ETV Bharat / sitara

কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট - west bengal assembly election 2021

ভোটে সবার নজর ছিল তারকা প্রার্থীদের দিকে ৷ তৃণমূল ও বিজেপির হয়ে লড়েছেন বেশকয়েকজন সেলিব্রিটি ৷ তবে সবার মুখে শেষ হাসি ফোটেনি ৷ একনজরে দেখে নেওয়া যাক কোন তারকা প্রার্থী কেমন ফল করলেন ৷

Bengal Election Result 2021: celebrity candidates' performance in bengal election result 2021
কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের রেজ়াল্ট
author img

By

Published : May 3, 2021, 11:14 AM IST

কলকাতা, 3 মে: এ বারের ভোটে তৃণমূল ও বিজেপি উভয় দলেরই একটা বড় চমক ছিল তারকা প্রার্থী ৷ ভোটের ঠিক আগেই নানা সেলিব্রিটিদের তৃণমূল ও বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায় ৷ এরপর দু দলের প্রার্থী তালিকাতেই জ্বলজ্বল করেছে তারকাদের নাম ৷ হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া টলি তারকারা ৷ অনেকে সবাইকে তাক লাগিয়ে দিয়ে সফল হয়েছেন ৷ আবার তারকা ইমেজ কাজে আসেনি বেশ কয়েকজনের ক্ষেত্রে ৷

প্রথমেই আসা যাক সফল তারকা প্রার্থীদের কথায় ৷ সাফল্য়ের মাপকাঠি বিচার করলে তৃণমূলের তারকা প্রার্থীদেরই পাল্লা ভারী ৷ রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সির মতো তারকারা ভোটের ঠিক আগেই তৃণমূলে যোগ দেন ৷ রাজনীতির আঙিনায় একেবারে আনকোরা হলেও শেষ হাসি তাঁদের মুখেই ফুটেছে ৷ মেদিনীপুরে বিজেপি প্রার্থী সমিত কুমার দাসকে হারিয়ে দিয়েছেন অভিনেত্রী জুন ৷ ছোট ও বড় পর্দায় পরিচিত মুখ কাঞ্চন মল্লিক প্রার্থী হওয়ার পর নেট দুনিয়ায় নানা মিম ছড়িয়েছিল ৷ তবে নেত্রীর মুখ রেখেছেন কাঞ্চন ৷ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রবীর ঘোষালকে 16 হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন হাস্যকৌতূক অভিনেতা ৷

তৃণমূলের হয়ে বড় বাজি জিতে নিয়েছেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ৷ ব্যারাকপুরের মতো বিধানসভা কেন্দ্রে তিনি 23 হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ৷ তৃণমূলের মুখে হাসি ফুটিয়েছেন সঙ্গীতশিল্পী প্রার্থী অদিতি মুন্সিও ৷ রাজারহাট গোপালপুর কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী শমীক ভট্টাচার্যকে 56 হাজারেরও বেশি ভোটে পর্যুদস্ত করেছেন তিনি ৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে মুখোমুখি লড়াই ছিল দুই সেলিব্রিটি প্রার্থীর ৷ তৃণমূলের প্রার্থী ছিলেন অভিনেত্রী লাভলি মৈত্র ও বিজেপির প্রার্থী ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু ৷ তবে জয় এসেছ লাভলির ঝুলিতে ৷ 61 হাজারের বেশি ভোটে অঞ্জনাকে হারিয়েছেন লাভলি ৷

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

সবুজ হাওয়ায় এ বার শিকে ছিঁড়েছে আর এক তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর ৷ গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়া থেকে হারতে হয়েছিল তাঁকে ৷ তবে একুশের ঝড়ে চণ্ডীপুর কেন্দ্রে 60 হাজারেরও বেশি ভোটে জিতে বিধানসভায় পা রাখতে চলেছেন অভিনেতা ৷ জয়ের ধারা বজায় রেখেছেন তৃণমূলের আর এক তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ৷ বারাসত কেন্দ্র থেকে জয়লাভ করেছেন এই প্রবীণ অভিনেতা ৷

তৃণমূলের তারকা প্রার্থীদের অধিকাংশই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করলেও আসানসোল দক্ষিণে জিততে পারেননি সায়নী ঘোষ ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে পরাজিত হন তিনি ৷ অপরদিকে, হারতে হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্য়ায়কেও ৷

বিজেপির ক্ষেত্রে জয়ী তারকা প্রার্থী শুধু অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ দিলীপ ঘোষের গড় খড়গপুর সদরে বিদায়ী বিধায়ক প্রদীপ সরকারকে পরাজিত করে জয়ী হলেন তিনি ৷ বিজেপির অন্যান্য তারকা প্রার্থীদের ভোটে শোচনীয় অবস্থা হয়েছে ৷ পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, পার্নো মিত্র, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারী ও যশ দাশগুপ্তের তারকা ইমেজ বাংলার ভোটে কোনও রেখাপাত করতে পারেনি ৷ হারতে হয়েছে সংযুক্ত মোর্চার তারকা প্রার্থী দেবদূত ঘোষকেও ৷

কলকাতা, 3 মে: এ বারের ভোটে তৃণমূল ও বিজেপি উভয় দলেরই একটা বড় চমক ছিল তারকা প্রার্থী ৷ ভোটের ঠিক আগেই নানা সেলিব্রিটিদের তৃণমূল ও বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায় ৷ এরপর দু দলের প্রার্থী তালিকাতেই জ্বলজ্বল করেছে তারকাদের নাম ৷ হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া টলি তারকারা ৷ অনেকে সবাইকে তাক লাগিয়ে দিয়ে সফল হয়েছেন ৷ আবার তারকা ইমেজ কাজে আসেনি বেশ কয়েকজনের ক্ষেত্রে ৷

প্রথমেই আসা যাক সফল তারকা প্রার্থীদের কথায় ৷ সাফল্য়ের মাপকাঠি বিচার করলে তৃণমূলের তারকা প্রার্থীদেরই পাল্লা ভারী ৷ রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সির মতো তারকারা ভোটের ঠিক আগেই তৃণমূলে যোগ দেন ৷ রাজনীতির আঙিনায় একেবারে আনকোরা হলেও শেষ হাসি তাঁদের মুখেই ফুটেছে ৷ মেদিনীপুরে বিজেপি প্রার্থী সমিত কুমার দাসকে হারিয়ে দিয়েছেন অভিনেত্রী জুন ৷ ছোট ও বড় পর্দায় পরিচিত মুখ কাঞ্চন মল্লিক প্রার্থী হওয়ার পর নেট দুনিয়ায় নানা মিম ছড়িয়েছিল ৷ তবে নেত্রীর মুখ রেখেছেন কাঞ্চন ৷ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রবীর ঘোষালকে 16 হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন হাস্যকৌতূক অভিনেতা ৷

তৃণমূলের হয়ে বড় বাজি জিতে নিয়েছেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ৷ ব্যারাকপুরের মতো বিধানসভা কেন্দ্রে তিনি 23 হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ৷ তৃণমূলের মুখে হাসি ফুটিয়েছেন সঙ্গীতশিল্পী প্রার্থী অদিতি মুন্সিও ৷ রাজারহাট গোপালপুর কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী শমীক ভট্টাচার্যকে 56 হাজারেরও বেশি ভোটে পর্যুদস্ত করেছেন তিনি ৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে মুখোমুখি লড়াই ছিল দুই সেলিব্রিটি প্রার্থীর ৷ তৃণমূলের প্রার্থী ছিলেন অভিনেত্রী লাভলি মৈত্র ও বিজেপির প্রার্থী ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু ৷ তবে জয় এসেছ লাভলির ঝুলিতে ৷ 61 হাজারের বেশি ভোটে অঞ্জনাকে হারিয়েছেন লাভলি ৷

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

সবুজ হাওয়ায় এ বার শিকে ছিঁড়েছে আর এক তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর ৷ গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়া থেকে হারতে হয়েছিল তাঁকে ৷ তবে একুশের ঝড়ে চণ্ডীপুর কেন্দ্রে 60 হাজারেরও বেশি ভোটে জিতে বিধানসভায় পা রাখতে চলেছেন অভিনেতা ৷ জয়ের ধারা বজায় রেখেছেন তৃণমূলের আর এক তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ৷ বারাসত কেন্দ্র থেকে জয়লাভ করেছেন এই প্রবীণ অভিনেতা ৷

তৃণমূলের তারকা প্রার্থীদের অধিকাংশই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করলেও আসানসোল দক্ষিণে জিততে পারেননি সায়নী ঘোষ ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে পরাজিত হন তিনি ৷ অপরদিকে, হারতে হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্য়ায়কেও ৷

বিজেপির ক্ষেত্রে জয়ী তারকা প্রার্থী শুধু অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ দিলীপ ঘোষের গড় খড়গপুর সদরে বিদায়ী বিধায়ক প্রদীপ সরকারকে পরাজিত করে জয়ী হলেন তিনি ৷ বিজেপির অন্যান্য তারকা প্রার্থীদের ভোটে শোচনীয় অবস্থা হয়েছে ৷ পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, পার্নো মিত্র, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারী ও যশ দাশগুপ্তের তারকা ইমেজ বাংলার ভোটে কোনও রেখাপাত করতে পারেনি ৷ হারতে হয়েছে সংযুক্ত মোর্চার তারকা প্রার্থী দেবদূত ঘোষকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.