ETV Bharat / sitara

বন্ধু রাজকে ঠান্ডা মাথায় লড়াইয়ের পরামর্শ দেবের - West Bengal Assembly Election 2021

নোয়াপাড়া বিধানসভার ঠিক পাশেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী । জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজ তিনিও ৷ জনসভায় বক্তব্য শেষে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকার বন্ধু রাজ চক্রবর্তীকে মাথা ঠান্ডা রেখে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন দেব ৷

দেব
দেব
author img

By

Published : Apr 10, 2021, 10:58 AM IST

নোয়াপাড়া, 10 এপ্রিল : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের পুরনো বন্ধু রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী । শুক্রবার নোয়াপাড়ায় একটি জনসভা করেন তিনি ৷ এই জনসভা থেকে বন্ধু রাজকে মাথা ঠান্ডা করার উপদেশ দিলেন দেব ।

ওইদিন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসুর হয়ে জনসভা করেন দেব ৷ অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়েছিল জনসভায় ৷ তার মধ্যে অধিকাংশই মহিলা ও কমবয়সি মেয়েরা । কেউ হাত মেলাতে চাইছেন, কেউ আবার ছবি তুলতে ৷ কিন্তু প্রচারে বেরিয়েও করোনা নিয়ে সচেতন দেব । জনসভায় আসা মানুষদের মাস্ক পরার অনুরোধ করলেন ৷ বললেন করোনা বিধি মেনে চলতে ৷ ভক্তরা হাত মেলাতে চাইলে দেবের সটান উত্তর, মাস্ক না পরলে হাত মেলাবেন না তিনি ।

রাজনীতিতে বরাবরই সৌজন্যের ছাপ রেখেছেন দেব‌ । 2014 সালে প্রথমবার সাংসদ হন তিনি ৷ তারপর থেকে বারবার বিভিন্ন জায়গায় শিষ্টতা, সৌজন্যের নজির রেখেছেন এই অভিনেতা । তবে এদিনের জনসভায় খানিকটা চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধীপক্ষ বিজেপিকে । প্রশ্ন তুললেন বিজেপি যদি সরকারে আসে তাহলে নারী সুরক্ষার কী হবে ৷ নোয়াপাড়ার জনসভায় কৃষক আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন দেব ৷

নোয়াপাড়ার জনসভায় দেব

নোয়াপাড়া বিধানসভার ঠিক পাশেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী । জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজ ৷ বন্ধুর পাশের কেন্দ্রে জনসভায় বক্তব্য শেষে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকার বন্ধু রাজ চক্রবর্তীকে মাথা ঠান্ডা রেখে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন দেব ৷

আরও পড়ুন : বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এবছরের ভোটের প্রচারে প্রায় সারা বাংলা চষে ফেলেছেন তিনি ৷ কখনও কোচবিহার কখনও আবার কসবায় প্রচারের জন্য প্রার্থীদের থেকেও বেশি ব্যস্ত দেব । এদিন নোয়াপাড়ার সভা থেকেই বিভিন্ন কেন্দ্রে দাঁড়ানো তারকা প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব ।

নোয়াপাড়া, 10 এপ্রিল : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের পুরনো বন্ধু রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী । শুক্রবার নোয়াপাড়ায় একটি জনসভা করেন তিনি ৷ এই জনসভা থেকে বন্ধু রাজকে মাথা ঠান্ডা করার উপদেশ দিলেন দেব ।

ওইদিন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসুর হয়ে জনসভা করেন দেব ৷ অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়েছিল জনসভায় ৷ তার মধ্যে অধিকাংশই মহিলা ও কমবয়সি মেয়েরা । কেউ হাত মেলাতে চাইছেন, কেউ আবার ছবি তুলতে ৷ কিন্তু প্রচারে বেরিয়েও করোনা নিয়ে সচেতন দেব । জনসভায় আসা মানুষদের মাস্ক পরার অনুরোধ করলেন ৷ বললেন করোনা বিধি মেনে চলতে ৷ ভক্তরা হাত মেলাতে চাইলে দেবের সটান উত্তর, মাস্ক না পরলে হাত মেলাবেন না তিনি ।

রাজনীতিতে বরাবরই সৌজন্যের ছাপ রেখেছেন দেব‌ । 2014 সালে প্রথমবার সাংসদ হন তিনি ৷ তারপর থেকে বারবার বিভিন্ন জায়গায় শিষ্টতা, সৌজন্যের নজির রেখেছেন এই অভিনেতা । তবে এদিনের জনসভায় খানিকটা চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধীপক্ষ বিজেপিকে । প্রশ্ন তুললেন বিজেপি যদি সরকারে আসে তাহলে নারী সুরক্ষার কী হবে ৷ নোয়াপাড়ার জনসভায় কৃষক আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন দেব ৷

নোয়াপাড়ার জনসভায় দেব

নোয়াপাড়া বিধানসভার ঠিক পাশেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী । জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজ ৷ বন্ধুর পাশের কেন্দ্রে জনসভায় বক্তব্য শেষে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকার বন্ধু রাজ চক্রবর্তীকে মাথা ঠান্ডা রেখে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন দেব ৷

আরও পড়ুন : বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এবছরের ভোটের প্রচারে প্রায় সারা বাংলা চষে ফেলেছেন তিনি ৷ কখনও কোচবিহার কখনও আবার কসবায় প্রচারের জন্য প্রার্থীদের থেকেও বেশি ব্যস্ত দেব । এদিন নোয়াপাড়ার সভা থেকেই বিভিন্ন কেন্দ্রে দাঁড়ানো তারকা প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.