ETV Bharat / sitara

অসমবয়সি প্রেম 'আজব প্রেমের গল্পে' - আজব প্রেমের গল্প

এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন বনি-শ্রাবন্তী । ছবির নাম 'আজব প্রেমের গল্প'। বিষয়বস্তু, অসমবয়সি প্রেম ।

gh
gh
author img

By

Published : Dec 24, 2019, 9:15 PM IST

কলকাতা : একটি জনপ্রিয় চ্যানেলের অরিজিনাল সিনেমা দেখানো হবে বড় পরদায় । ছবির নাম 'আজব প্রেমের গল্প'। অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি । এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন বনি-শ্রাবন্তী । পরিচালক রাজা চন্দ ।

ছবির বিষয়বস্তু, অসমবয়সি প্রেম । বয়সে বড় এক মহিলার প্রেমে পড়ে এক যুবক । এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "এই ধরনের প্রেম এখন প্রায়ই দেখতে পাওয়া যায় । ছবির এই বিষয় দর্শকদের ভালো লাগবে । ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনও বাধা নয় । ভালোবাসা ও ভালো থাকলেই হয় ।"

ইতিমধ্যেই ছবির একপ্রস্থ শুটিং শেষ হয়েছে । ছবিতে বনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন পল্লবী চ্যাটার্জি । আর বনিকে দেখা যাবে শ্রাবন্তীর বিপরীতে । বনি বলেন, "আমাদের প্রজন্ম এই প্রেমকে মেনে নিলেও দাদু, কাকা, বাবারা অনেক সময় মানতে চান না । তাঁরা মনে করেন এটা ভুল ।"

এই ছবিতে অভিনয় করা স্পেশাল বলে জানিয়েছেন পল্লবী । আর এই ছবিতে কাজ করে ভালো লেগেছে বলে জানিয়েছেন ছবির বাকি কলাকুশলীরা । একই কথা বলেছেন পরিচালক রাজা চন্দও । ছবিটি অসমবয়সের প্রেমকে সমাজের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে আশাবাদী তিনি ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : একটি জনপ্রিয় চ্যানেলের অরিজিনাল সিনেমা দেখানো হবে বড় পরদায় । ছবির নাম 'আজব প্রেমের গল্প'। অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি । এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন বনি-শ্রাবন্তী । পরিচালক রাজা চন্দ ।

ছবির বিষয়বস্তু, অসমবয়সি প্রেম । বয়সে বড় এক মহিলার প্রেমে পড়ে এক যুবক । এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "এই ধরনের প্রেম এখন প্রায়ই দেখতে পাওয়া যায় । ছবির এই বিষয় দর্শকদের ভালো লাগবে । ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনও বাধা নয় । ভালোবাসা ও ভালো থাকলেই হয় ।"

ইতিমধ্যেই ছবির একপ্রস্থ শুটিং শেষ হয়েছে । ছবিতে বনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন পল্লবী চ্যাটার্জি । আর বনিকে দেখা যাবে শ্রাবন্তীর বিপরীতে । বনি বলেন, "আমাদের প্রজন্ম এই প্রেমকে মেনে নিলেও দাদু, কাকা, বাবারা অনেক সময় মানতে চান না । তাঁরা মনে করেন এটা ভুল ।"

এই ছবিতে অভিনয় করা স্পেশাল বলে জানিয়েছেন পল্লবী । আর এই ছবিতে কাজ করে ভালো লেগেছে বলে জানিয়েছেন ছবির বাকি কলাকুশলীরা । একই কথা বলেছেন পরিচালক রাজা চন্দও । ছবিটি অসমবয়সের প্রেমকে সমাজের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে আশাবাদী তিনি ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:একটি জনপ্রিয় চ্যানেলের অরিজিনাল সিনেমা দেখান হবে বড় পর্দায়। সেই চ্যানেলেরই প্রথম বড় পর্দার ছবি 'আজব প্রেমের গল্প'তে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম বনি-শ্রাবন্তীকে জুটি হিসেবে পাবে দর্শক। ছবির পরিচালক রাজা চন্দ। হয়ে গেল ঘোষণা এবং সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।


Body:ছবির বিষয়বস্তু এক বয়সে বড় নারীর সঙ্গে বয়সে ছোট যুবকের প্রেম। শ্রাবন্তী বলেন, এই ধরনের প্রেম এখন আকছার হচ্ছে। এই কনটেন্ট দর্শকের ভালো লাগবে।
ছবির শুটিং হয়ে গিয়েছে একপ্রস্থ। ছবিতে বনির মায়ের চরিত্রে অভিনয় করছেন পল্লবী চট্টোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করা পল্লবীর কাছে খুবই স্পেশাল বলে জানালেন আমাদের। অন্যদিকে বনিকে দেখা যাবে শ্রাবন্তীর বিপরীতে। বিষয়টি বনির কাছেও ভীষণ স্পেশাল। একই সুর শোনা যায় রাজা চন্দের কণ্ঠেও। ছবিটি অসম বয়সের প্রেমকে সমাজের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা রাজার।


Conclusion:দেখুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.