ETV Bharat / sitara

Independence day 2020 : স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি বাংলা ছবি

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নজর দিলে দেখা যায়, প্রায় প্রতিটি স্বদেশি ক্রিয়াকলাপের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে বাংলা । আজ 15 অগাস্ট ভারতের 74 তম স্বাধীনতা দিবসে কয়েকটি স্মরণীয় বাংলা ছবির তালিকা দেওয়া হল, যা আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায় । পুনর্জন্ম দেয় আমাদের দেশভক্তিকেও ।

author img

By

Published : Aug 15, 2020, 6:27 AM IST

bengali films on bengali freedom fighters
bengali films on bengali freedom fighters

আজ স্বাধীনতা দিবস । 74 বছর আগে আজকের দিনেই ব্রিটিশরুল থেকে মুক্ত হয়েছিল ভারত । মুক্তি আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন বাঙালি বিপ্লবীরা । তাঁদের সংগ্রাম, ত্যাগ ও তাঁদের পরিবার নিয়ে তৈরি হয়েছে বহু ছবি । সেই আত্মবলিদান অনুভব করার জন্য এই দেশপ্রেম ও দেশভক্তির ছবিগুলোই অন্যতম পথ । আজ ফিরে দেখা সেই সব বাংলা ছবিকে ।

চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (1949) :

ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার আগ্নেয়াস্ত্র । তাই মাস্টারদা সূর্য সেন, ছক কষলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুঠের । যেমন ভাবা তেমন কাজ । তাঁর সেই দুঃসাহসিকতার কাহিনী উঠে এল 'চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন'-এ । তাঁর ছাত্ররা পরবর্তীকালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করে । ছবিতে মাস্টারদা ও তাঁর সঙ্গী তরুণ বিপ্লবীদের আত্মকথাই উঠে এসেছে । নির্মল চৌধুরির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন দীপ্তি রায়, বনানি চৌধুরি, স্মৃতি বিশ্বাস, অপর্ণাদেবী, দীপক মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায় সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন

আনন্দমঠ (1951) :

অষ্টাদশ শতাব্দীর 'সন্নাসী বিদ্রোহ' মানুষের কাছে ততটা পরিচিত নয় । এই বিদ্রোহকে কেন্দ্র করেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন 'আনন্দমঠ' উপন্যাসটি । জাতীয় আন্দোলনকে উজ্জীবিতকারী অন্যতম উল্লেখযোগ্য দেশপ্রেমী উপন্যাস হিসেবে বিবেচিত । 'বন্দে মাতরম' এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছিল, যা একসময় ব্রিটিশ শাসকরা নিষিদ্ধ করেছিলেন । আর এই উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হয় 'আনন্দমঠ' ছবিটি । বাংলা ও হিন্দিতে তৈরি করা হয়েছিল 'আনন্দমঠ' । সতীশ দাশগুপ্ত পরিচালিত বাংলা ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল 1951 সালে ।

bengali films on bengali freedom fighters
আনন্দমঠ

বিয়াল্লিশ (1951) :

1942-এ ভারতের অস্থির সময়ের বিস্তারিত বিবরণ দিয়েছিল 'বিয়াল্লিশ' । সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে চলছিল 'ভারত ছাড়ো আন্দোলন' । সেই আন্দোলনকে বাংলার একটি ছোটো শহরর মানুষের চোখ দিয়ে তুলে ধরা হয়েছে ছবিতে । 'বিয়াল্লিশ'-এ দেখানো হয়েছে ভারতীয়রা কীভাবে ব্রিটিশদের দেশ ছাড়ার জন্য বাধ্য করেছিলেন । ছবিটির পরিচালনা করেছেন হেমেন গুপ্ত । 'বিয়াল্লিশ'-এ দেখা গেছে হরিমোহন বোস, মঞ্জু দে, প্রদীপ কুমার, শম্ভু মিত্র, বিকাশ রায়, কালী সরকার ও সুরুচি সেনগুপ্তকে ।

bengali films on bengali freedom fighters
বিয়াল্লিশ

সুভাষ চন্দ্র (1966) :

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'সুভাষ চন্দ্র' । পীযূষ বোসের পরিচালনায় ছবিতে সুভাষ বোসের শৈশব, কলেজের দিন, ICS পাস করার সময়, রাজনীতিতে হাতেখড়ি, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা দেখানো হয়েছে । বোসের জীবনী নিয়ে যে সমস্ত কাজ হয়েছে, তাঁর মধ্যে এই ছবিটিকেই সব থেকে বেশি সৎ কাজ বলে মনে করেন অনেকে । ছবিতে অভিনয় করেছেন অমর দত্ত, সমর চ্যাটার্জি, আশিস ঘোষ সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
সুভাষ চন্দ্র

মহাবিপ্লবী অরবিন্দ (1971) :

ঋষি অরবিন্দর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক দীপক গুপ্ত তৈরি করেন 'মহাবিপ্লবী অরবিন্দ' । 1892 সালে ভারতে তাঁর ফিরে আসা থেকে শুরু করে 1910 সালে পন্ডিচেরিতে তাঁর অবসর গ্রহণ সবকিছুকেই ছবিতে তুলে ধরা হয় । ছবিতে দেখানো হয় তাঁর ছোটোবেলার জীবন, বিবাহ, সিস্টার নিবেদিতার সঙ্গে কথোপকথন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, আলিপুর বম্ব ব্লাস্ট ও তার পরবর্তী বিচার । ছবিতে অভিনয় করেছেন অজিতেশ ব্যানার্জি, সুব্রত চ্যাটার্জি, তরুণ কুমার, পদ্মাদেবী ও দীলিপ রায় ।

bengali films on bengali freedom fighters
মহাবিপ্লবী অরবিন্দ

শপথ নিলাম (1972) :

বাংলার বিপ্লবী দীনেশ মজুমদারের গল্প বলা হয়েছে 'শপথ নিলাম' ছবিতে । দেশে যখন ব্রিটিশ শাসন চলছিল, তখন দীনেশের মতো তরুণ বিপ্লবীরা ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন । দীনেশের কার্যকলাপকে ছবিতে তুলে ধরা হয় । তিনি রশিক দাসের নেতৃত্বে যুগান্তর দলে যোগ দেন । একজন পুলিশকে মারার চেষ্টা করে ব্যর্থ হন । তাঁকে জেলবন্দি করা হলেও তিনি জেল থেকে পালিয়ে ফের বিপ্লবে যোগ দেন । সে সময় বিপ্লবীদের বেশিরভাগকেই হয় বন্দি বানানো হয়, নয় মেরে ফেলা হয় । দীনেশও পরে ব্রিটিশদের কাছে ধরা পড়ে যান ও শহীদ হন ।

bengali films on bengali freedom fighters
শপথ নিলাম

দেবী চৌধুরানী (1974) :

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানি'-র সেলুলয়েড অভিযোজন এই ছবিটি । একটি সাধারণ, গোঁড়া বাঙালি পরিবারের অন্তর্গত মহিলাকে ঘিরে রয়েছে গল্প । প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হওয়ার জন্য যে রূপান্তর, তা সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন । এছাড়াও ছবিতে ছিলেন হারাধণ ব্যানার্জি, কালী ব্যানার্জি, ছায়াদেবী সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
দেবী চৌধুরানী

সব্যসাচী (1977) :

পীযুষ বসু পরিচালিত বাংলা নাট্যধর্মী একটি ছবি 'সব্যসাচী' । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার । অন্যান্য চরিত্রে ছিলেন সুপ্রিয়া চৌধুরি, অনিলি চ্যাটার্জি, বিকাশ রায় ও তরুণ কুমার । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন ও পলাতক বাঙালি বিপ্লবী সব্যসাচীকে কেন্দ্র করে তৈরি ছবিটির গল্প । সব্যসাচী 'পথের দাবি' নামে একটি বিপ্লবী সংগঠন গঠন করেন । তিনি অত্যন্ত প্রতিভাবান, উচ্চ শিক্ষিত এবং সাহসী ছিলেন । তবে নেতৃত্ব, ভালোবাসা ও শক্তি অর্জনের জন্য সব্যসাচীর অতীতে বিশ্বাসঘাতকতার গল্পও রয়েছে ছবিতে ।

bengali films on bengali freedom fighters
সব্যসাচী

আবার আসব ফিরে (2004) :

শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'আবার আসব ফিরে' ছবিটি 2004 সালে মুক্তির পরপরই খুব জনপ্রিয় হয়ে ওঠে । রবি ওঝা পরিচালিত এই ছবি একটি রোম্যান্টিক গল্পকে কেন্দ্র করে । তবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে । কীভাবে ? ছবিতে রয়েছে পুনর্জন্মের গল্প । আর সেই পূর্বজন্মের সূত্র ধরেই আসে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট । দুঃখের বিষয়, একজনের বিশ্বাসঘাতকতায় দুই বিপ্লবীর স্বপ্নকে ধ্বংস হয় ও তারা মৃত্যুর কোলে ঢোলে পড়েন । তবে ফিরেও আসেন দু'জনে । তাই ছবির নাম 'আবার আসব ফিরে' ।

bengali films on bengali freedom fighters
আবার আসব ফিরে

রাজকাহিনী (2015) :

1947 সালে দেশভাগের কাহিনী নিয়েই গড়ে উঠেছে 'রাজকাহিনী' । গল্পে দেশ ভাগের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে । ছবিতে দেখানো হয়, কয়েকজন বেশ্যাকে দেশ ভাগের সময় র‍্যাডক্লিফ লাইনের জন্য বাড়ি ছাড়তে বলা হয় । তা করতে তাঁরা অস্বীকার করেছিলেন । বেশ্যাদের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নি ঘোষ ও সোহিনী সরকার । সৃজিত মুখার্জির পরিচালনায় ছবিটি নিয়ে ইতিবাচক সমালোচনায় হয় ।

bengali films on bengali freedom fighters
রাজকাহিনী

আজ স্বাধীনতা দিবস । 74 বছর আগে আজকের দিনেই ব্রিটিশরুল থেকে মুক্ত হয়েছিল ভারত । মুক্তি আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন বাঙালি বিপ্লবীরা । তাঁদের সংগ্রাম, ত্যাগ ও তাঁদের পরিবার নিয়ে তৈরি হয়েছে বহু ছবি । সেই আত্মবলিদান অনুভব করার জন্য এই দেশপ্রেম ও দেশভক্তির ছবিগুলোই অন্যতম পথ । আজ ফিরে দেখা সেই সব বাংলা ছবিকে ।

চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (1949) :

ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার আগ্নেয়াস্ত্র । তাই মাস্টারদা সূর্য সেন, ছক কষলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুঠের । যেমন ভাবা তেমন কাজ । তাঁর সেই দুঃসাহসিকতার কাহিনী উঠে এল 'চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন'-এ । তাঁর ছাত্ররা পরবর্তীকালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করে । ছবিতে মাস্টারদা ও তাঁর সঙ্গী তরুণ বিপ্লবীদের আত্মকথাই উঠে এসেছে । নির্মল চৌধুরির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন দীপ্তি রায়, বনানি চৌধুরি, স্মৃতি বিশ্বাস, অপর্ণাদেবী, দীপক মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায় সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন

আনন্দমঠ (1951) :

অষ্টাদশ শতাব্দীর 'সন্নাসী বিদ্রোহ' মানুষের কাছে ততটা পরিচিত নয় । এই বিদ্রোহকে কেন্দ্র করেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন 'আনন্দমঠ' উপন্যাসটি । জাতীয় আন্দোলনকে উজ্জীবিতকারী অন্যতম উল্লেখযোগ্য দেশপ্রেমী উপন্যাস হিসেবে বিবেচিত । 'বন্দে মাতরম' এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছিল, যা একসময় ব্রিটিশ শাসকরা নিষিদ্ধ করেছিলেন । আর এই উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হয় 'আনন্দমঠ' ছবিটি । বাংলা ও হিন্দিতে তৈরি করা হয়েছিল 'আনন্দমঠ' । সতীশ দাশগুপ্ত পরিচালিত বাংলা ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল 1951 সালে ।

bengali films on bengali freedom fighters
আনন্দমঠ

বিয়াল্লিশ (1951) :

1942-এ ভারতের অস্থির সময়ের বিস্তারিত বিবরণ দিয়েছিল 'বিয়াল্লিশ' । সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে চলছিল 'ভারত ছাড়ো আন্দোলন' । সেই আন্দোলনকে বাংলার একটি ছোটো শহরর মানুষের চোখ দিয়ে তুলে ধরা হয়েছে ছবিতে । 'বিয়াল্লিশ'-এ দেখানো হয়েছে ভারতীয়রা কীভাবে ব্রিটিশদের দেশ ছাড়ার জন্য বাধ্য করেছিলেন । ছবিটির পরিচালনা করেছেন হেমেন গুপ্ত । 'বিয়াল্লিশ'-এ দেখা গেছে হরিমোহন বোস, মঞ্জু দে, প্রদীপ কুমার, শম্ভু মিত্র, বিকাশ রায়, কালী সরকার ও সুরুচি সেনগুপ্তকে ।

bengali films on bengali freedom fighters
বিয়াল্লিশ

সুভাষ চন্দ্র (1966) :

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'সুভাষ চন্দ্র' । পীযূষ বোসের পরিচালনায় ছবিতে সুভাষ বোসের শৈশব, কলেজের দিন, ICS পাস করার সময়, রাজনীতিতে হাতেখড়ি, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা দেখানো হয়েছে । বোসের জীবনী নিয়ে যে সমস্ত কাজ হয়েছে, তাঁর মধ্যে এই ছবিটিকেই সব থেকে বেশি সৎ কাজ বলে মনে করেন অনেকে । ছবিতে অভিনয় করেছেন অমর দত্ত, সমর চ্যাটার্জি, আশিস ঘোষ সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
সুভাষ চন্দ্র

মহাবিপ্লবী অরবিন্দ (1971) :

ঋষি অরবিন্দর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক দীপক গুপ্ত তৈরি করেন 'মহাবিপ্লবী অরবিন্দ' । 1892 সালে ভারতে তাঁর ফিরে আসা থেকে শুরু করে 1910 সালে পন্ডিচেরিতে তাঁর অবসর গ্রহণ সবকিছুকেই ছবিতে তুলে ধরা হয় । ছবিতে দেখানো হয় তাঁর ছোটোবেলার জীবন, বিবাহ, সিস্টার নিবেদিতার সঙ্গে কথোপকথন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, আলিপুর বম্ব ব্লাস্ট ও তার পরবর্তী বিচার । ছবিতে অভিনয় করেছেন অজিতেশ ব্যানার্জি, সুব্রত চ্যাটার্জি, তরুণ কুমার, পদ্মাদেবী ও দীলিপ রায় ।

bengali films on bengali freedom fighters
মহাবিপ্লবী অরবিন্দ

শপথ নিলাম (1972) :

বাংলার বিপ্লবী দীনেশ মজুমদারের গল্প বলা হয়েছে 'শপথ নিলাম' ছবিতে । দেশে যখন ব্রিটিশ শাসন চলছিল, তখন দীনেশের মতো তরুণ বিপ্লবীরা ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন । দীনেশের কার্যকলাপকে ছবিতে তুলে ধরা হয় । তিনি রশিক দাসের নেতৃত্বে যুগান্তর দলে যোগ দেন । একজন পুলিশকে মারার চেষ্টা করে ব্যর্থ হন । তাঁকে জেলবন্দি করা হলেও তিনি জেল থেকে পালিয়ে ফের বিপ্লবে যোগ দেন । সে সময় বিপ্লবীদের বেশিরভাগকেই হয় বন্দি বানানো হয়, নয় মেরে ফেলা হয় । দীনেশও পরে ব্রিটিশদের কাছে ধরা পড়ে যান ও শহীদ হন ।

bengali films on bengali freedom fighters
শপথ নিলাম

দেবী চৌধুরানী (1974) :

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানি'-র সেলুলয়েড অভিযোজন এই ছবিটি । একটি সাধারণ, গোঁড়া বাঙালি পরিবারের অন্তর্গত মহিলাকে ঘিরে রয়েছে গল্প । প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হওয়ার জন্য যে রূপান্তর, তা সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন । এছাড়াও ছবিতে ছিলেন হারাধণ ব্যানার্জি, কালী ব্যানার্জি, ছায়াদেবী সহ আরও অনেকে ।

bengali films on bengali freedom fighters
দেবী চৌধুরানী

সব্যসাচী (1977) :

পীযুষ বসু পরিচালিত বাংলা নাট্যধর্মী একটি ছবি 'সব্যসাচী' । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার । অন্যান্য চরিত্রে ছিলেন সুপ্রিয়া চৌধুরি, অনিলি চ্যাটার্জি, বিকাশ রায় ও তরুণ কুমার । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন ও পলাতক বাঙালি বিপ্লবী সব্যসাচীকে কেন্দ্র করে তৈরি ছবিটির গল্প । সব্যসাচী 'পথের দাবি' নামে একটি বিপ্লবী সংগঠন গঠন করেন । তিনি অত্যন্ত প্রতিভাবান, উচ্চ শিক্ষিত এবং সাহসী ছিলেন । তবে নেতৃত্ব, ভালোবাসা ও শক্তি অর্জনের জন্য সব্যসাচীর অতীতে বিশ্বাসঘাতকতার গল্পও রয়েছে ছবিতে ।

bengali films on bengali freedom fighters
সব্যসাচী

আবার আসব ফিরে (2004) :

শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'আবার আসব ফিরে' ছবিটি 2004 সালে মুক্তির পরপরই খুব জনপ্রিয় হয়ে ওঠে । রবি ওঝা পরিচালিত এই ছবি একটি রোম্যান্টিক গল্পকে কেন্দ্র করে । তবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে । কীভাবে ? ছবিতে রয়েছে পুনর্জন্মের গল্প । আর সেই পূর্বজন্মের সূত্র ধরেই আসে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট । দুঃখের বিষয়, একজনের বিশ্বাসঘাতকতায় দুই বিপ্লবীর স্বপ্নকে ধ্বংস হয় ও তারা মৃত্যুর কোলে ঢোলে পড়েন । তবে ফিরেও আসেন দু'জনে । তাই ছবির নাম 'আবার আসব ফিরে' ।

bengali films on bengali freedom fighters
আবার আসব ফিরে

রাজকাহিনী (2015) :

1947 সালে দেশভাগের কাহিনী নিয়েই গড়ে উঠেছে 'রাজকাহিনী' । গল্পে দেশ ভাগের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে । ছবিতে দেখানো হয়, কয়েকজন বেশ্যাকে দেশ ভাগের সময় র‍্যাডক্লিফ লাইনের জন্য বাড়ি ছাড়তে বলা হয় । তা করতে তাঁরা অস্বীকার করেছিলেন । বেশ্যাদের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নি ঘোষ ও সোহিনী সরকার । সৃজিত মুখার্জির পরিচালনায় ছবিটি নিয়ে ইতিবাচক সমালোচনায় হয় ।

bengali films on bengali freedom fighters
রাজকাহিনী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.