ঘোষ পরিচালিত বাংলার প্রথম সায়েন্স ফিকশন জম্বি ফিল্ম জম্বিস্থান। ছবির গল্প 2030 সালে আচমকা, বায়োকেমিক্যাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে। ক্ষতিকারক সেই অস্ত্রের প্রভাবে মনুষ্য প্রজাতির একদম ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর সেই জায়গা থেকেই কয়েকজন্য প্রাণপণ বাঁচার চেষ্টা করছে। আর তাদের সেই বেঁচে থাকার লড়াই এর মধ্যেই ছবির প্রধান চরিত্র অনিল, আকিরা ও রাজা রবিদাস একে অপরের মুখোমুখি হয়। ছবিটি ইতিমধ্যেই আজ মুক্তি পেয়েছে আর বিকালে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার শো এর যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী,রজতাভ দত্ত এবং পরিচালক অভিরুপ ঘোষ।






Body:জন্মস্থান ছবি মুক্তি প্রসঙ্গে তনুশ্রী চক্রবর্তী জানালেন, "খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল কারণ ছবিতে প্রচুর অ্যাকশন এর দৃশ্য রয়েছে। আমি খুবই খুশি হয়েছি ছবিটা অবশেষে মুক্তি পেল এবার দর্শকরা বিচার করবেন কেমন হয়েছে"।

বাংলার প্রথম সায়েন্স ফিকশন জম্বি প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ জানালেন," ছবি মুক্তি পাওয়াতে খুবই ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগে যখন মানুষ আমাদের কাজটা কে পছন্দ করেন। চারটে বড় বড় ছবির মাঝেও আমাদের ছবি মুক্তি পেয়েছে। নতুন ধরনের গল্প এবং ভালো অভিনয় দেখতে দর্শক সবসময়েই অপেক্ষা করে থাকেন, তাই আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.