ETV Bharat / sitara

Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন - মানিকে মাগে হিথে গান

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বাংলাদেশী তারকা হিরো আলম ৷ নাচে, গানে নিজের অনুরাগীদের 'মুগ্ধ' করে রাখেন তিনি ৷ সিনেমাতেও অভিনয় করেন ৷ ইংরেজি ভাষায় গাওয়া গানগুলি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেন ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে হাসির বন্যা বয়ে যায় ৷

Manike Mage Hithe
Manike Mage Hithe
author img

By

Published : Sep 5, 2021, 10:25 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : শ্রীলঙ্কার জনপ্রিয় পপ তারকা ইয়োহানি ডিসিলভার গাওয়া 'মানিকে মাগে হিথে' গানটি হু হু করে ছড়িয়ে পড়েছে ৷ ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম রিল সর্বত্র ছড়িয়ে সিংহলি ভাষার এই গান ৷ গানটির অর্থ এক বর্ণ না বুঝেও ভারতীয় সঙ্গীতপ্রেমীরা এই গান শুনছেন, আওড়াচ্ছেন ৷ অনেকেই গানটির নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ৷ মানিকে মাগে হিথে-র হিন্দি, বাংলা ভার্সনগুলিও বেশি জনপ্রিয় হয়েছে ৷ দৌড়ে পিছিয়ে রইলেন না বাংলাদেশী সুপারস্টার হিরো আলম ৷ একেবারে ইয়োহানির কায়দায় 'মানিকে মাগে হিথে'-র 'হিরো আলম ভার্সন' গাইলেন তিনি ৷ তারপর আপলোড করলেন ইউটিউবে ৷

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বাংলাদেশী তারকা হিরো আলম ৷ নাচে, গানে নিজের অনুরাগীদের 'মুগ্ধ' করে রাখেন তিনি ৷ সিনেমাতেও অভিনয় করেন ৷ ইংরেজি ভাষায় গাওয়া গানগুলি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেন ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে হাসির বন্যা বয়ে যায় ৷ তবুও লাখো মানুষ হিরো আলমের ভিডিয়ো দেখেন ৷ ভারত ও বাংলাদেশের বিপুল জনপ্রিয়তা লাভ করা সিংহলি ভাষার গান 'মানিকে মাগে হিথে'-ও হিরো আলমের কবল থেকে রক্ষা পায়নি ৷ একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গানটি গাইলেন তিনি ৷ পাশাপাশি গানের সুরের সঙ্গে বাংলা কথা জুড়েও গাইলেন ৷

দর্শকদের প্রতিক্রিয়া
দর্শকদের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

হিরো আলমের ভার্সনটি এরকম - তেল গেল ফুরাইয়া, বাতি গেল নিভিয়া, কী হবে আর কান্দিয়া... ৷ গতকাল ইউটিউবে আপলোড করা এই ভিডিয়ো ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন ৷ হিরো আলমের গুণমুগ্ধরা তাঁর এই ভার্সনের বেশ প্রশংসা করেছেন ৷ আবার অনেকে সমালোচনা ধেয়ে এসেছে ৷ একজন কটাক্ষ করে লিখেছেন, "আপনার মতো লেজেন্ডই পৃথিবীর সব ভাষায় গান গাইতে পারেন ৷" অন্য একজন লিখেছেন, "এই গানটি আমার খুব প্রিয় ছিল ৷ এরপর আর শুনব না ৷" আরও একজনের কথায়, "আমার তিনদিন ধরে জ্বর ছিল ৷ এই গান শুনে আমি পুরো সুস্থ ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইয়োহানির গাওয়া গানটি তো ইতিমধ্যেই শুনে ফেলেছেন ৷ এবার হিরো আলমের ভার্সনটাও শুনে নিন...

কলকাতা, 5 সেপ্টেম্বর : শ্রীলঙ্কার জনপ্রিয় পপ তারকা ইয়োহানি ডিসিলভার গাওয়া 'মানিকে মাগে হিথে' গানটি হু হু করে ছড়িয়ে পড়েছে ৷ ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম রিল সর্বত্র ছড়িয়ে সিংহলি ভাষার এই গান ৷ গানটির অর্থ এক বর্ণ না বুঝেও ভারতীয় সঙ্গীতপ্রেমীরা এই গান শুনছেন, আওড়াচ্ছেন ৷ অনেকেই গানটির নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ৷ মানিকে মাগে হিথে-র হিন্দি, বাংলা ভার্সনগুলিও বেশি জনপ্রিয় হয়েছে ৷ দৌড়ে পিছিয়ে রইলেন না বাংলাদেশী সুপারস্টার হিরো আলম ৷ একেবারে ইয়োহানির কায়দায় 'মানিকে মাগে হিথে'-র 'হিরো আলম ভার্সন' গাইলেন তিনি ৷ তারপর আপলোড করলেন ইউটিউবে ৷

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বাংলাদেশী তারকা হিরো আলম ৷ নাচে, গানে নিজের অনুরাগীদের 'মুগ্ধ' করে রাখেন তিনি ৷ সিনেমাতেও অভিনয় করেন ৷ ইংরেজি ভাষায় গাওয়া গানগুলি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেন ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে হাসির বন্যা বয়ে যায় ৷ তবুও লাখো মানুষ হিরো আলমের ভিডিয়ো দেখেন ৷ ভারত ও বাংলাদেশের বিপুল জনপ্রিয়তা লাভ করা সিংহলি ভাষার গান 'মানিকে মাগে হিথে'-ও হিরো আলমের কবল থেকে রক্ষা পায়নি ৷ একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গানটি গাইলেন তিনি ৷ পাশাপাশি গানের সুরের সঙ্গে বাংলা কথা জুড়েও গাইলেন ৷

দর্শকদের প্রতিক্রিয়া
দর্শকদের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

হিরো আলমের ভার্সনটি এরকম - তেল গেল ফুরাইয়া, বাতি গেল নিভিয়া, কী হবে আর কান্দিয়া... ৷ গতকাল ইউটিউবে আপলোড করা এই ভিডিয়ো ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন ৷ হিরো আলমের গুণমুগ্ধরা তাঁর এই ভার্সনের বেশ প্রশংসা করেছেন ৷ আবার অনেকে সমালোচনা ধেয়ে এসেছে ৷ একজন কটাক্ষ করে লিখেছেন, "আপনার মতো লেজেন্ডই পৃথিবীর সব ভাষায় গান গাইতে পারেন ৷" অন্য একজন লিখেছেন, "এই গানটি আমার খুব প্রিয় ছিল ৷ এরপর আর শুনব না ৷" আরও একজনের কথায়, "আমার তিনদিন ধরে জ্বর ছিল ৷ এই গান শুনে আমি পুরো সুস্থ ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইয়োহানির গাওয়া গানটি তো ইতিমধ্যেই শুনে ফেলেছেন ৷ এবার হিরো আলমের ভার্সনটাও শুনে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.