কলকাতা : সমস্যায় পড়লেই মানুষ প্রথমে ডাকে ভগবানকে । কিন্তু, ভগবানও তো সমস্যায় পড়তে পারেন । আর তখন যদি তিনি মানুষেরই শরণাপন্ন হন ? কী হবে তাহলে ? সেই গল্পই তুলে ধরা হয়েছে 'লক্ষ্মী ছেলে'-তে । আজই মুক্তি পেয়েছে ছবির পোস্টার ।
পোস্টারে এক বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক যুবক । বাচ্চাটির চারটে হাত । যুবকের মুখে একাধিক আঘাতের চিহ্ন । চোখে মুখে চিন্তা । পোস্টারের ক্যাপশনে লেখা, "ঈশ্বর যখন মানুষের শরণে..."।
-
ঈশ্বর যখন মানুষের শরণে...#LokkhiChhele @KGunedited @youganguly pic.twitter.com/RNpMH0TBkF
— Windows Production (@WindowsNs) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ঈশ্বর যখন মানুষের শরণে...#LokkhiChhele @KGunedited @youganguly pic.twitter.com/RNpMH0TBkF
— Windows Production (@WindowsNs) October 13, 2019ঈশ্বর যখন মানুষের শরণে...#LokkhiChhele @KGunedited @youganguly pic.twitter.com/RNpMH0TBkF
— Windows Production (@WindowsNs) October 13, 2019
আর এভাবেই মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি ও উইন্ডোজ়ের প্রথম আয়োজন লক্ষ্মী ছেলে-র ফার্স্ট লুক । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কৌশিক পুত্র উজান গাঙ্গুলি । যেখানে একদম অন্য লুকে দেখা যাচ্ছে উজানকে ।
গতকাল একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কৌশিক গাঙ্গুলি । ভিডিয়োতে তিনি বলেন, "মধ্যরাত থেকেই কোজাগরী পূর্ণিমা শুরু । তখন লক্ষ্মীছেলে টিমের তরফে আপনাদের কাছে কোনও উপহার যাবে না এটা তো হয় না । সকাল ৮টায় লক্ষ্মীছেলে টিমের তরফে আপনাদের কাছে একটা বিশেষ উপহার যাচ্ছে । " সেই কথা মতোই সকালে প্রকাশ্যে আনা হয় পোস্টারটি ।
এই ছবির মাধ্যমেই প্রথমবার ছেলের সঙ্গে কাজ করবেন কৌশিক গাঙ্গুলি । তাঁদের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ।
-
লক্ষী ছেলে আসছে।আসছে আসলে আমাদের পরবর্তী প্রজন্ম..তাই আমাদের সকলকে আমাদের ভালবাসা এবং স্নেহের সাথে স্বাগত জানাতে হবে .. ধন্যবাদ @KGunedited ধন্যবাদ @WindowsNs আর @youganguly আমি জানি তুমি তোমার দুইজন প্রিয় মানুষকে গর্বিত করবে .. https://t.co/obkG3FcynF
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">লক্ষী ছেলে আসছে।আসছে আসলে আমাদের পরবর্তী প্রজন্ম..তাই আমাদের সকলকে আমাদের ভালবাসা এবং স্নেহের সাথে স্বাগত জানাতে হবে .. ধন্যবাদ @KGunedited ধন্যবাদ @WindowsNs আর @youganguly আমি জানি তুমি তোমার দুইজন প্রিয় মানুষকে গর্বিত করবে .. https://t.co/obkG3FcynF
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) October 13, 2019লক্ষী ছেলে আসছে।আসছে আসলে আমাদের পরবর্তী প্রজন্ম..তাই আমাদের সকলকে আমাদের ভালবাসা এবং স্নেহের সাথে স্বাগত জানাতে হবে .. ধন্যবাদ @KGunedited ধন্যবাদ @WindowsNs আর @youganguly আমি জানি তুমি তোমার দুইজন প্রিয় মানুষকে গর্বিত করবে .. https://t.co/obkG3FcynF
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) October 13, 2019
কয়েক মাস আগেই নন্দনে ঘোষণা করা হয় 'লক্ষ্মী ছেলে'-র । সেই সঙ্গে প্রকাশ পায় ছবির লোগো । তাতে ছিল গ্রাম বাংলার ছোঁয়া, মাটির গন্ধ, মা লক্ষ্মীর পায়ের ছাপ । সব ঠিক থাকলে সামনে বছর মুক্তি পাবে ছবিটি ।